ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

রাশিফল

প্রেমে ভুল বোঝাবুঝি কন্যার, প্রকাশ্যে সমস্যা মেষের

জ্যোতিষী রুবাই | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০০ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০১৪
প্রেমে ভুল বোঝাবুঝি কন্যার, প্রকাশ্যে সমস্যা মেষের

প্রেম, বিয়ে, অর্থপ্রাপ্তিসহ জানুন আপনার ভবিষ্যৎ!

বাংলানিউজ ও বাংলানিউজ রাশিফল পাঠককে সবসময় দিতে চায় ভিন্নতার স্বাদ। কারণ পাঠকের চাহিদাকে আমরা সর্বোচ্চ গুরুত্ব দেই।



বাংলানিউজের অগণিত পাঠকের চাহিদা বিবেচনায় তাই জ্যোতিষ রুবাইর নেতৃত্বে ভারতীয় জ্যোতিষশাস্ত্রের একটি বিশেষজ্ঞ প্যানেল নির্বাচিত করেছি আমরা। এই বিশেষজ্ঞ প্যানেল আপনার পাঠানো তথ্য-উপাত্ত ও আপনার সমস্যা ঘেঁটে মেটাচ্ছে মনে জমে থাকা সব প্রশ্নের উত্তর।

আমরা এরইমধ্যে অনেক সাড়া পেয়েছি। দেশ-বিদেশ থেকে বিভিন্নজন জানছেন তাদের কাঙ্ক্ষিত বিষয়াদি। পাঠকের চাহিদা ও সাড়ার কথা বিবেচনা করে আরও সহজসাধ্য করা হয়েছে আমাদের পদ্ধতি। যারা প্রেম, বিয়ে, সংসার, জটিল সমস্যা, বাস্তুদোষ, রাহুদোষ প্রভৃতি জানতে চান তারা মেইলে আমাদের জানান।

রাশি, লগ্ন, গণ, তিথি, বাস্তুশাস্ত্রসহ মনের বিভিন্ন প্রশ্নের অবসান ঘটাতে চান তারা যোগাযোগ করুন এই মেইলে: apnarrashifol.bn24@gmail.com

ফিরতি মেইলে জানানো হবে বিস্তারিত নিয়ম-কানুন। এতে তরুণ-তরুণীসহ সব বয়সীদের কথা বিবেচনা করে নতুন কিছু সুযোগ থাকছে সীমিত সময়ের জন্য। সব জেনে পুনরায় মেইল করলে নির্দিষ্ট সময় পর জানতে পারবেন আপনার কাঙ্ক্ষিত ফলাফল।


আজ কেমন যাবে
তারিখ- ০২/১২/২০১৪

মেষ: (২১ মার্চ – ২০ এপ্রিল)  শুভ রং: সবুজ, শুভ সংখ্যা: ২
নতুন কর্মোদ্যমে উন্নতির সূচনা। বাক্যালাপে অসতর্কতার জন্য কিছু ভুল বোঝাবুঝি হতে পারে। প্রিয়জনের শারীরিক সমস্যা নিয়ে দৌড়ঝাঁপ করতে হতে পারে। প্রেমের বিষয় প্রকাশ্যে এলে দেখা দিতে পারে কিছু সাময়িক সমস্যা।

টোটকা: গোসল করার পর কর্পূর জ্বালিয়ে গোটা বাড়িতে একবার আরতি করুন।

বৃষ: (২১ এপ্রিল-২১ মে) শুভ রং: নীল, শুভ সংখ্যা: ৪
স্বামী-স্ত্রীর যৌথ প্রচেষ্টায় সাংসারিক ও ব্যবসায়িক সাফল্য আসবে। বেহিসাবি খরচে অর্থসঙ্কটের আশঙ্কা। রক্তচাপের ওঠাপড়ায় নানান শারীরিক সমস্যা দেখা দেবে। প্রেমযোগ ক্ষীণ।

টোটকা: পানিতে পাঁচটি পান পাতা রেখে বসার ঘরে উত্তর কোণে রেখে দিন।

মিথুন: (২২মে-২১ জুন) শুভ রং: লাল, শুভ সংখ্যা: ৭
কর্তাব্যক্তির আনুকূল্যে কর্মক্ষেত্রে অবিচারের মোকাবিলা করতে পারবেন। স্বজন-বন্ধুর অনুষ্ঠানে অপ্রীতিকর পরিস্থিতি সামাল দিতে হতে পারে। আপাতত বাড়তি বিনিয়োগ না করাই ভালো। দাম্পত্য সমস্যার যোগ আছে।

টোটকা: কাজের জায়গায় সুগন্ধি ফুল রাখুন।

কর্কট: (২২ জুন-২২ জুলাই) শুভ রং: সাদা, শুভ সংখ্যা: ২
বিষয়-সম্পত্তি ক্রয়-বিক্রয় নিয়ে জ্ঞাতি বিরোধ তুঙ্গে উঠতে পারে। দীর্ঘদিনের কোনো প্রত্যাশা পূরণ হওয়ার আশা আছে। প্রেমযোগ শুভ।

