ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

রাশিফল

ধনুর সঙ্গীত চর্চা শুভ, কন্যার অপ্রত্যাশিত সাফল্য

জ্যোতিষী রুবাই | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২০ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০১৪
ধনুর সঙ্গীত চর্চা শুভ, কন্যার অপ্রত্যাশিত সাফল্য

আজ কেমন যাবে
তারিখ- ০১/১২/২০১৪

মেষ: (২১ মার্চ – ২০ এপ্রিল)  শুভ রং: সবুজ, শুভ সংখ্যা: ২
মৌলিক চিন্তাধারায় কাজকর্মে উন্নতি হবে। কথাবার্তায় সংযমের অভাবে বিপত্তি ঘটতে পারে।

দান-ধ্যানের সুবাদে সামাজিক প্রভাব-প্রতিপত্তি বৃদ্ধি পাবে। প্রেম যোগ শুভ।
 
টোটকা: কিছুটা ঘি, কিছুটা কালো জিরা এবং একটি লাল কাঁচা মরিচ মাটির পাত্রে রেখে ঘরের বাইরে উত্তর কোনে সূর্য ডোবার আগে পর্যন্ত রেখে দিন।

বৃষ: (২১ এপ্রিল-২১ মে) শুভ রং: নীল, শুভ সংখ্যা: ৪
ছিদ্রান্বেষী ও সুযোগসন্ধানীকে শায়েস্তা করতে পারেন। নতুন কর্মোদ্যমে সাফল্যের ইঙ্গিত রয়েছে। পায়ের ব্যথায় ভোগান্তি দেখা যাচ্ছে। প্রেমযোগ ক্ষীণ।

টোটকা: একটুকরো গুড় সকালে উঠে দাঁত দিয়ে কেটে সেটিকে কোনো পুকুরের জলে ফেলে দিন।

মিথুন: (২২মে-২১ জুন) শুভ রং: লাল, শুভ সংখ্যা: ৭
বন্ধুবেশী দুর্জনের ছলনায় ভুলে প্রতারিত হওয়ার আশঙ্কা রয়েছে। একাধিক উপায়ে আয় বৃদ্ধির যোগ রয়েছে। পিত্তথলির সমস্যায় কাজকর্ম ব্যাহত হতে পারে। দাম্পত্য জীবনে সমস্যার যোগ রয়েছে।

টোটকা: একটি কুলোতে কিছুটা চালের মণ্ড, একটি কাঁচা কলা কিছুটা তেল এবং কয়েকটি দূর্বা ঘাস এক সঙ্গে রেখে বাড়ির পশ্চিম কোনে রেখে দিন।

কর্কট: (২২ জুন-২২ জুলাই) শুভ রং: সাদা, শুভ সংখ্যা: ২
ব্যবসা সম্প্রসারণে অর্থের সংস্থান হতে পারে। হারিয়ে যাওয়া জিনিস উদ্ধারের সম্ভাবনা রয়েছে। কোনো উচ্চাভিলাষী নারীকে ঘিরে বিপত্তির আশঙ্কা দেখা যাচ্ছে। প্রেমযোগ নেই।

টোটকা: সদর দরজার সামনে দুটি মাটির মঙ্গল ঘটে জল দিয়ে তাতে কিছুটা কাঁচা হলুদ, দুর্বা ঘাস, এবং কিছুটা ফুল ভিজিয়ে রাখুন।

সিংহ: (২৩ জুলাই-২৩ আগস্ট) শুভ রং: হলুদ, শুভ সংখ্যা:  ৮
সামাজিক কর্তব্য পালনে ঘাটতির জেরে পরিবারে অশান্তি দেখা দেবে। অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে অপদস্থ হওয়ার আশঙ্কা রয়েছে। মানসিক শক্তিতে বিপদ কাটিয়ে ওঠার সম্ভাবনা দেখা যাচ্ছে। প্রেমযোগ ক্ষীণ।

টোটকা: একটি বোঁটা যুক্ত পান একটি গোটা সুপারি এবং একটি কলা বাড়ির পশ্চিম দিকের কোনে রেখে দিন।

কন্যা: (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর) শুভ রং: বাদামি, শুভ সংখ্যা: ৪
স্বনিযুক্তি প্রকল্পে অপ্রত্যাশিত সাফল্যে উপার্জন বৃদ্ধির সূচনা। আত্মীয়স্বজনের কূটকচালিতে মানসিক শান্তি ব্যাহত হতে পারে। গুরুজনের সান্নিধ্যে আধ্যাত্মিক উন্নতি হতে পারে। প্রেমযোগ রয়েছে।

