ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

রাশিফল

বাহন ক্রয়ে শুভযোগ মকরের, দাম্পত্যে অশান্তি ধনুর

জ্যোতিষী রুবাই | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০০ ঘণ্টা, আগস্ট ২২, ২০১৪
বাহন ক্রয়ে শুভযোগ মকরের, দাম্পত্যে অশান্তি ধনুর

প্রেম, বিয়ে, অর্থপ্রাপ্তিসহ জানুন আপনার ভবিষ্যৎ!

জ্যোতিষ শাস্ত্র বিশ্বের আদি বিজ্ঞানের অন্যতম। তিথি, নক্ষত্র, অবস্থান প্রভৃতি বিবেচনায় নদীর জোয়ার ভাটার মতো চলে আমাদের শরীরযন্ত্রও।

মানুষের উপর জ্যোতির্বিজ্ঞানের প্রভাব সমসময় প্রমাণিত। জন্ম, মৃত্যু, প্রেম, বিয়ে, অর্থপ্রাপ্তি, চাকরি, ব্যবসা, পরীক্ষায় ভালো ফলাফল সবকিছুতে প্রভাব আছে এ শাস্ত্রের।

মিশর, গ্রিসের মতো ভারতীয় জ্যোতিষ শাস্ত্রেরও রয়েছে বিশেষ খ্যাতি। আর ভারতীয় প্রখ্যাত জ্যোতিষী রুবাই দীর্ঘদিন এসব বিষয়ে নিয়মিত জানাচ্ছেন বাংলানিউজের পাঠকদের। বিশ্বকাপ ফুটবল নিয়ে তার ভবিষ্যদ্বাণীও অনেকটা প্রমাণিত। কিন্তু পাঠকের জিজ্ঞাসা অপরিসীম। তারা আরও নানা বিষয় জানতে চান। কিন্তু সেগুলোর জন্য প্রয়োজন হয় বিভিন্ন তথ্য-উপাত্ত।

বাংলানিউজ ও বাংলানিউজ রাশিফল পাঠককে সবসময় দিতে চায় ভিন্নতার স্বাদ। কারণ পাঠকের চাহিদাকে আমরা সর্বোচ্চ গুরুত্ব দেই।

বাংলানিউজের অগণিত পাঠকের চাহিদা বিবেচনায় তাই জ্যোতিষ রুবাইর নেতৃত্বে ভারতীয় জ্যোতিষশাস্ত্রের একটি বিশেষজ্ঞ প্যানেল নির্বাচিত করেছি আমরা। এই বিশেষজ্ঞ প্যানেল আপনার পাঠানো তথ্য-উপাত্ত ও আপনার সমস্যা ঘেঁটে মেটাচ্ছে মনে জমে থাকা সব প্রশ্নের উত্তর।

আমরা এরইমধ্যে অনেক সাড়া পেয়েছি। দেশ-বিদেশ থেকে বিভিন্নজন জানছেন তাদের কাঙ্ক্ষিত বিষয়াদি। পাঠকের চাহিদা ও সাড়ার কথা বিবেচনা করে আরও সহজসাধ্য করা হয়েছে আমাদের পদ্ধতি। যারা প্রেম, বিয়ে, সংসার, জটিল সমস্যা, বাস্তুদোষ, রাহুদোষ প্রভৃতি জানতে চান তারা মেইলে আমাদের জানান।

রাশি, লগ্ন, গণ, তিথি, বাস্তুশাস্ত্রসহ মনের বিভিন্ন প্রশ্নের অবসান ঘটাতে চান তারা যোগাযোগ করুন এই মেইলে: apnarrashifol.bn24@gmail.com

ফিরতি মেইলে জানানো হবে বিস্তারিত নিয়ম-কানুন। এতে তরুণ-তরুণীসহ সব বয়সীদের কথা বিবেচনা করে নতুন কিছু সুযোগ থাকছে সীমিত সময়ের জন্য। সব জেনে পুনরায় মেইল করলে নির্দিষ্ট সময় পর জানতে পারবেন আপনার কাঙ্ক্ষিত ফলাফল।