টোটকা: একটি কাঁচা হলুদ লাল সুতোয় জড়িয়ে নিজের কাছে রাখুন।


সিংহ: (২৩ জুলাই-২৩ আগস্ট) শুভ রং: হলুদ, শুভ সংখ্যা:  ৮
পরিবেশ-পরিস্থিতি বুঝে কাজের পরিকল্পনা করা দরকার। শত্রুর হাত থেকে মুক্তির উপায় হতে পারে। গুণী ও সজ্জন ব্যক্তির সান্নিধ্যে শান্তি লাভ করবেন। প্রেমযোগ শুভ।

টোটকা: পাঁচটি আমের পল্লবের উপর তেল এবং সিঁদুর মিশিয়ে একটি করে ফোঁটা দিয়ে প্রধান দরজায় ঝুলিয়ে রাখুন।

কন্যা: (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর) শুভ রং: বাদামি, শুভ সংখ্যা: ৪
পরিচিত ব্যক্তির প্রতারণায় অর্থ-ক্ষতি ও বিশ্বাসভঙ্গের বেদনার সম্ভাবনা দেখা যাচ্ছে। বহুদিনের বকেয়া অর্থ ফেরত পেতে পারেন। সংক্রমণ ও টনসিলের সমস্যা ভোগাতে পারে। প্রেমিক বা প্রেমিকার সঙ্গে ভুল বোঝাবুঝির যোগ আছে।

টোটকা: একটি কলাকে কিছুটা কালো জিরে কিছুটা চাল সামান্য তিল অল্প জল দিয়ে মেখে জলাশয়ে ভাসিয়ে দিন।

তুলা: (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর) শুভ রং হলুদ, শুভ সংখ্যা:  ৯
শ্রম ও দক্ষতার স্বীকৃতি না মেলায় হতাশা দেখা দিতে পারে। অকারণ বিবাদ-বিতর্ক থেকে বিড়ম্বনার আশঙ্কা আছে। স্বামী-স্ত্রীর উভয়ের চেষ্টায় বৈষয়িক সমস্যার সমাধান হবে। প্রেমের বিষয়ে বন্ধুর সাহায্য না নেওয়াই ভালো।

টোটকা: হরিতকি ও কাঁচা হলুদ একটি স্বস্তিক চিহ্ন আঁকা ঘটে রেখে বসার ঘরের দক্ষিণে রেখে দিন।

বৃশ্চিক: (২৪ অক্টোবর-২২ নভেম্বর) শুভ রং: লাল,শুভ সংখ্যা:  ৬
হঠকারি সিদ্ধান্তে ব্যবসায় লোকসানের আশঙ্কা। প্রিয়জনের আরোগ্য বিষয়ে দুশ্চিন্তার অবসান হবে। ভ্রমণে অযথা হয়রানি ও বহু ব্যয় হতে পারে। প্রেমযোগ শুভ।

টোটকা: অষ্টধাতুর মূর্তি কাজের জায়গায় রাখুন।

ধনু: (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর) শুভ রং: নীল, শুভ সংখ্যা: ৪
শত্রুর মোকাবিলায় বন্ধুকে পাশে না পাওয়ায় হতাশা বাড়বে। নিজের ভুলের জেরে আমদানি-রফতানি ব্যবসায় ক্ষতি হতে পারে। থাইরয়েডের সমস্যায় দুর্ভোগ দেখা দিতে পারে। প্রেমযোগ শুভ।

টোটকা: আজকের দিনে শুধু নিরামিষ খাবার খান।

মকর: (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি)  শুভ রং: সাদা, শুভ সংখ্যা: ১২
অতিরিক্ত পরিশ্রম, তুলনায় সাফল্য কম আসবে। বিষয়-সম্পত্তি নিয়ে গুরুজনের সঙ্গে মনান্তরে মানসিক ক্লেশ দেখা দেবে। দন্ত ক্ষয়ে বা মাড়ির ব্যথায় কষ্ট পেতে পারেন। প্রেমযোগ ক্ষীণ।

টোটকা: কলা পাতায় কিছুটা ভেজানো চালকে পাঁচটি ভাগে ভাগ করে, পাঁচটি সুপারি, পাঁচটি পান, পাঁচটি গুড়ের টুকরো সহকারে জলাশয়ের ধারে রেখে দিন।

কুম্ভ: (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি) শুভ রং: সবুজ, শুভ সংখ্যা: ৮
ব্যবসা ঘিরে আইনি জটিলতা দেখা দেবে। সম্পত্তি-বিরোধ ঘিরে ভাই-বোনের সঙ্গে সম্পর্কের অবনতি হতে পারে। প্রতিযোগিতামূলক পরীক্ষায় কৃতিত্ব লাভ করবেন। প্রেমযোগ নেই।

টোটকা: আজকের দিনে সারাক্ষণ বেগুনি কোনো কাপড়ের টুকরো সঙ্গে রাখুন।

মীন: (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ) শুভ রং: নীল,  শুভ সংখ্যা: ৪
মানসিক সদ্ব্যবহারে শত্রু মুক্তির সম্ভাবনা আছে। ব্যবসায় বাড়তি লগ্নির শুভ দিন। ঠিক সিদ্ধান্ত নেওয়ায় পারিবারিক সমস্যার সমাধান হবে। দাম্পত্যযোগ শুভ।

টোটকা: নিম গাছের ছাল জলে ভিজিয়ে সেই জলে গোসল করুন।

বাংলাদেশ সময়: ০০০১ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।