ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

রাশিফল

মেষের সমস্যা চঞ্চলতা, মীনের সহায় ভাগ্য

জ্যোতিষী রুবাই | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০১৫
মেষের সমস্যা চঞ্চলতা, মীনের সহায় ভাগ্য

আজ কেমন যাবে
তারিখ- ০৯/০২/২০১৪

মেষ: (২১ মার্চ – ২০ এপ্রিল) শুভ রং: নীল, শুভ সংখ্যা: ২১
সন্তানের ব্যবহারের আকস্মিক পরিবর্তন লক্ষ্য করতে পারেন। সন্তানের সমস্যা সমাধান করতে গিয়ে লক্ষ্য রাখতে হবে আপনার নিজের উপর নিয়ন্ত্রণ যেন ঠিক থাকে।

মানসিক চঞ্চলতা প্রেম এবং দাম্পত্যেও সমস্যা ডেকে আনতে পারে।

টোটকা: একটি আয়নায় লাল সিঁদুর এবং তেল দিয়ে একটি টিপ লাগিয়ে তাকে লাল শালু কাপড়ে মুড়ে শোবার ঘরে রাখুন।

বৃষ: (২১ এপ্রিল – ২১ মে) শুভ রং: সবুজ, শুভ সংখ্যা: ৬
আজকের দিনে ঋণ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। কাজে সামান্য খুঁত থাকলেও তা থেকে বড় সমস্যা দেখা দিতে পারে। পরিবারজনিত আবেগ আপনাকে দুর্বল করতে পারে। অর্থযোগ মধ্যম।

টোটকা: একটি মাটির পাত্রে কিছুটা গুড়, একটি পান, কিছুটা তেল এবং কয়েকটি দুর্বাঘাস একসঙ্গে রেখে বাড়ির পশ্চিম কোণে রেখে দিন।

মিথুন: (২২মে– ২১ জুন) শুভ রং: সাদা, শুভ সংখ্যা: ৯
নতুন কোনো কাজের মাধ্যমে বিভিন্ন মানুষের সঙ্গে যোগাযোগ হবে। প্রেমের ক্ষেত্রে সিদ্ধান্তহীনতায় ভুগতে পারেন। আগের করা কাজ পরে আবার সঠিক করতে চাইবেন। ভ্রমণের যোগ আছে।

টোটকা: বাড়ির পশ্চিম দিকে সূর্যমুখী গাছ লাগান।

কর্কট: (২২ জুন– ২২ জুলাই) শুভ রং: নীল, শুভ সংখ্যা: ৬
আপনার পারিপার্শ্বিক ব্যক্তিরা আপনাকে বিভিন্নভাবে সমস্যায় ফেলার চেষ্টা করবে। পছন্দের ক্ষেত্রে কাজ করার সুযোগ পাবেন। শরীরের প্রতি নজর রাখা দরকার। অর্থনৈতিক বিষয় নিয়ে বিব্রতবোধ করবেন। প্রেমযোগ আছে।

টোটকা: শুকনো লঙ্কা, সাদা জিরা এবং পাতি লেবু একটি লাল কাপড়ের মধ্যে বেঁধে বাড়ির সদর দরজার বাইরে রাখুন।

সিংহ: (২৩ জুলাই - ২৩ আগস্ট) শুভ রং: সবুজ, শুভ সংখ্যা: ১১
প্রেমের জন্য দিনটি শুভ। তবে পরিবারে আপনার বিরুদ্ধে বিস্তর অভিযোগ উঠবে। কর্মক্ষেত্রে সময়টা কিছুটা প্রতিকূল ও বাধাযুক্ত, তাই আপনাকেও কিছুটা সতর্ক হয়ে চলতে হবে। উচ্চশিক্ষার জন্য চেষ্টা করলে এগিয়ে যেতে পারবেন।

টোটকা: শুকনো লঙ্কা, সাদা জিরা এবং পাতি লেবু একটি লাল কাপড়ের মধ্যে বেঁধে বাড়ির সদর দরজার বাইরে রাখুন।

