ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

রাশিফল

আর্থিক সংকটে বন্ধু পাশে মীনের, বৃষ পাবে মূল্যবান উপহার

জ্যোতিষী রুবাই | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০৪ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১৪
আর্থিক সংকটে বন্ধু পাশে মীনের, বৃষ পাবে মূল্যবান উপহার

প্রেম, বিয়ে, অর্থপ্রাপ্তিসহ জানুন আপনার ভবিষ্যৎ!

জ্যোতিষ শাস্ত্র বিশ্বের আদি বিজ্ঞানের অন্যতম। তিথি, নক্ষত্র, অবস্থান প্রভৃতি বিবেচনায় নদীর জোয়ার ভাটার মতো চলে আমাদের শরীরযন্ত্রও।

মানুষের উপর জ্যোতির্বিজ্ঞানের প্রভাব সমসময় প্রমাণিত। জন্ম, মৃত্যু, প্রেম, বিয়ে, অর্থপ্রাপ্তি, চাকরি, ব্যবসা, পরীক্ষায় ভালো ফলাফল সবকিছুতে প্রভাব আছে এ শাস্ত্রের।

মিশর, গ্রিসের মতো ভারতীয় জ্যোতিষ শাস্ত্রেরও রয়েছে বিশেষ খ্যাতি। আর ভারতীয় প্রখ্যাত জ্যোতিষী রুবাই দীর্ঘদিন এসব বিষয়ে নিয়মিত জানাচ্ছেন বাংলানিউজের পাঠকদের। বিশ্বকাপ ফুটবল নিয়ে তার ভবিষ্যদ্বাণীও অনেকটা প্রমাণিত। কিন্তু পাঠকের জিজ্ঞাসা অপরিসীম। তারা আরও নানা বিষয় জানতে চান। কিন্তু সেগুলোর জন্য প্রয়োজন হয় বিভিন্ন তথ্য-উপাত্ত।

বাংলানিউজ ও বাংলানিউজ রাশিফল পাঠককে সবসময় দিতে চায় ভিন্নতার স্বাদ। কারণ পাঠকের চাহিদাকে আমরা সর্বোচ্চ গুরুত্ব দেই।

বাংলানিউজের অগণিত পাঠকের চাহিদা বিবেচনায় তাই জ্যোতিষ রুবাইর নেতৃত্বে ভারতীয় জ্যোতিষশাস্ত্রের একটি বিশেষজ্ঞ প্যানেল নির্বাচিত করেছি আমরা। এই বিশেষজ্ঞ প্যানেল আপনার পাঠানো তথ্য-উপাত্ত ও আপনার সমস্যা ঘেঁটে মেটাচ্ছে মনে জমে থাকা সব প্রশ্নের উত্তর।

আমরা এরইমধ্যে অনেক সাড়া পেয়েছি। দেশ-বিদেশ থেকে বিভিন্নজন জানছেন তাদের কাঙ্ক্ষিত বিষয়াদি। পাঠকের চাহিদা ও সাড়ার কথা বিবেচনা করে আরও সহজসাধ্য করা হয়েছে আমাদের পদ্ধতি। যারা প্রেম, বিয়ে, সংসার, জটিল সমস্যা, বাস্তুদোষ, রাহুদোষ প্রভৃতি জানতে চান তারা মেইলে আমাদের জানান।

রাশি, লগ্ন, গণ, তিথি, বাস্তুশাস্ত্রসহ মনের বিভিন্ন প্রশ্নের অবসান ঘটাতে চান তারা যোগাযোগ করুন এই মেইলে: apnarrashifol.bn24@gmail.com

ফিরতি মেইলে জানানো হবে বিস্তারিত নিয়ম-কানুন। এতে তরুণ-তরুণীসহ সব বয়সীদের কথা বিবেচনা করে নতুন কিছু সুযোগ থাকছে সীমিত সময়ের জন্য। সব জেনে পুনরায় মেইল করলে নির্দিষ্ট সময় পর জানতে পারবেন আপনার কাঙ্ক্ষিত ফলাফল।

