ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

রাশিফল

দাম্পত্য শুভ সিংহের, প্রণয়ে আঘাত মকরের

জ্যোতিষী রুবাই | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০০ ঘণ্টা, আগস্ট ১০, ২০১৪
দাম্পত্য শুভ সিংহের,  প্রণয়ে আঘাত মকরের

প্রেম, বিয়ে, অর্থপ্রাপ্তিসহ জানুন আপনার ভবিষ্যৎ!

জ্যোতিষ শাস্ত্র বিশ্বের আদি বিজ্ঞানের অন্যতম। তিথি, নক্ষত্র, অবস্থান প্রভৃতি বিবেচনায় নদীর জোয়ার ভাটার মতো চলে আমাদের শরীরযন্ত্রও।

মানুষের উপর জ্যোতির্বিজ্ঞানের প্রভাব সমসময় প্রমাণিত। জন্ম, মৃত্যু, প্রেম, বিয়ে, অর্থপ্রাপ্তি, চাকরি, ব্যবসা, পরীক্ষায় ভালো ফলাফল সবকিছুতে প্রভাব আছে এ শাস্ত্রের।

মিশর, গ্রিসের মতো ভারতীয় জ্যোতিষ শাস্ত্রেরও রয়েছে বিশেষ খ্যাতি। আর ভারতীয় প্রখ্যাত জ্যোতিষী রুবাই দীর্ঘদিন এসব বিষয়ে নিয়মিত জানাচ্ছেন বাংলানিউজের পাঠকদের। বিশ্বকাপ ফুটবল নিয়ে তার ভবিষ্যদ্বাণীও অনেকটা প্রমাণিত। কিন্তু পাঠকের জিজ্ঞাসা অপরিসীম। তারা আরও নানা বিষয় জানতে চান। কিন্তু সেগুলোর জন্য প্রয়োজন হয় বিভিন্ন তথ্য-উপাত্ত।

বাংলানিউজ ও বাংলানিউজ রাশিফল পাঠককে সবসময় দিতে চায় ভিন্নতার স্বাদ। কারণ পাঠকের চাহিদাকে আমরা সর্বোচ্চ গুরুত্ব দেই।

বাংলানিউজের অগণিত পাঠকের চাহিদা বিবেচনায় তাই জ্যোতিষ রুবাইর নেতৃত্বে ভারতীয় জ্যোতিষশাস্ত্রের একটি বিশেষজ্ঞ প্যানেল নির্বাচিত করেছি আমরা। এই বিশেষজ্ঞ প্যানেল আপনার পাঠানো তথ্য-উপাত্ত ও আপনার সমস্যা ঘেঁটে মেটাচ্ছে মনে জমে থাকা সব প্রশ্নের উত্তর।

আমরা এরইমধ্যে অনেক সাড়া পেয়েছি। দেশ-বিদেশ থেকে বিভিন্নজন জানছেন তাদের কাঙ্ক্ষিত বিষয়াদি। পাঠকের চাহিদা ও সাড়ার কথা বিবেচনা করে আরও সহজসাধ্য করা হয়েছে আমাদের পদ্ধতি। যারা প্রেম, বিয়ে, সংসার, জটিল সমস্যা, বাস্তুদোষ, রাহুদোষ প্রভৃতি জানতে চান তারা মেইলে আমাদের জানান।

রাশি, লগ্ন, গণ, তিথি, বাস্তুশাস্ত্রসহ মনের বিভিন্ন প্রশ্নের অবসান ঘটাতে চান তারা যোগাযোগ করুন এই মেইলে: apnarrashifol.bn24@gmail.com

ফিরতি মেইলে জানানো হবে বিস্তারিত নিয়ম-কানুন। এতে তরুণ-তরুণীসহ সব বয়সীদের কথা বিবেচনা করে নতুন কিছু সুযোগ থাকছে সীমিত সময়ের জন্য। সব জেনে পুনরায় মেইল করলে নির্দিষ্ট সময় পর জানতে পারবেন আপনার কাঙ্ক্ষিত ফলাফল।

আজ কেমন যাবে
তারিখ- ১০/৮/২০১৪

মেষ: (২১ মার্চ – ২০ এপ্রিল)  শুভ রং : লাল, শুভ সংখ্যা : ৬
অংশীদারের কারসাজিতে যৌথ ব্যবসায় জটিলতা বাড়তে পারে। সময়োচিত সাহসে শত্রুদমনের যোগ। আর্থিক সঙ্কটে অপ্রত্যাশিত দিক থেকে সহায়তা পেতে পারেন। কিন্তু আর্থিক সমস্যা গ্রহের অবস্থানজনিত কারণে চলতে থাকবে। প্রেমযোগ শুভ।

