ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

রাশিফল

প্রেমে অশান্তি কুম্ভের, সিংহ সফল

জ্যোতিষী রুবাই | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৫
প্রেমে অশান্তি কুম্ভের, সিংহ সফল

আজ কেমন যাবে
তারিখ- ২১/০২/২০১৫

মেষ: (২১ মার্চ – ২০ এপ্রিল)  শুভ রং : সবুজ, শুভ সংখ্যা : ১৯
ব্যবসায় অংশীদারের ব্যবহারে পরিবারেও জটিলতা বাড়বে। জীবাণু সংক্রমণ থেকে জ্বরজ্বালা ও পেটের রোগে ভোগান্তি হতে পারে।

প্রেমের ক্ষেত্রে পদে পদে বাধা থাকবে বলে রাশিচক্রে দেখা যাচ্ছে।

টোটকা: কাজের জায়গায় একটি গোলাকৃতির স্ফটিক রাখুন।

বৃষ: (২১ এপ্রিল – ২১ মে) শুভ রং : নীল, শুভ সংখ্যা : ৪
আপনার কঠোর পদক্ষেপে সাময়িক বাধা এলেও আপনি সফল হবেন। রাশিচক্রের কিছু সমস্যার ফলে আর্থিক ব্যবসা নিয়ে আলোচনা ভেস্তে যাওয়ার আশঙ্কা আছে। প্রেমের ক্ষেত্রে পা বাড়ানোর আগে ভালো করে সব দিক চিন্তা করে নিন।

টোটকা: কাক-পক্ষীকে দানা শস্য দান করুন।

মিথুন: (২২মে – ২১ জুন) শুভ রং : লাল, শুভ সংখ্যা : ৭
পরিবারে সবার সহায়তায় ব্যবসায় সমস্যার মোকাবিলা করে সফল হবেন। বাহন ক্রয়ের পরিকল্পনা স্থগিত রাখাই ভালো। দাম্পত্য সমস্যার যোগ আছে। প্রেমযোগ বাধাযুক্ত।

টোটকা: কুকুর, গবাদি পশুদের খাদ্য দান করুন।

কর্কট: (২২ জুন – ২২ জুলাই) শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ২
কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য হতে পারে। ব্যবসায়িক কাজে কৃতিত্বের বিশেষ স্বীকৃতির সম্ভাবনা আছে। খাদ্যনালী জনিত সমস্যা দেখা দিতে পারে। গ্রহের অশুভ প্রভাবে ব্যবসায় সমস্যা আসতে পারে। প্রেমযোগ শুভ।

টোটকা: বাড়িতে একটি ত্রিকোণাকৃতির স্ফটিক রাখুন।

সিংহ: (২৩ জুলাই - ২৩ আগস্ট)  শুভ রং : হলুদ, শুভ সংখ্যা : ৮
গ্রহের অবস্থান শুভ প্রভাবে কর্মে উন্নতির সুযোগ আসবে। তবে ব্যবসা ঘিরে কিছু বিরোধ দেখা দিতে পারে। প্রেমযোগ থাকলেও পারিপার্শ্বিক কারণে তা সফল হতে বাধা পাবে।
 


কন্যা: (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর) শুভ রং : বাদামি,  শুভ সংখ্যা : ৪
ঝুঁকি নেওয়ার ফলাফল ভালো হওয়ারই সম্ভাবনা। প্রিয়জনের বিয়ে নিয়ে সফল আলোচনার সম্ভাবনা আছে। যানবাহন ক্রয়ের শুভ যোগ দেখা যাচ্ছে। তবে আর্থিক ক্ষতির থেকে বাঁচতে যথেষ্ট সতর্ক হতে হবে। প্রেমযোগ শুভ।

টোটকা: গোলাপজল মিশ্রিত জলে গোসল করুন।

তুলা: (২৪ সেপ্টেম্বর  – ২৩ অক্টোবর) শুভ রং হলুদ, শুভ সংখ্যা : ৯
আত্মীয়ের সঙ্গে ঝামেলায় জড়িয়ে হয়রানির আশঙ্কা আছে। আত্মীয়কে কেন্দ্র করে দাম্পত্য জীবনে অশান্তির মেঘ ঘনিয়ে আসতে পারে। সঞ্চয়ের সম্ভাবনা খুবই কম। প্রেম বাধাযুক্ত।

টোটকা: কুকুরকে উচ্ছিষ্ট নয় এমন খাবার দিন।
 
বৃশ্চিক: (২৪ অক্টোবর – ২২ নভেম্বর) শুভ রং : লাল,  শুভ সংখ্যা : ৬
অসাবধানতায় কোনো আঘাতের আশঙ্কা আছে। সম্পত্তি নিয়ে মামলা-মকদ্দমা এড়িয়ে চলাই ভালো। সম্পত্তি নিয়ে সমস্যা আলোচনার মাধ্যমে সমাধান করুন। প্রেম নিয়ে জটিলতা বাড়বে।

টোটকা: দারুচিনি ও মধু সকালে গ্রহণ করুন।
 
ধনু: (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর) শুভ রং : নীল, শুভ সংখ্যা : ৯
ব্যবসার পক্ষে শুভ দিন। জ্ঞাতিদের শত্রুতায় পারিবারিক সমস্যা বাড়বে। খাদ্যনালীর দুর্বলতায় দুর্ভোগ দেখা দিতে পারে। ব্যবসার ক্ষেত্রে রাশিচক্রে কিছু বাঁধা দেখা যাচ্ছে। প্রেমযোগ শুভ।

টোটকা: একটি পাত্রে জলে যব ও চাল ভিজিয়ে রাখুন।

মকর: (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি) শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ১২
আর্থিক প্রয়োজনে বন্ধুর সাহায্য পেতে পারেন। দীর্ঘদিনের বন্ধুর প্রতারণায় বিশ্বাসভঙ্গের সম্ভাবনা আছে। তৃতীয়জনকে ঘিরে প্রেম-প্রণয়ে জট পাকতে পারে। দম্পতিদের জীবনও থাকবে কিছুটা সমস্যা সঙ্কুল।

টোটকা:  জলে কয়েকটি পদ্মফুল রেখে বসার ঘরে দক্ষিণ কোণে রেখে দিন।

কুম্ভ: (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি) শুভ রং : সবুজ, শুভ সংখ্যা : ৮
কর্মক্ষেত্রে গোলযোগ মিটে যাবে। তবে জ্ঞাতিদের বিরোধে পরিবারে অশান্তি বাড়বে। ভ্রমণের পরিকল্পনা ভেস্তে যেতে পারে। প্রেম নিয়ে পারিবারিক অশান্তির যোগ আছে।

টোটকা: শোবার ঘরে সাদা ফুলের তোড়া রাখুন।

মীন: (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ) শুভ রং : নীল,  শুভ সংখ্যা : ৪
স্বামী-স্ত্রীর যৌথ প্রচেষ্টায় পারিবারিক বৈষয়িক শ্রীবৃদ্ধির সম্ভাবনা দেখা যাচ্ছে। কর্মক্ষেত্রে অশান্তির অবসান হবে। সন্তানের শারীরিক কিছু সমস্যা দেখা দিতে পারে। দাম্পত্য কলহের যোগ আছে।
 
টোটকা: ঈশ্বরের উদ্দেশ্যে সুগন্ধি ধূপ নিবেদন করুন।

বাংলাদেশ সময়: ০০০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।