প্রেম, বিয়ে, অর্থপ্রাপ্তিসহ জানুন আপনার ভবিষ্যৎ!
জ্যোতিষ শাস্ত্র বিশ্বের আদি বিজ্ঞানের অন্যতম। তিথি, নক্ষত্র, অবস্থান প্রভৃতি বিবেচনায় নদীর জোয়ার ভাটার মতো চলে আমাদের শরীরযন্ত্রও।
মিশর, গ্রিসের মতো ভারতীয় জ্যোতিষ শাস্ত্রেরও রয়েছে বিশেষ খ্যাতি। আর ভারতীয় প্রখ্যাত জ্যোতিষী রুবাই দীর্ঘদিন এসব বিষয়ে নিয়মিত জানাচ্ছেন বাংলানিউজের পাঠকদের। বিশ্বকাপ ফুটবল নিয়ে তার ভবিষ্যদ্বাণীও অনেকটা প্রমাণিত। কিন্তু পাঠকের জিজ্ঞাসা অপরিসীম। তারা আরও নানা বিষয় জানতে চান। কিন্তু সেগুলোর জন্য প্রয়োজন হয় বিভিন্ন তথ্য-উপাত্ত।
বাংলানিউজ ও বাংলানিউজ রাশিফল পাঠককে সবসময় দিতে চায় ভিন্নতার স্বাদ। কারণ পাঠকের চাহিদাকে আমরা সর্বোচ্চ গুরুত্ব দেই।
বাংলানিউজের অগণিত পাঠকের চাহিদা বিবেচনায় তাই জ্যোতিষ রুবাইর নেতৃত্বে ভারতীয় জ্যোতিষশাস্ত্রের একটি বিশেষজ্ঞ প্যানেল নির্বাচিত করেছি আমরা। এই বিশেষজ্ঞ প্যানেল আপনার পাঠানো তথ্য-উপাত্ত ও আপনার সমস্যা ঘেঁটে মেটাচ্ছে মনে জমে থাকা সব প্রশ্নের উত্তর।
আমরা এরইমধ্যে অনেক সাড়া পেয়েছি। দেশ-বিদেশ থেকে বিভিন্নজন জানছেন তাদের কাঙ্ক্ষিত বিষয়াদি। পাঠকের চাহিদা ও সাড়ার কথা বিবেচনা করে আরও সহজসাধ্য করা হয়েছে আমাদের পদ্ধতি। যারা প্রেম, বিয়ে, সংসার, জটিল সমস্যা, বাস্তুদোষ, রাহুদোষ প্রভৃতি জানতে চান তারা মেইলে আমাদের জানান।
রাশি, লগ্ন, গণ, তিথি, বাস্তুশাস্ত্রসহ মনের বিভিন্ন প্রশ্নের অবসান ঘটাতে চান তারা যোগাযোগ করুন এই মেইলে: apnarrashifol.bn24@gmail.com
ফিরতি মেইলে জানানো হবে বিস্তারিত নিয়ম-কানুন। এতে তরুণ-তরুণীসহ সব বয়সীদের কথা বিবেচনা করে নতুন কিছু সুযোগ থাকছে সীমিত সময়ের জন্য। সব জেনে পুনরায় মেইল করলে নির্দিষ্ট সময় পর জানতে পারবেন আপনার কাঙ্ক্ষিত ফলাফল।
আজ কেমন যাবে
তারিখ- ০৩/০৮/২০১৪
undefined
মেষ: (২১ মার্চ – ২০ এপ্রিল) শুভ রং : লাল, শুভ সংখ্যা : ৬লাগামহীন ভাবপ্রবণতার জন্য পারিবারিক বিষয়ে মাশুল দিতে হতে পারে। ব্যক্তিগত সাফল্যের সূত্রে কর্মে উন্নতির আশা। মূত্রাশয়ের সমস্যা বৃদ্ধিতে কাজকর্মে ব্যাঘাত ঘটতে পারে। বাধাবিঘ্নের মধ্যদিয়ে ভাগ্যোদয়ের ইঙ্গিত আছে। প্রেমের বিষয় প্রকাশ্যে এলে কিছু সাময়িক সমস্যা দেখা দিতে পারে।
টোটকা: গোসল করার পর কর্পূর জ্বালিয়ে গোটা বাড়িতে একবার আরতি করুন।
undefined
বৃষ: (২১ এপ্রিল – ২১ মে) শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ৯অতিরিক্ত পরিশ্রমে দৈহিক দুর্বলতা ও মানসিক অবসাদ দেখা দিতে পারে। সন্তানের পরীক্ষার ফল সন্তোষজনক না-ও হতে পারে। মধ্যভাগে উপস্থিত বুদ্ধি ও যুক্তিপূর্ণ সিদ্ধান্তে শত্রুদের বশে আনতে পারবেন। শিক্ষকের কাজে যুক্ত ব্যক্তিদের শুভ সময় আসছে। প্রেমের প্রস্তাব দেওয়ার আগে সব দিক ভালো করে ভেবে নিন।