টোটকা: কিছুটা দই, কিছুটা গম ও একটি আদার টুকরো মাটির পাত্রে রেখে ঘরের বাইরে পশ্চিম কোণে সূর্য ডোবার আগে পর্যন্ত রেখে দিন।

বৃষ: (২১ এপ্রিল – ২১ মে) শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ৯
কর্মক্ষেত্রে প্রতিকূল পরিবেশের জন্য মানসিক অস্থিরতা বাড়বে। বাক্যালাপে অসতর্কতায় ভুল বোঝাবুঝি হতে পারে। সৃষ্টিশীল কাজে স্বস্তি পাবেন। গ্রহের সমস্যার জন্য প্রাপ্তিযোগ বাধাপ্রাপ্ত হচ্ছে। দাম্পত্য বিষয়ে বাহ্যিক প্রভাবের বিষয়ে সতর্ক থাকুন।

টোটকা: একটি নিমপাতা ও সামান্য চাল সকালে উঠে চিবিয়ে সেটিকে  জলে ফেলে দিন।

মিথুন: (২২মে – ২১ জুন) শুভ রং : সবুজ, শুভ সংখ্যা : ৮
মধুর ভাষণে অন্যের বিরূপতা প্রশমিত করে কার্যোদ্ধার করতে পারবেন। নিজস্ব কৌশলে সহকর্মীদের সমস্যা মিটিয়ে বাহবা পেতে পারেন। জ্ঞাতি শত্রুদের কূটচালে বিপত্তির আশঙ্কা। সম্পত্তি প্রাপ্তিযোগ থাকলেও সেটি অতি ক্ষীণ। আপনার প্রাপ্তিযোগ গ্রহের বক্রদৃষ্টি শক্তিশালী হতে বাধা দিচ্ছে। প্রেমযোগ আছে।

টোটকা: একটি মাটির পাত্রে কিছুটা গুড়, একটি পান, কিছুটা তেল একসঙ্গে রেখে বাড়ির পশ্চিম কোণে রেখে দিন।

কর্কট: (২২ জুন – ২২ জুলাই) শুভ রং : হলুদ, শুভ সংখ্যা : ৭
দীর্ঘ প্রতীক্ষার পরে কর্মে উন্নতির ইঙ্গিত। জ্ঞাতিশত্রুর চালবাজি ধরতে পারায় দাম্পত্য জীবনে জট কাটার আশা দেখা যাচ্ছে। অপ্রিয় সত্য কথায় শত্রু বাড়বে। আগাত লাগার যোগ আছে। প্রেম যোগ শক্তিশালী হচ্ছে।

টোটকা: সদর দরজার সামনে দুটি মাটির মঙ্গল ঘটে জল দিয়ে তাতে কিছুটা কাঁচা হলুদ, দুর্বা ঘাস এবং কিছুটা ফুল ডাবের জলে ভিজিয়ে রাখুন।

সিংহ: (২৩ জুলাই - ২৩ আগস্ট)  শুভ রং : বাদামি, শুভ সংখ্যা : ১২
পদোন্নতির আনন্দ দূরবর্তী বদলির সম্ভাবনায় ম্লান হয়ে যেতে পারে। বিজ্ঞান বিষয়ক গবেষণায় সাফল্য পাবেন। বাহন ক্রয়ের শুভযোগ দেখা যাচ্ছে। দাম্পত্য জীবন শুভ। উচ্চশিক্ষা নিয়ে কিছুটা সমস্যা থাকবে।

টোটকা: একটি একটি গোটা সুপারি, তিনটি বেল পাতা এবং একটি কলা বাড়ির পশ্চিম দিকের কোণে রেখে দিন।

কন্যা: (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর)  শুভ রং : নীল,  শুভ সংখ্যা : ১৯
কর্মস্থলে জটিলতা এড়াতে বিকল্প কাজের সংস্থানে আশার আলো দেখতে পাবেন। রক্তচাপের আধিক্যে নানা রোগভোগ হতে পারে। চলাফেরায় বাড়তি সতর্কতা দরকার। আর্থিক সমস্যা জটিল হয়ে উঠতে পারে। প্রেম নিয়ে আশঙ্কার মেঘ দেখা দিতে পারে।  

টোটকা: একটি হলুদ কাপড়ে কিছুটা সরষে এবং তিল পুটুলি করে বেঁধে জলে ভাসিয়ে দিন।

তুলা: (২৪ সেপ্টেম্বর  – ২৩ অক্টোবর) শুভ রং সাদা,  শুভ সংখ্যা : ২১
অপ্রিয় সত্য কথনের জেরে আত্মীয়-স্বজন ও বন্ধু-বান্ধবের সঙ্গে সম্পর্কের অবনতি হতে পারে। অর্থ প্রাপ্তিযোগ আছে, তবে সেটি খুব একটা শক্তিশালী নয়। শ্লেষ্মা আধিক্য ও শ্বাসযন্ত্রের দুর্বলতায় দুর্ভোগ হতে পারে। প্রেমযোগ ক্ষীণ।

