ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

রাশিফল

দাম্পত্যে কলহ মেষের, কন্যার প্রেমযোগ

জ্যোতিষীৃ রুবাই | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০৫ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৪
দাম্পত্যে কলহ মেষের, কন্যার প্রেমযোগ

আজ কেমন যাবে
তারিখ- ২১/১২/২০১৪

মেষ: (২১ মার্চ –২০ এপ্রিল)  শুভ রং: নীল, শুভ সংখ্যা: ২
মাতৃকুল থেকে অর্থ-সম্পত্তি প্রাপ্তির যোগ আছে। জনহিতকর প্রতিষ্ঠানের জন্য যথাসাধ্য চেষ্টা করবেন।

পথে ঘাটে চলাফেরায় বাড়তি সতর্কতা দরকার। দাম্পত্য সমস্যার যোগ দেখা যাচ্ছে।

টোটকা: কাজের টেবিলে একটি রূপার পয়সা রাখুন।

বৃষ: (২১ এপ্রিল – ২১ মে) শুভ রং: সবুজ, শুভ সংখ্যা: ৬
গবেষণা ও পরিকল্পনার মৌলিকতার স্বীকৃতি মিলতে পারে। প্রতিবেশীর বাধায় গৃহ সংস্কারে অচলাবস্থা দেখা দিতে পারে। বাড়তি বিনিয়োগে ব্যবসায় অগ্রগতির ইঙ্গিত আছে।   প্রেম ঘটিত সমস্যার সম্ভাবনা আছে।  

টোটকা: শোবার ঘরে একটি পিতলের পাত্রে জল দিয়ে  পদ্ম ফুল রাখলে উপকার পাবেন।

মিথুন: (২২মে–২১ জুন) শুভ রং: সাদা, শুভ সংখ্যা: ৯
কর্মস্থলে জটিলতা কাটিয়ে সমীহ আদায় করে নিতে পারেন। অতি ক্রোধ থেকে বিপত্তির আশঙ্কা আছে। ধর্ম চর্চায় আত্মিক প্রশান্তি লাভ করবেন। বাহন ক্রয়ের শুভ যোগ আছে।

টোটকা: বেল পাতায় একটি চন্দনের টিপ দিয়ে কাছে রাখুন।

কর্কট: (২২ জুন–২২ জুলাই) শুভ রং: নীল, শুভ সংখ্যা: ৬
সুন্দর ব্যবহারে ও যুক্তিপূর্ণ আলোচনায় সমস্যার মোকাবেলা সম্ভব হবে। সম্পত্তি ক্রয় নিয়ে গুরুজনের সঙ্গে মতানৈক্য দেখা দেবে। প্রিয়জনের বিয়ের যোগাযোগ হতে পারে। সাংসারিক বিষয় নিয়ে দাম্পত্য যোগে সমস্যা শুরু হবে।

টোটকা:  লবণ, মধু এবং ঘি একটি পাত্রে রেখে বিছানার নীচে সারা রাত রেখে দিন।

সিংহ: (২৩ জুলাই  - ২৩ আগস্ট)  শুভ রং: সবুজ, শুভ সংখ্যা: ১১
কর্মক্ষেত্রে দায়িত্ব বৃদ্ধির সূত্রে প্রভাব-প্রতিপত্তি বাড়বে। ক্রোধ সংযত করতে না-পারলে বিপদের আশঙ্কা বাড়বে। সাধু-সজ্জনের সান্নিধ্যে শান্তি ফিরে পাবেন। প্রেম যোগ ক্ষীণ।
 
টোটকা: জলে কয়েকটি পদ্ম ফুল রেখে বসার ঘরে দক্ষিণ কোনে রেখে দিন।

কন্যা: (২৪ আগস্ট–২৩ সেপ্টেম্বর)  শুভ রং: বেগুনি, শুভ সংখ্যা: ২
কর্ম সূত্রে দূর ভ্রমণের খবর পেতে পারেন। মধুর ভাষণে অন্যের কাছে প্রিয় হয়ে ওঠার সম্ভাবনা আছে। স্বামী-স্ত্রীর মতান্তর দূর হতে পারে। প্রেম যোগ আছে।

