ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

রাশিফল

ব্যবহারের জন্য সুনাম কর্কটের, আঘাত পাওয়ার সম্ভাবনা মীনের

জ্যোতিষ রুবাই | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০৫ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৪
ব্যবহারের জন্য সুনাম কর্কটের, আঘাত পাওয়ার সম্ভাবনা মীনের

প্রেম, বিয়ে, অর্থপ্রাপ্তিসহ জানুন আপনার ভবিষ্যৎ!

বাংলানিউজ ও বাংলানিউজ রাশিফল পাঠককে সব সময় দিতে চায় ভিন্নতার স্বাদ। কারণ, পাঠকের চাহিদাকে আমরা সর্বোচ্চ গুরুত্ব দেই।



বাংলানিউজের অগণিত পাঠকের চাহিদা বিবেচনায় তাই জ্যোতিষ রুবাইর নেতৃত্বে ভারতীয় জ্যোতিষ শাস্ত্রের একটি বিশেষজ্ঞ প্যানেল নির্বাচিত করেছি আমরা। এই বিশেষজ্ঞ প্যানেল আপনার পাঠানো তথ্য-উপাত্ত ও আপনার সমস্যা ঘেঁটে মেটাচ্ছে মনে জমে থাকা সব প্রশ্নের উত্তর।

আমরা এরই মধ্যে অনেক সাড়া পেয়েছি। দেশ-বিদেশ থেকে বিভিন্ন জন জানছেন তাদের কাঙ্ক্ষিত বিষয়াদি। পাঠকের চাহিদা ও সাড়ার কথা বিবেচনা করে আরো সহজসাধ্য করা হয়েছে আমাদের পদ্ধতি। যারা প্রেম, বিয়ে, সংসার, জটিল সমস্যা, বাস্তুদোষ, রাহুদোষ প্রভৃতি জানতে চান, তারা মেইলে আমাদের জানান।

রাশি, লগ্ন, গণ, তিথি, বাস্তুশাস্ত্রসহ মনের বিভিন্ন প্রশ্নের অবসান ঘটাতে চান, তারা যোগাযোগ করুন এই মেইলে: apnarrashifol.bn24@gmail.com

ফিরতি মেইলে জানানো হবে বিস্তারিত নিয়ম-কানুন। এতে তরুণ-তরুণীসহ সব বয়সীদের কথা বিবেচনা করে নতুন কিছু সুযোগ থাকছে। সব জেনে ফের মেইল করলে নির্দিষ্ট সময় পর জানতে পারবেন আপনার কাঙ্ক্ষিত ফলাফল।

আজ কেমন যাবে
তারিখ- ১৯/১০/২০১৪


মেষ: (২১ মার্চ – ২০ এপ্রিল)  শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ৩
কোন দুষ্ট সহকর্মী কাজের ক্ষতির চেষ্টা করতে পারে। তবে আপনার ভাবনা চিন্তা প্রশংসিত হবে। সন্ধ্যার পরও সহজে কাজ সমাধান হবে বলে মনে হচ্ছে না। প্রেমযোগ শুভ।


টোটকা: কিছুটা কলাই, কয়েকটি শুকনো লঙ্কা, তিনটি জবা ফুল একটি লাল কাপড়ে জড়িয়ে বাড়ির পশ্চিম দিকে রেখে দিন। সূর্য ডোবার পর তা জলে ভাসিয়ে দিন।


বৃষ: (২১ এপ্রিল – ২১ মে) শুভ রং : লাল, শুভ সংখ্যা : ৫
পৈতৃক ব্যবসা বা পৈতৃক সম্পত্তি  নিয়ে মন থাকবে উদ্বিগ্ন এবং চঞ্চল। আপনার বিরুদ্ধে কোনো পারিবারিক চক্রান্তের ঘটনা প্রকাশ্যে এসে পড়তে পারে। কাজের ব্যস্ততার জন্য বন্ধুদের সঙ্গে যোগাযোগ কমতে পারে। প্রেমযোগ ক্ষীণ।


টোটকা: বেল পাতায় একটি চন্দনের টিপ দিয়ে কাছে রাখুন।


মিথুন: (২২মে – ২১ জুন) শুভ রং : নীল, শুভ সংখ্যা : ৯
সন্তানের স্বাস্থ্যহানী তার লেখাপড়ায় ছাপ ফেলতে পারে। ব্যবসার ক্ষেত্রে আইনি সমস্যার ফলে দেরি হতে পারে। সন্ধ্যার পর ব্যবসায়িক ক্ষেত্র থেকে ভালো খবর আসতে পারে।


টোটকা: শোবার ঘরে একটি পিতলের পাত্রে জল দিয়ে পদ্ম ফুল রাখলে উপকার পাবেন।


কর্কট: (২২ জুন – ২২ জুলাই) শুভ রং : হলুদ, শুভ সংখ্যা : ১২
কর্মক্ষেত্রে যুক্তি বোধের বদলে আবেগ তাড়িত হলে নিজের ক্ষতি হবে। সুন্দর ব্যবহারের জন্য সুনাম অর্জন করবেন। আপনার সমর্থনে পরিবারের লোকজন এগিয়ে আসবে। প্রেমযোগ আছে।


টোটকা: একটি মাটির পাত্রে কালো জিরা, শুকনো লঙ্কা ও ভেজানো চাল রেখে তা জলে ভাসিয়ে দিয়ে, পিছন দিকে না ফিরে চলে আসুন।