টোটকা: সদর দরজার ঠিক নীচে উত্তর দিকে মুখ করে তেল ও  সিঁদুর দিয়ে একটি মাছের ছবি এঁকে রাখুন।

বৃশ্চিক: (২৪ অক্টোবর – ২২ নভেম্বর) শুভ রং : নীল, শুভ সংখ্যা : ১৮
কর্তৃপক্ষের সঙ্গে গোলযোগে কর্মস্থলে জটিলতার আশঙ্কা। ভাগ্যোদয়ের জন্য দূরে কোথাও যাওয়ার পরিকল্পনায় আশার আলো দেখা দেবে। সন্তানের লেখাপড়ায় আগ্রহের অভাবে উদ্বেগ বাড়বে। দাম্পত্য জীবনে নানা রকম বাধা আসবে। প্রেমযোগ সেভাবে পরিষ্কার নয়।

টোটকা: একটি বৃন্তে তিনটি বেলপাতা আছে এমন পাঁচটি বৃন্তকে একত্রে বেঁধে সেটিকে একটি পিতলের পাত্রে সরিষার তেলের মধ্যে কাঁচা হলুদ দিয়ে সূর্যাস্ত পর্যন্ত ডুবিয়ে রাখুন।

ধনু: (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর) শুভ রং : হলুদ, শুভ সংখ্যা : ৩
খেলাধুলায় কৃতিত্বের সুবাদে নামী সংস্থায় কাজের সম্ভাবনা আছে। বৃত্তিগত প্রশিক্ষণে কৃতিত্ব ও বিকল্প কর্মসংস্থানের সম্ভাবনা দেখা যাচ্ছে। সংক্রমণ ও হাড়ের সমস্যায় দুর্ভোগ দেখা দিতে পারে। সম্পত্তি প্রাপ্তি নিয়ে কিছু সমস্যা দেখা দিতে পারে।

টোটকা: একটি জাম পাতাসহ জাম ডালকে কিছুটা সিঁদুর, কিছুটা চাল, সামান্য মাটি, অল্প জল একটি পাত্রে রেখে জলাশয়ে ভাসিয়ে দিন।

মকর: (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি)  শুভ রং : লাল, শুভ সংখ্যা : ৫
প্রেম-প্রণয়ে আঘাত আসতে পারে। অপপ্রচার উপেক্ষা করতে না-পারলে ক্ষতির আশঙ্কা আছে। সন্ধির সূত্রে শত্রুতা প্রশমনের আশা দেখা যাচ্ছে। ব্যবসায় উন্নতি হতে পারে। ভ্রমণের যোগ আছে।

টোটকা: সম্ভব হলে সর্পগন্ধা বা পাথর কুচি গাছ রোপণ করুন। অথবা কোনো সর্পগন্ধা গাছে জল দিন।

কুম্ভ: (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি) শুভ রং : বেগুনি, শুভ সংখ্যা : ৬
অপ্রত্যাশিত ভাবে জটিল সমস্যার সমাধানের সম্ভাবনা বেরিয়ে আসতে পারে। প্রেম-প্রণয়ে মেঘ কেটে যেতে পারে। শত্রুর মোকাবিলা করে কার্যোদ্ধারের সম্ভাবনা দেখা যাচ্ছে। সন্তানকে নিয়ে চিন্তা থাকবে।

টোটকা: আমলকি ও কাঁচা ডুমুর একটি স্বস্তিক চিহ্ন আঁকা ঘটে রেখে বসার ঘরের দক্ষিণে রেখে দিন।

মীন: (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ) শুভ রং : বাদামি,  শুভ সংখ্যা : ১১
উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগ হাতছাড়া হওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে। সাহিত্য-সংস্কৃতি ক্ষেত্রে কৃতিত্বের স্বীকৃতির যোগ আছে। লিভারের জটিলতায় দুর্ভোগ বাড়তে পারে। প্রেম আপনার জীবনে আসতে গিয়েও বাধাপ্রাপ্ত হচ্ছে। অর্থ নিয়ে সমস্যা মিটেও মিটবে না। আঘাতের সম্ভাবনা আছে।

টোটকা: পাঁচটি আমের পল্লবের উপর লাল সিঁদুরের একটি করে ফোঁটা দিয়ে প্রধান দরজায় ঝুলিয়ে রাখুন।

বাংলাদেশ সময়: ০০০১ ঘণ্টা, আগস্ট ১০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।