আজ কেমন যাবে
তারিখ- ১৮/০৮/২০১৪

মেষ: শুভ রং: সবুজ, শুভ সংখ্যা: ৯
ঈর্ষাকাতর সহকর্মীদের বাগড়া সত্ত্বেও কর্মক্ষেত্রে অগ্রগতি অব্যাহত থাকবে। সন্তানের বহির্মুখী মতিগতি পরিবারে অশান্তি বাড়াবে। দুষ্কৃতি বা পুলিশি ঝামেলায় দুর্ভোগ দেখা দিতে পারে। প্রেম নিয়ে পারিবারিক বিরোধের মুখে পড়তে হতে পারে।

টোটকা: বাড়ি থেকে বের হওয়ার সময় সামান্য চিনি বা মিছরি মুখে রাখুন।

বৃষ: শুভ রং: নীল, শুভ সংখ্যা: ১৪
অংশীদারের প্রতারণায় ব্যবসায় ক্ষতির আশঙ্কা দেখা যাচ্ছে। তবে উপস্থিতবুদ্ধি ও তৎপরতায় সব বাধা কেটে যেতে পারে। মূল্যবান উপহার লাভ করতে পারেন। প্রেমযোগ শুভ।

টোটকা: নিজের পকেটে তুলসী পাতায় একটি চন্দনের টিপ দিয়ে কাছে রাখুন।

মিথুন: শুভ রং: লাল, শুভ সংখ্যা: ৮
আমদানি-রফতানি ব্যবসায় শুভ দিন। পিতৃস্থানীয় কারও মতামত মঙ্গলদায়ক হতে পারে। সৃষ্টিশীল কাজে স্বীকৃতির সম্ভাবনা আছে। তবে প্রেমের ক্ষেত্রে বাধা দেখা যাচ্ছে। ভ্রমণের যোগ আছে।

টোটকা: কাজের টেবিলে পূর্ব দিকে মুখ করে বসার চেষ্টা করুন।

কর্কট: শুভ রং: সাদা, শুভ সংখ্যা: ২১
কর্মক্ষেত্রে কুশলতার স্বীকৃতির পেতে জটিলতা দেখা দেবে। শারীরিক জটিলতায় কর্মপরিকল্পনা ব্যাহত হতে পারে। আচমকা প্রাপ্তিযোগ দেখা যাচ্ছে। পাওনা পেতে কিছুটা সুবিধা হতে পারে। প্রেমযোগ নেই।

টোটকা: শোবার ঘরে একটি পিতলের পাত্রে জল দিয়ে তিনটি পদ্ম ফুল রাখলে উপকার পাবেন।

সিংহ: শুভ রং: হলুদ, শুভ সংখ্যা: ১৮
উপস্থিতবুদ্ধি ও সময়োচিত সাহসে বিপদ থেকে উদ্ধার পাবেন। কর্মক্ষেত্রে উন্নতির সুখবর মিলতে পারে। অত্যাবশ্যক ব্যয় সামাল দিতে গিয়ে সঞ্চয়ে বাধা আসবে। পাওনা টাকা হাতের কাছে এসেও হাতে আসবে না। আপনার কোন আত্মীয়ের তরফ থেকে প্রেমের ক্ষেত্রে সমস্যা আসবে।

টোটকা: গাড়ি চালকেরা গাড়িতে সিঁদুর ও তেল দিয়ে সামনের দিকে একটি সূর্য চিহ্ন এঁকে রাখুন।

কন্যা: শুভ রং: বাদামি, শুভ সংখ্যা : ১২
বিকল্প কর্মসংস্থানের চেষ্টায় আশার আলো দেখা দেবে। ঘনিষ্ঠজনের কারসাজিতে দাম্পত্য বিরোধ শুরু হতে পারে। বিতর্ক-বিবাদে মাথা গলিয়ে ঝামেলায় জড়িয়ে পড়ার আশঙ্কা দেখা যাচ্ছে। সন্তানের ভবিষ্যৎ নিতে চিন্তা বাড়বে।

টোটকা: শোবার ঘরে ঠিক বিছানার পূর্ব পাশে একটি পিতলের পাত্রে জলে কিছু সাদা ফুল রাখলে উপকার পাবেন।

