ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

রাশিফল

প্রিয়জনের সঙ্গে আনন্দে থাকবে ধনু

রাশিফল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৪ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০২২
প্রিয়জনের সঙ্গে আনন্দে থাকবে ধনু

আজ ১৫ ডিসেম্বর, রোজ বৃহস্পতিবার। পাশ্চাত্য জ্যোতিষ শাস্ত্রমতে, ভাগ্য মানুষের ‘ভাগ্য’ ফেরায়, ভাগ্য মানুষের সঙ্গে করে বিড়ম্বনা।

দুই-ই সত্যি, যদি আপনি মানেন, জানেন। জেনে নিন আপনার আজকের রাশিফল।

ধনু : কোনো শুভ কাজে অংশগ্রহণ করতে পারেন। প্রত্যাশা পূরণে বাধা দূর হবে। পরিবারের শুভ যোগাযোগ বজায় থাকবে। কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের প্রয়োজন হলে সময় নিন। প্রিয়জনকে নিয়ে আনন্দে থাকুন।

মকর : ব্যক্তিগত সম্পর্কের উন্নতি হবে। বিদেশে অবস্থানরত কোনো আত্মীয় বা বন্ধুর সঙ্গে যোগাযোগে মন প্রফুল্ল থাকবে। থেমে থাকা কাজের অগ্রগতি হবে। পূর্ব পরিকল্পনাগুলোকে নতুন করে দেখুন। ভালো থাকুন।  

কুম্ভ : কোনো খবর উৎসাহিত করবে। ভবিষ্যৎ পরিকল্পনায় অন্যের সাফল্য পাবেন। কাছের কারো অসুস্থতায় চিন্তিত থাকতে পারেন। নিজস্ব বুদ্ধিবলে সাময়িক কোনো সমস্যার সমাধান করতে পারবেন। পরিশ্রমের ফল ভালো হবে।  

মীন : সামাজিক যোগাযোগ বাড়বে। পেশাগত ক্ষেত্রে বন্ধুর সাহায্য নিতে হতে পারে। নিজের অজান্তেই কোনো কাজ দ্বারা সকলের মন জয় করতে পারেন। প্রিয়জনের সঙ্গে সময় কাটানোর সুযোগ পাবেন। জীবিকার জন্য নতুন পদক্ষেপ নিতে হতে পারে।

মেষ : কর্মপ্রার্থীদের কাজের সুযোগ আসতে পারে। কর্মস্থলে দায়িত্ব বৃদ্ধি পাবে। প্রয়োজনীয় কাজ সময়মতো করতে হবে। পেশাগত আলোচনায় ধৈর্য বাড়ান। জরুরি বিষয়ে সতর্কতা অবলম্বন করতে হবে। শরীর ভালো রাখুন।

বৃষ : পরিস্থিতি ইতিবাচক থাকবে। আপনার কাজ দিয়ে প্রিয়জনকে খুশি করতে পারবেন। প্রেমের সম্পর্কে ভারসাম্য বজায় থাকবে। ঊর্ধ্বতনদের আস্থা অর্জন করা সহজ হবে। দীর্ঘমেয়াদি পরিকল্পনা গতি পাবে। রোমান্স শুভ।

মিথুন : পরিবারের সদস্যদের সঙ্গে ভালো সময় ব্যয় করতে পারবেন। মানসিক চাপ কিছুটা কমবে। আনন্দের পরিবেশ থাকবে। প্রতিশ্রুতি বাস্তবায়নে মনোযোগ দিন। কর্মক্ষেত্রে প্রয়োজনীয় পরিবর্তন আনুন।

কর্কট : নতুন যোগাযোগ অর্থাগমের পথ দেখাবে। পেশাদারদের আয় বৃদ্ধি পাবে। কোনো গুরুত্বপূর্ণ তথ্য আপনার কাজের সহায়ক হবে। স্বল্প দূরত্বে ভ্রমণ সম্ভব। প্রত্যাশা পূরণে প্রয়োজনীয় কাজে ধৈর্য ধরুন।  

সিংহ : অর্থ প্রাপ্তির সম্ভাবনা আছে। কোনো সমস্যা সমাধানের পথ পাবেন। আত্মবিশ্বাস বাড়বে। ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে সম্প্রীতি বজায় থাকবে। ব্যাবসায়িক অবস্থার উন্নতি হবে। পুরনো সম্পর্কের মতভেদ মিটে যাবে।

কন্যা : মানসিক শান্তি থাকবে। কোনো শুভ পরিবর্তনের বিষয়ে খবর পেতে পারেন। জীবনসঙ্গীর সঙ্গে মতভেদ দূর হবে। পারস্পরিক বোঝাপড়া বাড়বে। কাছের মানুষদের বিশ্বাস অর্জন করা সহজ হবে। সবাইকে সংযুক্ত করতে সফল হবেন।      

তুলা : কোনো আলোচনা ফলপ্রসূ হতে পারে। অন্যের কাজ করতে গিয়ে নিজের কাজে ব্যাঘাত ঘটবে। অযথা সময় নষ্ট করবেন না। অপ্রয়োজনীয় ব্যয় থেকে দূরে থাকুন। আত্মবিশ্বাসের সঙ্গে লক্ষ অর্জনে এগিয়ে যান।

বৃশ্চিক : দৈনিক কাজকর্মে সাফল্য ও সুনাম বজায় থাকবে। কোনো ইচ্ছা পূরণের সম্ভাবনা আছে। কর্মক্ষেত্র আগের তুলনায় শুভ। কোনো আকর্ষণীয় অফার পেতে পারেন। কাজের গতি ভালো থাকবে। মনের স্থিরতা বজায় রাখুন।

বাংলাদেশ সময়: ০৯২২ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০২২
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।