সিংহ: (২৩ জুলাই  - ২৩ আগস্ট)  শুভ রং : সাদা, শুভ সংখ্যা :  ৬
সম্পত্তি বিক্রির সিদ্ধান্ত নিয়ে আত্মীয়দের সঙ্গে ভুল বোঝাবুঝি হতে পারে। ব্যবসা  সংক্রান্ত কাজ সহজে হয়ে যাবে। অর্থকরী বাধা না থাকলেও পুরনো মামলা নিয়ে কিছু অর্থ খরচ হতে পারে। প্রেমের যোগ আছে।


টোটকা: লবঙ্গ, মধু একটি পাত্রে রেখে বিছানার নীচে সারা রাত রেখে দিন।


কন্যা: (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর)  শুভ রং : বেগুনি, শুভ সংখ্যা : ৫
পৈতৃক সম্পত্তি দখল নিতে গেলে জটিলতা দেখা দিতে পারে। সম্পত্তি নিয়ে সমস্যা আসলেও নিজের সিদ্ধান্তে অনড় থাকলেই জয় হবে। পারিবারিক কিছু মতবিরোধ হলেও তার ফলে বিশেষ ক্ষতির সম্ভাবনা নেই।  


টোটকা: শুকনো লঙ্কা, সাদা জিরা এবং পাতি লেবু একটি লাল কাপড়ের মধ্যে বেঁধে বাড়ির সদর দরজার বাইরে রাখুন।


তুলা: (২৪ সেপ্টেম্বর  – ২৩ অক্টোবর) শুভ রং: বেগুনি, শুভ সংখ্যা : ৮
রাশি চক্রে লগ্ন অধিপতি কিছুটা দুর্বল থাকায় কাজগুলি পুরোপুরি সঠিকভাবে হবে না। কর্মক্ষেত্রের সাময়িক ব্যর্থতা আসতে পারে। দিনের শেষের দিকে ধীরে ধীরে শুভ পরিবর্তন হবে। প্রেমযোগ ক্ষীণ।
 

টোটকা: শোবার ঘরে সাদা ফুলের তোড়া রাখুন।


বৃশ্চিক: (২৪ অক্টোবর – ২২ নভেম্বর) শুভ রং : হলুদ, শুভ সংখ্যা : ৫
সন্তানের কাজকর্মে আপনি বিচলিত হতে পারেন।   যথাযথ প্রচেষ্টায় কাজ উদ্ধারের যোগ রয়েছে। দাম্পত্য জীবন সমস্যা দেখা দেবে। অর্থযোগ শুভ হলেও  প্রেম যোগ নেই।


টোটকা: কাজের জায়গায় একটি ত্রিকোণ স্ফটিক রাখুন।


ধনু: (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর) শুভ রং : সাদা,  শুভ সংখ্যা : ১৯
বুদ্ধিবলে বিপর্যয় সামলে পরিবারের সম্মান রক্ষা করতে পারবেন। তবে আত্মবিশ্বাস না থাকলে শুভ ফল পাবেন না। সহকর্মীরা আপনার সুখ বৃদ্ধির কারণ হবে। আত্মীয়দের তরফে গুপ্ত শত্রুতা বজায় থাকবে। গুরুজনদের সহযোগিতা লাভ করবেন।


টোটকা: একটি কাঁচা হলুদ লাল কাপড়ে জড়িয়ে নিজের কাছে রাখুন।


মকর: (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি)  শুভ রং : সবুজ, শুভ সংখ্যা : ২
অর্থের  অভাবে ব্যবসার সুযোগ হাতছাড়া হতে পারে। সঞ্চয়ের ক্ষেত্রে অশুভ যোগ আছে। কথাবার্তায় সংযত এবং প্রতিশ্রুতি দেওয়ায় সতর্ক থাকা দরকার। কর্ম যোগ এবং পরিবার যোগ শুভ।


টোটকা: কাজের টেবিলে বা ব্যবসার জায়গায় ত্রিভুজ আকৃতির স্ফটিক এমনভাবে রাখুন যার ওপর সূর্যের আলো পড়ে।


কুম্ভ: (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)  শুভ রং : বাদামি, শুভ সংখ্যা : ৯
ভুল মন্তব্য আপনাকে সমস্যায় ফেলতে পারে। প্রয়োজনের অতিরিক্ত কথা বলা বন্ধ করুন। আর্থিক পরিস্থিতির কিছুটা জটিলতা কমলেও তেমন উন্নতি হবে না। প্রেম যোগ শুভ।
 

টোটকা: ঘরে উপাসনার জায়গায় সুগন্ধী ধূপ জ্বালিয়ে রাখুন। কাজের জায়গায় সুগন্ধী ফুল রাখুন।


মীন: (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ) শুভ রং : আকাশী,  শুভ সংখ্যা : ১১
পথ চলতি বিপত্তির আশঙ্কা রয়েছে। দিনের মধ্যে আঘাত পাবার সম্ভাবনা রয়েছে। কার অনুরোধে আপনার নিজের কিছুটা ক্ষতি মেনে নিতে হতে পারে। মনে অশান্তি এবং বিরক্তি থকবে। প্রেমযোগ আছে।
 

টোটকা: শোবার ঘরে সাদা ফুলের তোড়া এমন ভাবে  রাখুন যাতে সকালে উঠেই তাতে চোখ পড়ে।


বাংলাদেশ সময়: ০০০২ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।