তুলা: শুভ রং হলুদ, শুভ সংখ্যা: ১৮
বাধা-বিঘ্নের মধ্য দিয়ে কর্মে অগ্রগতি বজায় থাকবে। একাধিক দিক থেকে সঞ্চয়ের চেষ্টায় বাধা আসবে। অন্যের উন্নতি নিয়ে বেশি চিন্তা করার প্রবণতা মানসিক স্থিতি বানচাল করে দিতে পারে। প্রেমের ক্ষেত্রে পারস্পরিক বিশ্বাসকে মজবুত করার চেষ্টা করুন।

টোটকা: কাক-পক্ষীদের দানা শস্য দান করুন।

বৃশ্চিক: শুভ রং: লাল, শুভ সংখ্যা: ১৮
নিজস্ব কৌশলে কর্মক্ষেত্রে জট কাটিয়ে বাহবা পেতে পারেন। সম্পত্তি-বিবাদ ঘিরে আত্মীয় স্বজনের ব্যবহারে মনোঃকষ্ট পেলেও কোনো উপায় নেই। তবে কিছু ভালো মানুষের সান্নিধ্যে শান্তি পাবেন। প্রেমযোগ আছে, তবে তার জন্য চেষ্টা বাড়াতে হবে।

টোটকা: কুকুর, গবাদি পশুদের খাদ্য দান করুন।

ধনু: শুভ রং: নীল, শুভ সংখ্যা: ৫
কর্মে অধ্যবসায় সত্ত্বেও স্বীকৃতি অধরাই থেকে যাবে। হতাশ হবেন না। গ্রহের ফের কাটলে তবেই সফলতা আসবে। গুরুজনের পরামর্শে পারিবারিক সমস্যার সমাধান হবে। প্রেমের ক্ষেত্রে আজকে দিনটি শুভ নয়।
 
টোটকা: সাদা পোশাক পড়ুন। একটি পাত্রে গম, চাল ভিজিয়ে রাখুন।

মকর: শুভ রং: সাদা, শুভ সংখ্যা: ১২
দু‘র্জনের অপচেষ্টা দমন করে অগ্রগতি চালিয়ে যেতে পারবেন। প্রাচীন সম্পত্তির সংস্কার ও নব নির্মাণের জন্য আর্থিক পরিকল্পনা সফল হবে। সপরিবার কাছেপিঠে ভ্রমণের সুযোগ আসতেই পারে। প্রেমের ক্ষেত্রটি কিছুটা সমস্যা সঙ্কুল বলে দেখা যাচ্ছে।

টোটকা: গোসল করার পর একটি নারকেল বাড়ির সদর দরজার ঠিক বাইরে মাটির উপর আঘাত করে ভেঙে ফেলুন।

কুম্ভ: শুভ রং: সবুজ, শুভ সংখ্যা: ৮
অপ্রত্যাশিত কোনো প্রাপ্তি হতবাক করে দিতে পারে। কর্মক্ষেত্রে স্থির বুদ্ধি ও অবিচলিত সিদ্ধান্তে কার্যোদ্ধার হওয়ার যোগ আছে। থাইরয়েডের মতো গ্লান্ডের সমস্যা ভোগাতে পারে। দাম্পত্য জীবনের সমস্যা ঠাণ্ডা মাথায় মোকাবেলা করতে হবে।

টোটকা: সম্ভব হলে একটি তামার বালা হাতে পরুন।

মীন: শুভ রং: নীল, শুভ সংখ্যা: ৪
নিজস্ব সিদ্ধান্তে পারিবারিক সমস্যার সমাধান হতে পারে। আর্থিক সংকটে কোনো বন্ধুকে পাশে পেতে পারেন। বিদ্যা বা শিক্ষা চর্চার সূত্রে বাড়তি উপার্জনের সুযোগ। প্রেমের ক্ষেত্রে সমস্যা দেখা যাচ্ছে।

টোটকা: একটি নাভি শঙ্খ নিজের কাছে রাখুন।

বাংলাদেশ সময়: ০০০১ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।