কন্যা: (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর) শুভ রং: বেগুনি, শুভ সংখ্যা: ২
আর্থিক সাফল্য আসতে থাকবে। গ্রহের শুভ যোগের ফলে আপনি কর্মক্ষেত্র বা ব্যবসায়ে উন্নতি লাভ করবেন। সঠিক পরিকল্পনা করে চললে আরও কাজ সম্পন্ন করতে পারবেন। প্রেমযোগ আছে।

টোটকা: বেল পাতায় একটি চন্দনের টিপ দিয়ে কাছে রাখুন।

তুলা: (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর) শুভ রং: বাদামি, শুভ সংখ্যা: ৭
প্রেম এবং দাম্পত্য জীবনে কিছু ইতিবাচক পরিবর্তন আসতে পারে। ভবিষ্যতের কথা ভেবে অর্থনৈতিক সঞ্চয়ের দিকে গুরুত্ব দিতে হবে। কর্মক্ষেত্র শুভ। প্রেমের এবং ভ্রমণের যোগ আছে।

টোটকা: জলে নিম পাতা ও কালোজিরা রেখে বসার ঘরে দক্ষিণ কোণে রেখে দিন।

বৃশ্চিক: (২৪ অক্টোবর – ২২ নভেম্বর) শুভ রং: নীল, শুভ সংখ্যা: ৪
কাজে উৎসাহ ফিরে পাবেন। দাম্পত্য জীবন থাকবে আনন্দময়। কর্মক্ষেত্রে কেউ উপহার দিতে চাইলে সেক্ষেত্রে সতর্ক থাকুন। কোনো সিদ্ধান্ত পরিবার এবং স্ত্রীকে না জানিয়ে নিলে আর্থিক লাভ হবে না। সতর্ক হয়ে কথাবার্তা বলুন।

টোটকা: একটি পাত্রে জলে কলাই, ধান, তিল, ভিজিয়ে রান্না ঘরে রাখুন।

ধনু: (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর) শুভ রং: সাদা, শুভ সংখ্যা: ৭
কাজে বাধা আসলেও দিনের শেষ অর্ধে আপনি অফল হবেন। কাজের পরিবেশে আপনার প্রাধান্য থাকবে। প্রাচুর্য না থাকলেও শান্তি বজায় থাকবে। কর্ম জগতে জনপ্রিয় হবেন। প্রেমযোগ আছে।

টোটকা: শোবার ঘরে সাদা ও নীল ফুলের তোড়া রাখুন।

মকর: (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি) শুভ রং: লাল, শুভ সংখ্যা: ১৬
ধর্মে আপনার আগ্রহ বাড়বে। খুব জনবহুল জায়গা এড়িয়ে চলুন। অফিসে বা বাড়িতে বসে যতটা সম্ভব কাজ নিজের নিয়ন্ত্রণে রাখুন। শারীরিক কারণে অর্থ ব্যয় হবে। প্রেমযোগ ক্ষীণ।

টোটকা: গরিবদের আজকের দিনে খাদ্য দান আপনার জন্য শুভ।

কুম্ভ: (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি) শুভ রং: বেগুনি, শুভ সংখ্যা: ৩
আপনার ক্ষেত্রে কিছু ভুলে যাওয়া আজকের দিনে সমস্যা বাড়াতে পারে। লাভের সম্ভাবনা আছে। তবে অতিরিক্ত ঝুঁকি নেবেন না। ঘরের বাইরে সমস্যা থাকলেও পরিবার এবং দাম্পত্য জীবনে শান্তি বজায় থাকবে।

টোটকা: বাম অথবা ডান হাতের কব্জিতে একটি কালো সুতা বেঁধে রাখুন।

মীন: (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ) শুভ রং: সাদা, শুভ সংখ্যা: ২
ভাগ্য আপনাকে সাহায্য  করবে। কিন্তু চেষ্টার অভাবে কাজে সফল হতে বাধাপ্রাপ্ত হবেন। বিদেশ ভ্রমণ হতে পারে। শত্রুপক্ষ ক্রমশ দুর্বল হয়ে আসবে। সুযোগের সঠিক ব্যবহার করতে পারবেন।

টোটকা: কোনো জলাশয়ের পাড়ে কিছুটা চাল এবং একটি কলা পাঁচ ভাগে ভাগ করে মাটির পাত্রে রেখে আসুন।

বাংলাদেশ সময়: ০০০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।