ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

রাশিফল

বাধাবহুল প্রেম মিথুনের, কর্কটের সফল

জ্যোতিষী রুবাই | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০৫ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৪
বাধাবহুল প্রেম মিথুনের, কর্কটের সফল

আজ কেমন যাবে
তারিখ- ১১/১২/২০১৪

মেষ: (২১ মার্চ – ২০ এপ্রিল)  শুভ রং : নীল, শুভ সংখ্যা : ২২
শুভানুধ্যায়ীর আনুকূল্যে সমস্যার সুরাহা হতে পারে। শত্রুর শক্তি জেনে সন্ধির সিদ্ধান্ত নেওয়া উচিত।

দানধ্যানে শান্তিলাভ। রাশিচক্রে সন্তান ধারণ সংক্রান্ত সমস্যার চিহ্ন দেখা যাচ্ছে।

টোটকা: কাজের টেবিলে একটি ত্রিভুজ আকৃতির স্ফটিক রাখুন।

বৃষ: (২১ এপ্রিল – ২১ মে) শুভ রং : সবুজ, শুভ সংখ্যা : ১৬
কোনো কর্মীকে ঘিরে ব্যবসায় আইনি জটিলতা দেখা দিতে পারে। গবেষণায় আজ একটি সাফল্যের দিন। পরোপকারের জন্য বিশেষ সম্মান পেতে পারেন। তবে প্রেম নিয়ে জটিলতার সৃষ্টি হতে পারে।

টোটকা: শোবার ঘরে একটি পিতলের পাত্রে জল দিয়ে সাদা ফুল রাখলে উপকার পাবেন।

মিথুন: (২২মে – ২১ জুন) শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ৯
সম্পত্তি ঘিরে বাবা-মায়ের সঙ্গে সম্পর্কের অবনতির সম্ভাবনা আছে। ভাগ্যোদয়ের জন্য স্থানান্তরে যাওয়ার পরিকল্পনায় আশার আলো দেখা দেবে। ক্রোধ সংযত করতে না-পারলে বিপদ হতে পারে। প্রেমযোগ রাশিচক্রে দেখা গেলেও সেটি সফল হওয়ার ক্ষেত্রে যথেষ্ট বাধা আছে।

টোটকা: বেল পাতায় একটি চন্দনের টিপ দিয়ে কাছে রাখুন।

কর্কট: (২২ জুন – ২২ জুলাই) শুভ রং : নীল, শুভ সংখ্যা : ৬
সহকর্মীদের সহায়তায় কর্মক্ষেত্রে সমস্যার মোকাবিলা করতে সফল হবেন। পরিবারের দায়িত্ব পালন করেও অপদস্থ হতে পারেন। বাহন ক্রয়ের পরিকল্পনা স্থগিত রাখাই ভালো। প্রেমযোগ শুভ।

টোটকা: দারুচিনি, মধু ও ঘি একটি পাত্রে রেখে বিছানার নীচে সারা রাত রেখে দিন।

সিংহ: (২৩ জুলাই - ২৩ আগস্ট) শুভ রং : সবুজ, শুভ সংখ্যা : ১১
নিজের প্রকল্পে ভাগ্য বিড়ম্বনা থেকে মুক্তির হদিস। উচ্চশিক্ষা ও গবেষণার বাধা কেটে যেতে পারে। অপ্রিয় সত্য কথায় শত্রু বাড়বে। দাম্পত্য নিয়ে সমস্যার দেখা দিতে পারে।

টোটকা: জলে কয়েকটি পদ্মফুল রেখে বসার ঘরের দক্ষিণ কোণে রেখে দিন।

কন্যা: (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর)  শুভ রং : বেগুনি, শুভ সংখ্যা : ২
কর্মপ্রতিষ্ঠানের আর্থিক অবনতিতে দুশ্চিন্তা বাড়বে। তবে নতুন কাজকর্মের চেষ্টায় সুফল মিলতে পারে। সম্পত্তি বিবাদে ভাই-বোনের সম্পর্কহানির শঙ্কা। প্রেম নিয়ে প্রকাশ্যে কম আলোচনা করুন।

