ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

রাশিফল

কেমন যাবে সপ্তাহের প্রথম দিন

জ্যোতিষী রুবাই | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০০ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৪
কেমন যাবে সপ্তাহের প্রথম দিন

আজ কেমন যাবে
তারিখ-১৩/১২/২০১৪


মেষ: শুভ রং: সবুজ, শুভ সংখ্যা:  ২০
বহু জটিলতা বজায় থাকলেও পদোন্নতির শুভ সঙ্কেত দেখা যাচ্ছে। জ্ঞাতি শত্রুর চক্রান্তে সম্পত্তি জনিত সমস্যা বাড়বে।

বন্ধুদের সঙ্গে সম্পর্কের অবনতিতে মনঃকষ্ট দেখা দেবে। প্রেমযোগ ক্ষীণ।

টোটকা: বাড়ির দক্ষিণ দিকে সাদা ফুলের টব রাখলে সৌভাগ্য আসবে।

বৃষ: শুভ রং: নীল, শুভ সংখ্যা: ৪
হঠকারী সিদ্ধান্তে পরিবারে সমস্যা বাড়তে পারে। অধস্তন কর্মচারীদের সহযোগিতায় কার্যোদ্ধার হবে। বাত জনিত ব্যথার প্রকোপ বৃদ্ধিতে চলাফেরায় অসুবিধা হতে পারে। প্রেমযোগ শুভ।

টোটকা: নিজের পকেটে তুলসী পাতায় একটি চন্দনের টিপ দিয়ে কাছে রাখুন।

মিথুন: শুভ রং: লাল, শুভ সংখ্যা: ৭ 
কর্মক্ষেত্রে বহু শ্রম ও দক্ষতা সত্ত্বেও ফের বঞ্চনায় হতাশা বাড়বে। তবে আক্ষেপকে মনে স্থান দেবেন না। আলোচনায় শত্রুর সঙ্গে সমঝোতা হবে। অর্থ ক্ষেত্রে প্রাপ্তিযোগ রয়েছে। প্রেমযোগ নেই।
 
টোটকা: কাজের টেবিলে একটি ত্রিভুজ আকৃতির স্ফটিক রাখুন।

কর্কট: শুভ রং: সাদা, শুভ সংখ্যা: ২
আর্থিক লেনদেন নিয়ে ব্যবসায় জটিলতা বাড়বে। বহু দিনের কোনো ইচ্ছা পূরণের ইঙ্গিত দেখা যাচ্ছে। গলার সংক্রমণ থেকে ভোগান্তি হতে পারে। দাম্পত্য সম্পর্কে বাঁধা রয়েছে।

টোটকা: শোবার ঘরে একটি পিতলের পাত্রে জল দিয়ে তিনটি পদ্ম ফুল রাখলে উপকার পাবেন।

সিংহ: শুভ রং: হলুদ, শুভ সংখ্যা: ৮
কর্তাব্যক্তির আনুকূল্যে পারিবারিক সমস্যা মিটতে পারে। আইনি জটিলতায় সম্পত্তি ক্রয়ে বাধা দেখা দেবে। মাতৃস্থানীয়া আত্মীয়ের প্রসন্নতায় প্রাপ্তিযোগ প্রবল হচ্ছে। প্রেমযোগ ক্ষীণ।

টোটকা: চালকেরা গাড়িতে সিঁদুর ও তেল দিয়ে সামনের দিকে একটি সূর্য চিহ্ন এঁকে রাখুন।

কন্যা: শুভ রং: বাদামি, শুভ সংখ্যা: ৪
অন্যমনস্কতায় কাজে ভুল বারবার হওয়ার আশঙ্কা রয়েছে। সম্পত্তি-সমস্যার সন্তোষজনক নিষ্পত্তি হতে পারে। অসময়ে কোনো বন্ধুকে পাশে পেতে পারেন। প্রেমযোগ শুভ।

টোটকা: অষ্ট ধাতুর মূর্তি কাজের জায়গায় রাখুন।

তুলা: শুভ রং: হলুদ, শুভ সংখ্যা: ৯
সমাজবিরোধীদের সঙ্গে বিরোধে ক্ষতির আশঙ্কা দেখা যাচ্ছে। সাবধানতা অবলম্বন করা দরকার। পড়শির দুঃসময়ে সাহায্য করতে গিয়ে অপদস্থ হতে পারেন। বাত জনিত ব্যথার প্রকোপ বাড়বে। প্রেমের সম্ভাবনা ক্ষীণ।

টোটকা: কাক-পক্ষীদের ফল ভোজন করান।

বৃশ্চিক: শুভ রং: লাল, শুভ সংখ্যা: ৬
অতিরিক্ত লোভের হাতছানি উপেক্ষা করতে না পারলে বিপত্তি ঘটতে পারে। ব্যবসায়ীক প্রতিদ্বন্দ্বিতার ক্ষেত্রে সমস্যা বাড়বে। দুর্ঘটনায় আঘাত ও রক্তপাতের আশঙ্কা দেখা যাচ্ছে। দাম্পত্য সমস্যার সম্ভাবনা রয়েছে।

টোটকা: শোবার ঘরে সাদা ফুলের তোড়া রাখুন।

ধনু: শুভ রং: নীল, শুভ সংখ্যা: ৯
মৌলিক পন্থায় কর্ম সমস্যার সমাধানে আত্মশক্তির প্রমাণ পেতে পারেন। দীর্ঘদিনের বন্ধুর প্রতারণায় মনঃকষ্ট বাড়বে। তৃতীয় জনকে ঘিরে প্রেম-প্রণয়ে জট দেখা দিতে পারে। দাম্পত্য ক্ষেত্রে সতর্ক থাকুন।

টোটকা: সাদা পোশাক পরুন। একটি পাত্রে পানিতে যব, গম , চাল ভিজিয়ে রাখুন।

মকর: শুভ রং: সাদা, শুভ সংখ্যা: ১২
সৃষ্টিশীল কাজে একাগ্রতার সুফল মিলতে পারে। জনকল্যাণে শ্রম ও অর্থদানের সুবাদে প্রতিপত্তি বৃদ্ধি পাবে। বিদ্যার চর্চায় ব্যুৎপত্তি লাভের যোগ রয়েছে। প্রেমযোগ নেই।

টোটকা: গোলাপ জল মিশ্রিত জলে গোসল করুন। দিনে একবার অন্তত দারুচিনি এবং মধু সেবন করুন।  

কুম্ভ: শুভ রং: সবুজ, শুভ সংখ্যা: ৮
বহু শ্রমের মাধ্যমে নতুন পরিকল্পনায় সাফল্য লাভ করবেন। পরোপকারের চেষ্টায় বিড়ম্বনার আশঙ্কা প্রবল ভাবে বিদ্যমান। ধর্মের অনুশীলনে আত্মিক অগ্রগতির লক্ষণ প্রকাশ পাচ্ছে। প্রেমযোগ শুভ।

টোটকা: কুকুর’কে উচ্ছিষ্ট নয় এমন খাবার দিন।
 
মীন: শুভ রং: নীল, শুভ সংখ্যা: ৪
আপনার পরিকল্পনার সাফল্য উপার্জনের ভিন্ন পথ দেখাবে। বেফাঁস মন্তব্যে স্বজন মহলে অশান্তি বাড়তে পারে। অত্যাবশ্যক ব্যয় সামাল দিতে গিয়ে সঞ্চয়ে হাত পড়তে পারে। প্রেমযোগ শুভ।

টোটকা: কাক’কে শস্য দানা দান করুন।

বাংলাদেশ সময়: ০০০১ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।