ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

রাশিফল

সিংহ জাতিকার অর্থযোগ, প্রেমযোগ ধনুর

জ্যোতিষী রুবাই | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০১ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৪
সিংহ জাতিকার অর্থযোগ, প্রেমযোগ ধনুর

প্রেম, বিয়ে, অর্থপ্রাপ্তিসহ জানুন আপনার ভবিষ্যৎ!

বাংলানিউজ ও বাংলানিউজ রাশিফল পাঠককে সবসময় দিতে চায় ভিন্নতার স্বাদ। কারণ পাঠকের চাহিদাকে আমরা সর্বোচ্চ গুরুত্ব দেই।



বাংলানিউজের অগণিত পাঠকের চাহিদা বিবেচনায় তাই জ্যোতিষ রুবাইর নেতৃত্বে ভারতীয় জ্যোতিষশাস্ত্রের একটি বিশেষজ্ঞ প্যানেল নির্বাচিত করেছি আমরা। এই বিশেষজ্ঞ প্যানেল আপনার পাঠানো তথ্য-উপাত্ত ও আপনার সমস্যা ঘেঁটে মেটাচ্ছে মনে জমে থাকা সব প্রশ্নের উত্তর।

আমরা এরইমধ্যে অনেক সাড়া পেয়েছি। দেশ-বিদেশ থেকে বিভিন্নজন জানছেন তাদের কাঙ্ক্ষিত বিষয়াদি। পাঠকের চাহিদা ও সাড়ার কথা বিবেচনা করে আরও সহজসাধ্য করা হয়েছে আমাদের পদ্ধতি। যারা প্রেম, বিয়ে, সংসার, জটিল সমস্যা, বাস্তুদোষ, রাহুদোষ প্রভৃতি জানতে চান তারা মেইলে আমাদের জানান।

রাশি, লগ্ন, গণ, তিথি, বাস্তুশাস্ত্রসহ মনের বিভিন্ন প্রশ্নের অবসান ঘটাতে চান তারা যোগাযোগ করুন এই মেইলে: apnarrashifol.bn24@gmail.com

ফিরতি মেইলে জানানো হবে বিস্তারিত নিয়ম-কানুন। এতে তরুণ-তরুণীসহ সব বয়সীদের কথা বিবেচনা করে নতুন কিছু সুযোগ থাকছে সীমিত সময়ের জন্য। সব জেনে পুনরায় মেইল করলে নির্দিষ্ট সময় পর জানতে পারবেন আপনার কাঙ্ক্ষিত ফলাফল।


আজ কেমন যাবে
তারিখ- ২৯/১১/২০১৪

মেষ: (২১ মার্চ – ২০ এপ্রিল)  শুভ রং : লাল শুভ সংখ্যা : ১৬
কাজের ক্ষেত্রে সতর্কতা আপনাকে সফল করবে। জাতিকাদের অবস্থা বুঝে সিদ্ধান্ত বদলের প্রয়োজন পড়তে পারে। হাল্কা মাপের পারিবারিক সমস্যা সমাধানের কাজে জড়িয়ে পড়তে পারেন। প্রেমযোগ নেই।

টোটকা: একটি কাঁচা হলুদ লাল সুতোয় জড়িয়ে নিজের কাছে রাখুন।                     

বৃষ: (২১ এপ্রিল – ২১ মে) শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ৯
আপনার বিশ্লেষণী গুণে কোনো জটিল রহস্যের সমাধান হবে। কোনো গুরুত্বপূর্ণ আলোচনা সার্থক রূপ পেতে পারে। জাতিকাদের অর্থ নষ্টের যোগ আছে। রাতের দিকে পারিবারিক কারণে মন খারাপ হতে পারে। প্রেমযোগ রয়েছে।

টোটকা: ঘরে সুগন্ধি ধূপ জ্বালিয়ে রাখুন। কাজের জায়গায় সুগন্ধি ফুল  বা আতর রাখুন।

মিথুন: (২২মে – ২১ জুন) শুভ রং : সবুজ, শুভ সংখ্যা : ১৮
স্মৃতি শক্তির ব্যবহারের ফলে ভুল সিদ্ধান্ত নেওয়া থেকে বেঁচে যাবেন। দুপুরের পর উপযুক্ত যোগাযোগ আপনাকে সাহায্য করবে। জাতিকারা আজকের দিনে বিলাসবহুল ক্ষেত্র বা জায়গাগুলি যতটা সম্ভব এড়িয়ে চলার চেষ্টা করুন। কোনো অবস্থায় আজকের দিনে ক্ষমতার অপব্যবহার করবেন না।

টোটকা: একটি গোটা ফল তিনটি জবা ফুলসহ জলে ভাসিয়ে দিন।
 
কর্কট: (২২ জুন – ২২ জুলাই) শুভ রং : হলুদ, শুভ সংখ্যা : ৭
সহকর্মীদের সমবেত প্রচেষ্টায় আপনার কাজগুলি সফল হবে। পরিবেশ অনুকূল থাকায় প্রয়োজনীয় কাজগুলি করে ফেলতে পারবেন। তবে কথা বলার সময় সাবধানে বাক্যের ব্যবহার করুন। জাতিকারা কর্মস্থলে উন্নতিমূলক পরিবর্তনে বেশ আনন্দই পাবেন। তবে বেহিসাবি হলে সঞ্চয় নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে।

টোটকা: কাজের টেবিলে সবুজ পাতাসহ একটি গাছ  রাখুন।

সিংহ: (২৩ জুলাই - ২৩ আগস্ট)  শুভ রং : বাদামি, শুভ সংখ্যা : ১২
কোনো কাজ করে ফেলার পর আপসোস হতে পারে। পরিবারে কথা প্রাধান্য দিয়ে সমস্যা সমাধান হতে পারে। জাতিকাদের অর্থযোগ শক্তিশালী। কথা দিয়ে সেটা রাখতে না পারা জন্য সমস্যার মুখে পড়তে হতে পারে।

