ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

যক্ষ্মা নিমূলে সুনামগঞ্জে নাটাবের মতবিনিময় সভা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৮ ঘণ্টা, নভেম্বর ২০, ২০২২
যক্ষ্মা নিমূলে সুনামগঞ্জে নাটাবের মতবিনিময় সভা

সুনামগঞ্জ: যক্ষ্মা নিমূলে নাটাবের (বাংলাদেশ যক্ষ্মা নিরোধ সমিতি) সুনামগঞ্জে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।  

রোববার (২০ নভেম্বর) সকাল ১১টার দিকে নাটাব সুনামগঞ্জ জেলা শাখার আয়োজনে জগৎ জ্যোতি পাঠাগারে এ সভা অনুষ্ঠিত হয়।

সুনামগঞ্জ জেলা নাটাবের সভাপতি দুজুটি কুমার বসুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নির্মল ভট্টাচার্যের পরিচালায় যক্ষ্মা নিমূলের বিষয়ে গুরুত্বপূর্ণ বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।  

এ সময় বক্ষবিদি ক্লিনিকে কনসাল্ট্যান্টের ডা. অতনু ভট্টাচার্য যক্ষার ক্ষতিকর বিভিন্ন বিস্তারিত ক্ষতিকর দিকগুলো তুলে ধরেন। এবং এর প্রতিকার নিয়েও পরামর্শ দেন এবং বিনা মূল্যে যক্ষ্মা চিকিৎসা সেবা দেওয়া হয়।  

অনুষ্ঠানে উপস্থিত সবার বিভিন্ন প্রশ্নের জবাব দেন ডা. অতনু ভট্টাচার্য। সভায় যক্ষ্মা নিমূলে নিজ নিজ অবস্থান থেকে ও হাসপাতাল, ক্লিনিক এবং বিভিন্ন এনজিও সংস্থার পাশাপাশি কাজ করার আহ্বান জানান।  

সভায় সুনামগঞ্জ ডেপুটি সিভিল সুকদেব শাহা, নাটাব ফিল্ড লেভেল স্টাফ সুমন চৌধুরীসহ জেলায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৩৩৫ ঘণ্টা, নভেম্বর ২০, ২০২২
এসএম/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।