আজ কেমন যাবে
তারিখ- ২২/০৮/২০১৪

মেষ: (২১ মার্চ – ২০ এপ্রিল)  শুভ রং : নীল, শুভ সংখ্যা : ২
মৌলিক চিন্তা ও পরিকল্পনায় সাফল্য আসবে। চারুকলার অনুশীলনে কৃতিত্ব লাভ করবেন। জনহিতকর কাজের জন্য সম্মান ও প্রতিপত্তি বাড়বে। বৃত্তিগত প্রশিক্ষণে সাফল্য লাভের যোগ আছে।

টোটকা: কাজের টেবিলে একটি রুপোর কয়েন রাখুন।

বৃষ: (২১ এপ্রিল – ২১ মে) শুভ রং : সবুজ, শুভ সংখ্যা : ৬
উচ্চতর বিদ্যার্জনে সাফল্য লাভ করবেন। সৃষ্টিশীল কাজে মনের মুক্তি লাভের যোগ আছে। বিষয়-সম্পত্তি নিয়ে পুলিশি বা আইনি ঝামেলায় হতাশা ও কাজকর্মে ব্যাঘাত ঘটতে পারে। প্রেমজনিত সমস্যায় জেরবারের সম্ভাবনা।  

টোটকা: শোবার ঘরে একটি পিতলের পাত্রে জল দিয়ে পদ্মফুল রাখলে উপকার পাবেন।

মিথুন: (২২মে – ২১ জুন) শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ৯
অ্যাপেন্ডিসাইটিস বা অন্য কোনো ধরনের সমস্যায় অস্ত্রোপচারের সম্ভাবনা দেখা যাচ্ছে। প্রিয়জনের বিয়ের ব্যাপারে সফল আলোচনা হবে। জমি-জমা ক্রয়-বিক্রয় নিয়ে মা-বাবার সঙ্গে বিরোধ দেখা দিতে পারে। বাহন ক্রয়ের শুভযোগ আছে।

টোটকা: বেল পাতায় একটি চন্দনের টিপ দিয়ে কাছে রাখুন।

কর্কট: (২২ জুন – ২২ জুলাই) শুভ রং : নীল, শুভ সংখ্যা : ৬
পারিবারিক শুভ অনুষ্ঠানে জ্ঞাতি-পড়শির দুরভিসন্ধি অনুষ্ঠান বানচাল করে দিতে পারে। চলাফেরায় বাড়তি সতর্কতা দরকার। নিজের চেষ্টায় ভাগ্যোদয় হবে। আর্থিক ও বৈষয়িক অবস্থার উন্নতির যোগ আছে। কর্মসূত্রে দূরযাত্রা লাভজনক হতে পারে।

টোটকা:  লবণ, মধু ও ঘি একটি পাত্রে রেখে বিছানার নীচে সারা রাত রেখে দিন।

সিংহ: (২৩ জুলাই - ২৩ আগস্ট)  শুভ রং : সবুজ, শুভ সংখ্যা : ১১
মৌলিক চিন্তা ও পরিকল্পনায় সাফল্য আসবে। জনহিতকর কাজে সমাজে সম্মান ও প্রতিপত্তি বাড়বে। জীবাণুর সংক্রমণে নানান রোগের প্রকোপ বাড়তে পারে। ঈর্ষাকাতর পড়শিদের চক্রান্তে দাম্পত্য অশান্তি দেখা দিতে পারে। একাধিক পথে উপার্জনের সুযোগ হাতছাড়া করা উচিত হবে না। প্রেমযোগ ক্ষীণ।
 
টোটকা: জলে কয়েকটি পদ্মফুল রেখে বসার ঘরের দক্ষিণ কোণে রেখে দিন।

কন্যা: (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর)  শুভ রং : বেগুনি,  শুভ সংখ্যা : ২
অহেতুক ঝামেলায় গৃহনির্মাণ বা সংস্কারে বাধা আসবে। প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য লাভ করবেন। অন্তভাগে শত্রুর শক্তি ক্ষয়ে কিছুটা শান্তি অর্জন করবেন। গুরুজনের চিকিৎসা-বিভ্রাটে হয়রানির সম্ভাবনা আছে। প্রেমযোগ আছে।

