ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

রাশিফল

অপ্রত্যাশিত কিছু মিলতে পারে বৃশ্চিকের

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৬ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০২২
অপ্রত্যাশিত কিছু মিলতে পারে বৃশ্চিকের

আজ ২৯ ডিসেম্বর, বৃহস্পতিবার। পাশ্চাত্য জ্যোতিষ শাস্ত্রমতে, ভাগ্য মানুষের ‘ভাগ্য’ ফেরায়, ভাগ্য মানুষের সঙ্গে করে বিড়ম্বনা।

দুই-ই সত্যি, যদি আপনি মানেন, জানেন। জেনে নিন আপনার আজকের রাশিফল।

ধনু: ভালো কাজের আশ্বাস পাবেন। কোনো যোগাযোগে লাভবান হতে পারেন। ভাগ্যোন্নয়নের সুযোগ আসবে। পরিবারের জন্য চিন্তা বাড়তে পারে। নিজের সিদ্ধান্তের ওপর আস্থা রাখুন। ভালো থাকুন।

মকর: দীর্ঘমেয়াদি পরিকল্পনা এগিয়ে যাবে। ইতিবাচক সংবাদে আশাবাদী হবেন। আটকে যাওয়া কাজ সচল হবে। বুদ্ধি সঠিক পথে পরিচালিত হবে। নতুন সুযোগ কাজে লাগান। হাল ছাড়বেন না। ভ্রমণ শুভ।

কুম্ভ: সামাজিক সম্মান বৃদ্ধি পাবে। নিজস্ব ভাবনাকে প্রতিষ্ঠিত করতে পারবেন। বুদ্ধিবলে বিরূপ পরিস্থিতিকেও অনুকূলে নিয়ে আসতে পারবেন। মনকে প্রফুল্ল রাখুন। মানসিক স্থিরতা নষ্ট করবেন না।

মীন: পরিবেশ নিয়ে সমস্যা ও হতাশা দেখা দিতে পারে। ব্যয় বৃদ্ধির প্রবণতা বাড়তে পারে। শরীর ও মনের ওপর কিছুটা চাপ থাকবে। সাফল্য নির্ভর করবে আপনার দূরদর্শিতার ওপর। মানসিকভাবে ফিট থাকুন।

মেষ: কর্মক্ষেত্রে দায়িত্ব বাড়বে। সংসারের ব্যয় বাড়তে পারে। কাছের মানুষদের সহযোগিতা পাবেন। ধর্মীয় কাজে আগ্রহ বাড়বে। গুরুত্বপূর্ণ বিষয়ে ধৈর্যের পরিচয় দিতে হবে। অস্থির চিন্তায় কাজ নষ্ট করবেন না।

বৃষ: আয়ের নতুন কোনো সুযোগ আসতে পারে। ভালো বন্ধু পাবেন যে বিভিন্নভাবে আপনাকে সাহায্য করবে। ব্যবসায় জটিলতা দূর হবে। প্রেম-প্রণয়ে সুসময়। ব্যক্তিগত বিষয় অনুকূলে থাকবে। ইতিবাচক মনোভাবে সফলতা পাবেন।

মিথুন: কাজে উন্নতির যোগ প্রবল। বৈষয়িকভাবে লাভবান হওয়ার সুযোগ আসবে। পরিকল্পনা বাস্তবায়নে অন্যকে প্রভাবিত করতে পারবেন। দায়িত্ব পালনে দৃঢ়তার পরিচয় দিন। নিজেকে সঠিক পথে রাখুন।

কর্কট: বিদেশসংক্রান্ত কোনো কাজে অগ্রগতি হতে পারে। আর্থিক উন্নতির ক্ষেত্রে নতুন কোনো সুযোগ আসতে পারে। সন্তানের কোনো শুভ সংবাদ পেতে পারেন। গুরুত্বপূর্ণ জিনিস সাবধানে রাখুন। সুস্থ থাকুন।

সিংহ: কল্যাণমূলক কাজের ভাবনায় উৎসাহী হবেন। প্রিয়জনের অসুস্থতায় উদ্বেগ থাকবে। আবেগের বশে কাজ করবেন না। পূর্ববর্তী কাজ শেষ না করে নতুন কিছু না করাই ভালো। লক্ষ্যে অবিচল থাকুন।

কন্যা: সামাজিক যোগাযোগ বাড়বে। যৌথ কাজে অগ্রগতি হবে। প্রিয়জন ও বন্ধুসঙ্গ আনন্দ বৃদ্ধি করবে। আগের ভুল সংশোধন করার সুযোগ পাবেন। উত্ফুল্ল থাকুন, একলা কোনো কাজ করবেন না।

তুলা: সারা দিন কর্মব্যস্ততার মধ্যে কাটবে। নিজের বুদ্ধিতে কর্মস্থলে উন্নতি হতে পারে। কোনো চ্যালেঞ্জের মোকাবেলা করতে হতে পারে। প্রত্যাশিত অর্থলাভে বিলম্ব হবে। সিদ্ধান্ত বাস্তবায়নের চেষ্টা অব্যাহত রবে।

বৃশ্চিক: অপ্রত্যাশিত কিছু পেতে পারেন। কোনো বন্ধু উপকারে আসবে। ব্যবসায়ীদের উপার্জন বৃদ্ধি পাবে। প্রেম-প্রীতিতে সাফল্য আসবে। গঠনমূলক কাজে আনন্দ পাবেন। প্রিয়সঙ্গ আনন্দ দেবে।

বিাংলাদেশ সময়: ১০১৬ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০২২
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।