টোটকা: পানিতে পাঁচটি পানপাতা রেখে বসার ঘরের উত্তর কোণে রেখে দিন।
undefined
মিথুন: (২২মে – ২১ জুন) শুভ রং : সবুজ, শুভ সংখ্যা : ৮গুণী ব্যক্তির সান্নিধ্যে উদ্বেগ মুক্ত হবেন। শারীরিক কারণে ভ্রমণের পরিকল্পনা বাতিল হতে পারে। প্রেম-প্রণয়ে মেঘ মুক্তির যোগ দেখা যাচ্ছে। বিষয়-সম্পত্তি নিয়ে মামলার ফল অনুকূলে যাওয়ারই সম্ভাবনা। স্বজনদের সঙ্গে ভুল বোঝাবুঝির অবসান হবে।
টোটকা: কাজের জায়গায় সুগন্ধি ফুল রাখুন, আতর বা সুগন্ধি বাড়ির দরজার পাশে রাখুন।
undefined
কর্কট: (২২ জুন – ২২ জুলাই) শুভ রং : হলুদ, শুভ সংখ্যা : ৭ব্যবসা সূত্রে অপ্রত্যাশিত আর্থিক উন্নতির সম্ভাবনা আছে। কথা বলার ক্ষেত্রে সংযমের প্রয়োজন, নচেৎ বিপত্তি ঘটতে পারে। সম্পত্তি সংক্রান্ত মামলায় সন্তোষজনক সমাধানের সম্ভাবনা প্রবল। সপ্তাহের অর্ধভাগে ব্যবসা সম্প্রসারণে আর্থিক পরিকল্পনা সফল হতে পারে। প্রেম-প্রণয়ে জটিলতা বাড়তে পারে।
টোটকা: একটি কাঁচা হলুদ লাল সুতোয় জড়িয়ে নিজের কাছে রাখুন।
undefined
সিংহ: (২৩ জুলাই - ২৩ আগস্ট) শুভ রং : বাদামি, শুভ সংখ্যা : ১২প্রিয়জনের কার্যকলাপে পারিবারিক অশান্তি বাড়তে পারে। দীর্ঘদিনের কোনো আশা পূরণের সম্ভাবনা আছে। দিনের শেষভাগে গুরুজনের পরামর্শে পারিবারিক সমস্যার সমাধান। উচ্চশিক্ষা ও গবেষণার বিলম্বিত সুযোগ। সপরিবারে ভ্রমণের যোগ আছে। প্রেমের প্রস্তাবে সফলতার সম্ভাবনা আছে।
টোটকা: পাঁচটি আমের পল্লবের উপর তেল এবং সিঁদুর মিশিয়ে একটি করে ফোঁটা দিয়ে প্রধান দরজায় ঝুলিয়ে রাখুন।
undefined
কন্যা: (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর) শুভ রং : নীল, শুভ সংখ্যা : ৯বহু কষ্টসাধ্য উপার্জন অবশেষে হাতে পাবেন। আলাপ-আলোচনার মাধ্যমে আত্মীয়দের সঙ্গে সমস্যার মোকাবিলা করতে পারবেন। পেটের পীড়ায় কাজকর্মে বাধা। ভাগ্যোদয়ে বিলম্ব হতাশাগ্রস্ত করে ফেলতে পারে। হঠকারিতার বশে কোনো কাজে নেমে মাশুল গুনতে হতে পারে। প্রেমিক বা প্রেমিকার সঙ্গে ভুল বোঝাবুঝির যোগ আছে।
টোটকা: একটি কলাকে কিছুটা কালো জিরে, কিছুটা চাল, সামান্য তিল অল্প জল দিয়ে মেখে জলাশয়ে ভাসিয়ে দিন।
undefined
তুলা: (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর) শুভ রং সাদা, শুভ সংখ্যা : ২১মাত্রা ছাড়া ভাবাবেগে বিপত্তির আশঙ্কা আছে। দাম্পত্য শান্তি ও সাংসারিক স্থিতি বিপর্যস্ত হতে পারে। বিকল্প কর্মপ্রচেষ্টায় সাফল্য আসার যথেষ্ট সুযোগ আছে। বাড়িতে নতুন অতিথি আগমনের সংবাদ পেতে পারেন। প্রেমের বিষয়ে বন্ধুর সাহায্য না নেওয়াই ভালো।
টোটকা: হরিতকি ও কাঁচা হলুদ একটি স্বস্তিক চিহ্ন আঁকা ঘটে রেখে বসার ঘরের দক্ষিণে রেখে দিন।
undefined