টোটকা: শুকনো মরিচ কাপড়ের মধ্যে বেঁধে বাড়ির সদর দরজার বাইরে রাখুন।

তুলা: (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর) শুভ রং : বাদামি,  শুভ সংখ্যা : ৭
কর্মক্ষেত্রে জটিলতা কাটার আশা দেখা যাচ্ছে। বিজ্ঞান ও গণিতের অধ্যয়ন ও গবেষণায় সাফল্য পাবেন। স্বজনদের শত্রুতায় পারিবারিক অশান্তি  ও বাসস্থান পরিবর্তনের পরিকল্পনা করতে হতে পারে। বিতর্ক-বিবাদ বা পুলিশি ঝামেলায় কাজকর্মে বাধা আসবে। কর্মরত পরিবর্তন ও দূরবর্তী স্থানে বদলির সম্ভাবনা আছে।

টোটকা: শোবার ঘরে সাদা ফুলের তোড়া রাখুন।

বৃশ্চিক: (২৪ অক্টোবর – ২২ নভেম্বর) শুভ রং : নীল,  শুভ সংখ্যা : ৪
বন্ধুদের সঙ্গে ভুল বোঝাবুঝিতে সম্পর্কের অবনতি হতে পারে। শেয়ারে বাড়তি লগ্নি না করাই ভালো। হস্তশিল্পের অনুশীলনে কৃতিত্ব লাভ করবেন। মধ্যভাগে গৃহ সংস্কারের পরিকল্পনায় বাধা আসবে। গুরুজনের বার্ধক্যজনিত পীড়ায় ভোগান্তি সামলাতে হতে পারে। প্রেম-প্রণয় ঘিরে ভুল বোঝাবুঝির অবসানের সম্ভাবনা আছে।

টোটকা: গরিবদের আজকের দিনে খাদ্য দান আপনার পক্ষে শুভ।   

ধনু: (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর) শুভ রং : সাদা,  শুভ সংখ্যা : ৭
ঈর্ষাকাতর কোনো পরিচিতের শত্রুতায় দাম্পত্য অশান্তি বাড়তে পারে। আত্মম্ভরিতা থেকে বিপত্তির আশঙ্কা। উদ্যমের অভাবে শুভযোগ ব্যর্থ হতে পারে। পথেঘাটে চলাফেরায় বাড়তি সতর্কতা দরকার।

টোটকা: কাজের জায়গায় একটি পিতলের পাত্রে জল রাখুন।

মকর: (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি)  শুভ রং : লাল, শুভ সংখ্যা : ১৬
মৌলিক চিন্তা ও সৃষ্টিশীল কাজে সাফল্য পাবেন। সম্পত্তি রক্ষার বিষয়ে সতর্ক থাকা প্রয়োজন। সন্তানের লেখাপড়ায় উন্নতিতে উদ্বেগের অবসান হবে। চারুকলার অনুশীলনে অগ্রগতি হবে। গুরুজনের চিকিৎসা-বিভ্রাটে অযথা হয়রানির যোগ আছে। আইনি ব্যবস্থা নিতে পারেন।

টোটকা: ঘরে উপাসনার জায়গায় সুগন্ধি ধূপ জ্বালিয়ে রাখুন।

কুম্ভ: (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)  শুভ রং : বেগুনি, শুভ সংখ্যা : ৬
মধ্যভাগে অপ্রিয় সত্যি কথা বলার ফলে প্রিয়জনেরও বিরাগভাজন হওয়ার আশঙ্কা আছে। নতুন নির্মাণের জন্য আর্থিক পরিকল্পনা সফল হতে পারে। দিনের অন্তভাগে অসৎ লোকের পাল্লায় পড়ে মানহানি ও অর্থক্ষতি হতে পারে।

টোটকা: একটি কাঁচা হলুদ লাল কাপড়ে জড়িয়ে নিজের কাছে রাখুন।

মীন: (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ) শুভ রং : সাদা,  শুভ সংখ্যা : ২
স্ব-নিযুক্তি প্রকল্পে উন্নতি এবং লাভ হতে পারে। মূত্রাশয় ও পিত্তথলির সমস্যায় দুর্ভোগের জন্য ভ্রমণের পরিকল্পনা বানচাল হতে পারে। প্রেম নিয়ে চিন্তামুক্ত হতে পারবেন না। দাম্পত্য জীবনে সমস্যার যোগ আছে। সন্তান নিয়ে চিন্তা বাড়তে পারে।

টোটকা: কাজের টেবিলে বা ব্যবসার জায়গায় ত্রিভুজ আকৃতির স্ফটিক এমনভাবে রাখুন যার উপর সূর্যের আলো পড়ে।

বাংলাদেশ সময়: ০০০১ ঘণ্টা, আগস্ট ২২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।