টোটকা: নিমপাতা মিশ্রিত জলে গোসল করুন।  

কন্যা: (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর)  শুভ রং : নীল,  শুভ সংখ্যা : ৯
আপনার সরল ব্যবহার আপনাকে জনপ্রিয় করে তুলবে। দাদা বা পরিবারের অন্য কোনো অগ্রজের সঙ্গে মতের অমিল দেখা দেবে। জাতিকাদের ক্ষেত্রে কোনো সুখবর আসতে পারে। পরিবারের পরিবেশ নিজের অনুকূলে রাখতে গেলে বুদ্ধির ব্যবহার অত্যন্ত জরুরি হয়ে উঠবে। প্রেমযোগ নেই।

টোটকা: গরিবদের আজকের দিনে খাদ্য দান আপনার পক্ষে শুভ।

তুলা: (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর) শুভ রং সাদা, শুভ সংখ্যা : ২১
আপনার ভিন্নভাবে বিচার করার দৃষ্টিকোণ তারিফ পাবে। বিকেলের দিকে তর্ক-বিতর্কে জড়িয়ে পড়ার সম্ভাবনা। জাতিকাদের অন্যমনস্কতার জন্য কাজে ভুল হওয়ার সম্ভাবনা। কোনো বদমেজাজি মানুষের দ্বারা কিছুটা সমস্যা দেখা দিতে পারে। প্রেমযোগ আছে।

টোটকা: শোবার ঘরে একটি পাত্রে ৫টি সাদা ও হলুদ ফুল জলে ভাসিয়ে রাখুন।

বৃশ্চিক: (২৪ অক্টোবর – ২২ নভেম্বর) শুভ রং : নীল, শুভ সংখ্যা : ১৮
সিদ্ধান্তহীনতার ফলে সমস্যায় ভুগতে হবে। সময়ে কাজ শেষ করতে সমস্যা হবে। তবে দাম্পত্য জীবন অনুকূলে থাকায় কাজে উদ্যম বজায় থাকবে। জাতিকারা লোভনীয় উপহার বা কথার ফাঁদে পা দিলে ঠকতে পারেন। পরিবারের তরফে সহায়তার যোগ দেখা যাচ্ছে।

টোটকা: কাজের জায়গায় বা অফিস ঘরে একটি তুলসী গাছ রাখুন।

ধনু: (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর) শুভ রং : হলুদ, শুভ সংখ্যা : ৩
ক্ষতিকর ও ঈর্ষাপ্রবণ কোনো মানুষের থেকে সতর্ক থাকুক। ব্যবসা সংক্রান্ত কোনো ঘটনা আপনার ব্যক্তিগত জীবনে প্রভাব ফেলবে। জাতিকাদের সারাদিনে নানা রকম ছোট ছোট ঝামেলায় পড়তে হবে। রাতে কোনো শুভ খবর আসতে পারে। প্রেমযোগ শুভ।

টোটকা: শোবার ঘরে ৫টি সাদা ও হলুদ ফুল জলে ভাসিয়ে রাখুন।

মকর: (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি)  শুভ রং : লাল, শুভ সংখ্যা : ৫
মানসিক অস্থিরতা বাড়তে পারে। পারিবারিক পরিবেশ কিছুটা প্রতিকূল হতে পারে। দাম্পত্য জীবন নিয়ে সতর্ক থাকুন। বিরোধীদের কাজকর্মের ফলে পাওনা টাকা পেতে দেরি হতে পারে। জাতিকাদের উপযুক্ত ব্যক্তি নির্বাচনে ভুল হওয়ায় সমস্যা বাড়তে পারে। যোগাযোগ রক্ষার ফলে জাতিকাদের উন্নতির যোগ আছে।

টোটকা: পানিতে কয়েকটি পদ্মফুল রেখে বসার ঘরে দরজার বিপরীত রেখে দিন।

কুম্ভ: (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)  শুভ রং : বেগুনি, শুভ সংখ্যা : ৬
শত্রুপক্ষের পরিকল্পনা বুঝে তবেই কাজ করুন। আপনার সঙ্গে বেমানান কোনো কাজের দায়িত্ব আপনার কাঁধে পড়তে পাড়ে। জাতিকাদের বিভিন্ন ক্ষেত্রে অর্থ ব্যয় বাড়তে পারে। সন্ধ্যার মধ্যে প্রয়োজনীয় কাজ শেষ করুন। প্রেমযোগ শুভ নয়।

টোটকা: সারাদিন একটি পাত্রে পানিতে যব, গম, চাল, কালো জিরা, কাঁচা মরিচ ভিজিয়ে রাখুন।

মীন: (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ) শুভ রং : বাদামি, শুভ সংখ্যা : ১১
সিদ্ধান্ত নিতে গিয়ে বিতর্ক হতে পারে। পরিবার ও কর্মক্ষেত্রে আপনাকে কম সময় দেওয়ার অভিযোগের মুখে পড়তে হবে। দুপুরের পর থেকে পরিবেশ অনুকূলে আসবে। জাতিকারা কোনো স্নেহভাজনের আগমনে খুশি হবেন। জাতিকাদের যথাযথ প্রচেষ্টায় গৃহে আনন্দবহুল পরিবেশ বজায় থাকবে। প্রেমযোগ আছে।

টোটকা: পাঁচটি সিম বীজ জলে ভিজিয়ে বাড়ির উত্তর দিকে একটি মাটির পাত্রে সারাদিন রেখে দিন।

বাংলাদেশ সময়: ০০০১ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।