বৃশ্চিক: (২৪ অক্টোবর – ২২ নভেম্বর) শুভ রং : নীল, শুভ সংখ্যা : ১৮ইতিবাচক চিন্তাভাবনায় কার্যোদ্ধার হতে পারে। এর ফলে আত্মবিশ্বাসও ফিরবে। বৃশ্চিক রাশির মানুষদের রক্তচাপের আধিক্যে নানা ধরনের শারীরিক জটিলতা দেখা দিতে পারে। কর্মক্ষেত্রে পরশ্রীকাতর সহকর্মীদের চক্রান্তে উন্নতি ধাক্কা খাবে। সম্পত্তি-বিবাদের জেরে ভাইবোনের সঙ্গে সম্পর্কের অবনতি হতে পারে। প্রেমের ব্যাপারে বেশি চিন্তা করার দরকার নেই।
টোটকা: অষ্টধাতুর মূর্তি কাজের জায়গায় রাখুন।
undefined
ধনু: (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর) শুভ রং : হলুদ, শুভ সংখ্যা : ৩গৃহ সংস্কার ও নতুন নির্মাণের জন্য অর্থের খরচ হতে পারে। রক্তে শর্করা বৃদ্ধিতে নানান শারীরিক সমস্যা দেখা দিতে পারে। দিনের মধ্যভাগে হঠকারি সিদ্ধান্তের খেসারত দিতে হতে পারে। উচ্চশিক্ষায় বিলম্বিত সুযোগ আসবে। সঙ্গীত, নাটকাদি চারুকলায় দক্ষতার বিশেষ স্বীকৃতি পাবেন। প্রেমযোগ শুভ।
টোটকা: আজকের দিনে শুধু নিরামিষ খাবার খান।
undefined
মকর: (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি) শুভ রং : লাল, শুভ সংখ্যা : ৫দৃঢ় মনোবলের মাধ্যমে শত্রু ভয় থেকে মুক্তি পাবেন। প্রেম-প্রণয়ে আঘাতের আশঙ্কা। নিজস্ব পরিকল্পনা, শ্রম ও অধ্যবসায়ে সফলতা লাভ করবেন। সাধু-সজ্জনের সান্নিধ্য ও দর্শনের আলোচনায় শান্তি পাবেন। মামলার ফল নিয়ে সমস্যা হতে পারে। প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য বা বৃহত্তর সংস্থায় কাজের সুযোগ আসতে পারে। প্রেমযোগ ক্ষীণ।
টোটকা: কলা পাতায় কিছুটা ভেজান চালকে পাঁচটি ভাগে ভাগ করে, পাঁচটি সুপারি, পাঁচটি পান, পাঁচটি গুড়ের টুকরো সহকারে জলাশয়ের ধারে রেখে দিন।
undefined
কুম্ভ: (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি) শুভ রং : বেগুনি, শুভ সংখ্যা : ৬কর্মক্ষেত্রে পরিস্থিতির অবনতিতে দুশ্চিন্তা বাড়বে। অবসাদ কাজকর্মের বাধা হয়ে দাঁড়াতে পারে। গুরুজনের পরামর্শে শুভফলের আশা আছে। বিদেশে উচ্চশিক্ষার সুযোগ মিলতে পার। আলস্যে বা উদাসিনতায় সুযোগ হাতছাড়া হতে দেওয়া উচিত হবে না। এ বিষয়ে সতর্ক থাকুন। প্রেম নিয়ে কোনো নিকটাত্মীয়ের সঙ্গে সমস্যা হতে পারে।
টোটকা: আজকের দিনে সারাক্ষণ বেগুনি কোনো কাপড়ের টুকরো সঙ্গে রাখুন।
undefined
মীন: (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ) শুভ রং : বাদামি, শুভ সংখ্যা : ১১অপ্রিয় সত্য কথা প্রকাশ করায় আত্মীয়দের সঙ্গে দূরত্ব বাড়ার আশঙ্কা আছে। তৃতীয় ব্যক্তির কলকাঠিতে প্রেম-প্রণয়ে অনিশ্চয়তা বাড়বে। প্রবাসী প্রিয়জনের আগমনের সংবাদ পেতে পারেন। দুঃসাহসিক কাজে সাফল্য আসতে পারে।
টোটকা: নিমগাছের ছাল জলে ভিজিয়ে সেই জলে গোসল করুন।
বাংলাদেশ সময়: ০০০১ ঘণ্টা, আগস্ট ০৩, ২০১৪