টোটকা: শুকনো লঙ্কা, সাদা জিরা ও পাতি লেবু একটি লাল কাপড়ের মধ্যে বেঁধে বাড়ির সদর দরজার বাইরে রাখুন।

তুলা: (২৪ সেপ্টেম্বর  – ২৩ অক্টোবর) শুভ রং : বাদামি, শুভ সংখ্যা : ৭
আপ্রাণ চেষ্টার পরেও উপহাস জুটতে পারে। বিশিষ্ট ব্যক্তির সহায়তায় নামি সংস্থায় কর্মপ্রাপ্তির যোগ। প্রিয়জনের স্বাস্থ্য সঙ্কটে উদ্বেগ ও কাজকর্মে বাধা আসতে পারে। প্রেমযোগ ক্ষীণ।

টোটকা: শোবার ঘরে সাদা ফুলের তোড়া রাখুন।

বৃশ্চিক: (২৪ অক্টোবর – ২২ নভেম্বর) শুভ রং : নীল,  শুভ সংখ্যা : ৪
কর্ম পরিবর্তনের চেষ্টায় আশার আলো। সময়োচিত সাহসে বিপদ থেকে উদ্ধার। অতিরিক্ত পরিশ্রমে ক্লান্তি ও অবসাদ আসতে পারে। প্রেমযোগ ক্ষীণ।
 
টোটকা: গরিবদের আজকের দিনে খাদ্য দান আপনার পক্ষে শুভ।   

ধনু: (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর) শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ৭
ব্যবসায় বাড়তি বিনিয়োগের শুভ যোগ। সন্তানের জেদি মনোভাবে সাংসারিক পরিবেশ বিষময় করে তুলতে পারে। অস্থিসন্ধির সমস্যায় দুর্ভোগ দেখা দিতে পারে। প্রেমযোগ শুভ।
 
টোটকা: কাজের জায়গায় একটি ত্রিকোণ স্ফটিক রাখুন।

মকর: (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি)  শুভ রং : লাল, শুভ সংখ্যা : ১৬
ঈর্ষাকাতর সহকর্মীর কূট চাল বিপাকে ফেলে দিতে পারে। তৃতীয় কাউকে ঘিরে প্রেম-প্রণয়ে দেখা দিতে পারে কালো মেঘ। আচমকা প্রাপ্তিযোগ অবাক করবে। প্রেমযোগ শুভ।

টোটকা: ঘরে উপাসনার জায়গায় সুগন্ধি ধুপ জ্বালিয়ে রাখুন। কাজের জায়গায় সুগন্ধি ফুল রাখুন।

কুম্ভ: (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি) শুভ রং : বেগুনি, শুভ সংখ্যা : ৬
গয়না ও মণিমুক্তার ব্যবসায় বাড়তি মূলধন বিনিয়োগের শুভ দিন। জ্ঞাতিদের শত্রুতায় পারিবারিক সমস্যা বাড়বে। শ্লেষ্মা ও শ্বাসযন্ত্রের দুর্বলতায় দুর্ভোগ দেখা দিতে পারে। প্রেমযোগ শুভ।

টোটকা: একটি কাঁচা হলুদ লাল কাপড়ে জড়িয়ে নিজের কাছে রাখুন।

মীন: (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ) শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ২
কর্মস্থলে বহুশ্রমের বিলম্বিত স্বীকৃতির সম্ভাবনা প্রবল হচ্ছে। কথা-বার্তায় নমনীয়তা স্বজন মহলে জনপ্রিয়তা বাড়াতে পারে। সংক্রমণজনিত জ্বর জ্বালায় দুর্ভোগ হলেও সেটি সাময়িক। প্রেম-দাম্পত্যযোগ শুভ।

টোটকা: কাজের টেবিলে বা ব্যবসার জায়গায় ত্রিভুজ আকৃতির স্ফটিক এমনভাবে রাখুন যার উপর সূর্যের আলো পড়ে।

বাংলাদেশ সময়: ০০০১ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।