টোটকা: একটি লাল সুতির কাপড়ে কিছুটা কালো জিরে পুটুলি করে বেঁধে জলে ভাসিয়ে দিন।

তুলা: (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর) শুভ রং হলুদ, শুভ সংখ্যা:  ৯
কর্মোন্নতি ফের বিলম্বিত হওয়ায় হতাশা দেখা দিতে পারে। উচ্চশিক্ষা বা গবেষণার বিলম্বিত সুযোগ আসবে। শত্রুর আপস রফার প্রস্তাবে সাড়া দেওয়া যেতে পারে তবে সতর্ক হয়ে। দাম্পত্য সমস্যার যোগ রয়েছে।

টোটকা: সদর দরজার ঠিক নীচে দক্ষিণ দিকে তেল এবং সিঁদুর দিয়ে একটি তীর ধনুকের ছবি এঁকে রাখুন।

বৃশ্চিক: (২৪ অক্টোবর-২২ নভেম্বর) শুভ রং: লাল,শুভ সংখ্যা:  ৬
দুরূহ কাজের দায়িত্ব নিতে পারেন। সুস্থ থাকার তাগিদেই উত্তেজনা প্রশমনের প্রয়োজন রয়েছে। নতুন বাড়ি তৈরিতে জ্ঞাতি-পড়শির বাঁধার সম্মুখীন হতে হবে। প্রেমযোগ নেই।

টোটকা: একটি পাত্রে যব, গম, চাল, কালো জিরা, কাঁচা মরিচ ভিজিয়ে বিছানার তলায় সারা রাত রাখুন।

ধনু: (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর) শুভ রং: নীল, শুভ সংখ্যা: ৪
কর্মস্থলে অন্যমনস্কতার খেসারত দিতে হতে পারে। অকারণ উত্তেজনায় নিজেরই ক্ষতি হবার সম্ভাবনা রয়েছে। সঙ্গীত চর্চায় ব্যুৎপত্তি লাভ হবে। প্রেমযোগ রয়েছে।
 
টোটকা: একটি বৃন্তে তিনটি বেলপাতা রয়েছে এমন পাঁচটি বৃন্তকে একত্রে বেঁধে সেটিকে একটি পিতলের পাত্রে সরিষার তেলের মধ্যে কাঁচা হলুদ দিয়ে সূর্যাস্ত পর্যন্ত ডুবিয়ে রাখুন।

মকর: (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি)  শুভ রং: সাদা, শুভ সংখ্যা: ১২
কাজের ফলাফল বিলম্বিত হওয়ায় হতাশার জন্ম নিতে পারে। যুক্তিপূর্ণ আলোচনায় শত্রুর সঙ্গে আপোষ-রফা হতে পারে। সাহায্য করে প্রতিদান চাইলেই বিপত্তি ঘটার সম্ভাবনা রয়েছে। প্রেমযোগ ক্ষীণ।

টোটকা: একটি কলাকে কিছুটা কালো জিরে কিছুটা চাল সামান্য তিল অল্প জল দিয়ে মেখে জলাশয়ে ভাসিয়ে দিন।

কুম্ভ: (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি) শুভ রং: সবুজ, শুভ সংখ্যা: ৮
পিতৃস্থানীয় ব্যক্তির সঙ্গে মতবিরোধে মানসিক সংঘাতের জন্ম নেবে। কর্মস্থলে শ্রম ও অধ্যাবসায়ের প্রতীক্ষিত স্বীকৃতি মিলতে পারে। গুরুজনের স্বাস্থ্য হানিতে দুশ্চিন্তা ও কাজকর্মে বাধা আসবে। দাম্পত্য কলহের যোগ রয়েছে।

টোটকা: সম্ভব হলে সর্পগন্ধা বা পাথরকুচি গাছ রোপণ করুন। অথবা কোনো সর্পগন্ধা গাছে জল দিন।

মীন: (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ) শুভ রং: নীল,  শুভ সংখ্যা: ৪
ব্যবসায় বাড়তি বিনিয়োগের শুভ সময়। সংস্কৃতিক কর্মে সাফল্যের সুবাদে প্রতিপত্তি বৃদ্ধি পাবে। সংক্রমণ জনিত জ্বরজ্বালায় দুর্ভোগ বাড়বে। প্রেমযোগ ক্ষীণ।

টোটকা: সন্ধ্যে নামার ঠিক আগে গোধুলিলগ্নে গোটা বাড়িতে ধূনা প্রজ্বলিত করুন।

বাংলাদেশ সময়: ০০২০ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।