টোটকা: শুকনো মরিচ কাপড়ের মধ্যে বেঁধে বাড়ির সদর দরজার বাইরে রাখুন।

তুলা: (২৪ সেপ্টেম্বর  – ২৩ অক্টোবর) শুভ রং: বাদামি, শুভ সংখ্যা: ৭
গঠনমূলক কাজের পরিকল্পনায় সাফল্যের ইঙ্গিত। পারিবারিক অনুষ্ঠানে বিবাদ-বিতর্কে রসভঙ্গ হতে পারে। শিল্পচর্চায় কৃতিত্বের স্বীকৃতি মিলতে পারে। প্রেম যোগ শুভ।

টোটকা: শোবার ঘরে সাদা ফুলের তোড়া রাখুন।

বৃশ্চিক: (২৪ অক্টোবর –২২ নভেম্বর) শুভ রং : নীল,  শুভ সংখ্যা : ৪
পুরনো বিবাদের সন্তোষজনক সমাধান হতে পারে। পারিবারিক দায়িত্ব পালনে বহু ব্যয়ের যোগ আছে। হৃদযন্ত্রের সমস্যা উপেক্ষা করা ঠিক হবে না। প্রেম যোগ ক্ষীণ।

টোটকা: গরীবদের আজকের দিনে খাদ্য দান আপনার পক্ষে শুভ।   

ধনু: (২৩ নভেম্বর–২১ ডিসেম্বর) শুভ রং: সাদা,  শুভ সংখ্যা: ৭
সৃষ্টিশীল কাজের বিশেষ স্বীকৃতি ও অর্থ যোগের সম্ভাবনা আছে। যানবাহন কিংবা গাড়ি ক্রয়-বিক্রয়ের ব্যবসায় বাড়তি লগ্নি না-করাই ভালো। প্রাপ্তিযোগ শুভ। প্রেম যোগ নেই।

টোটকা: কাজের জায়গায় একটি পিতলের পাত্রে জল রাখুন।

মকর: (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি)  শুভ রং: লাল, শুভ সংখ্যা: ১৬
মৌলিক চিন্তা ও সৃষ্টিশীল কাজে সাফল্য পাবেন। সম্পত্তি রক্ষার বিষয়ে সতর্ক থাকা প্রয়োজন। সন্তানের লেখাপড়ায় উন্নতিতে উদ্বেগের অবসান হবে। প্রেম যোগ শুভ।

টোটকা: ঘরে উপাসনার জায়গায় সুগন্ধি ধুপ জ্বালিয়ে রাখুন।

কুম্ভ: (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)  শুভ রং : বেগুনি, শুভ সংখ্যা : ৬
আজকের দিনে আইন ঘটিত ব্যাপারে এড়িয়ে চলা একান্ত কর্তব্য। কর্মস্থলে কুচক্রীদের অপচেষ্টা বানচাল করে অগ্রগতি আসবে। উদর পীড়া সমস্যার জন্ম দেবে। প্রেম যোগ শুভ।

টোটকা: একটি কাঁচা হলুদ লাল কাপড়ে জড়িয়ে নিজের কাছে রাখুন।

মীন: (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ) শুভ রং : সাদা,  শুভ সংখ্যা : ২
সম্পত্তি রক্ষায় বাড়তি সতর্কতা দরকার। কোনো বিশেষ খবরে বিষণ্নতা গ্রাস করতে পারে। শ্লেষ্মা বৃদ্ধি ও কণ্ঠ পীড়ায় কাজকর্মে ব্যাঘাত ঘটতে পারে। প্রেম যোগ ক্ষীণ।

টোটকা: কাজের টেবিলে বা ব্যবসার জায়গায় ত্রিভুজ আকৃতির স্ফটিক এমনভাবে রাখুন যা উপর সূর্যের আলো পড়ে।

বাংলাদেশ সময়: ০০০৫ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।