ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

রাশিফল

যোগাযোগ বাড়বে সিংহের, মেষের সন্দেহে জটিলতা

জ্যোতিষী রুবাই | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫৩ ঘণ্টা, মার্চ ২২, ২০১৫
যোগাযোগ বাড়বে সিংহের, মেষের সন্দেহে জটিলতা

আজ কেমন যাবে
তারিখ- ২২/০৩/২০১৫

মেষ: (২১ মার্চ – ২০ এপ্রিল)  শুভ রং : লাল, শুভ সংখ্যা : ৬
দাম্পত্য সম্পর্কে তৃতীয় কোনো ব্যক্তি ডেকে আনতে পারে নতুন সমস্যা। সন্দেহ নিয়ে সম্পর্কে জটিলতা বাড়াবে।

জাতিকাদের নিকটাত্মীয় বা বন্ধুর দিক থেকে বিশ্বাস হারানোর যোগ আছে। প্রেমের ক্ষেত্রে ঘটতে পারে কোনো শুভ ঘটনা।

টোটকা: কাজের জায়গায় আপনার চেয়ারের পিছনে লাল কাপড়ে মুড়ে একটি আয়না রাখুন। আয়না যেন মাথার উচ্চতার উপর অথবা কোমরের নীচে না থাকে।

বৃষ: (২১ এপ্রিল – ২১ মে) শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ৯
আজ প্রেম নিয়ে জটিলতা বাড়বে। উত্তেজনার বশে সিদ্ধান্ত প্রেমের জন্য ক্ষতিকর। নতুন মানুষের সঙ্গে বন্ধুত্ব হতে পারে। জাতিকারা বিতর্ক থেকে দূরে থাকুন। স্বামী-স্ত্রীর মধ্যে মনোমালিন্যের সম্ভাবনা আছে। প্রেমযোগ নেই।

টোটকা: কুকুর, গবাদি পশুদের খাদ্য দান করুন।

মিথুন: (২২মে – ২১ জুন) শুভ রং : সবুজ শুভ সংখ্যা : ৮
নিজের স্বাস্থ্য নিয়ে কিছুটা চিন্তিত থাকবেন। দিনের মধ্যভাগে আর্থিক ক্ষতির মুখোমুখি হতে পারেন। আর্থিক ব্যাপারে সতর্ক থাকুন। জাতিকাদের কর্মক্ষেত্রে অর্থনৈতিক লাভের সম্ভাবনা আছে। নিজের যোগ্যতার প্রতি ভরসা রাখলে সফলতা পাবেন। প্রেমযোগ আছে।

টোটকা: কাক-পক্ষীকে দানা শস্য দান করুন। কাজের জায়গায় একটি ত্রিকোণাকৃতির স্ফটিক রাখুন।

কর্কট: (২২ জুন – ২২ জুলাই) শুভ রং : হলুদ, শুভ সংখ্যা : ৭
সন্তানের কিছু কিছু কাজকর্ম নিয়ে চিন্তার উৎপত্তি হবে। নতুন পরিচিত মানুষের দ্বারা আর্থিক লাভ হতে পারে। নিকট বন্ধু বা আত্মীয়ের চক্রান্তের শিকার হতে পারেন। জাতিকাদের ক্ষেত্রে সঠিক পদক্ষেপটি সাফল্য নিয়ে আসবে।

টোটকা: আজকের দিনে ধর্মস্থানে দান আপনার পক্ষে শুভ ।  

সিংহ: (২৩ জুলাই  - ২৩ আগস্ট)  শুভ রং : বাদামী, শুভ সংখ্যা : ১২
আইনি জটিলতায় দিনের প্রথম ভাগে ব্যস্ত হয়ে পড়তে পারেন। কোনো প্রভাবশালী ব্যক্তির মাধ্যমে সমস্যা থেকে মুক্তি পাবেন। যোগাযোগ বাড়বে। জাতিকাদের ভ্রমণের পরিকল্পনায় বাধা আসতে পারে। সন্তানের শরীর নিয়ে চিন্তা বাড়বে।

টোটকা: গোলাপজল মিশ্রিত জলে গোসল করুন।

কন্যা: (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর) শুভ রং : নীল, শুভ সংখ্যা : ৯
পরিবারে ও পরিবারের বাইরে আপনার মতামতের গুরুত্ব বাড়বে। নতুন সম্পর্ক তৈরির ক্ষেত্রে সর্তক থাকুন। প্রেমযোগ বাধাযুক্ত। আজকের দিনটি নতুন ব্যবসা শুরুর জন্য অনুকূল। জাতিকাদের পরিবারে গুরুদায়িত্ব নিতে হতে পারে।

টোটকা: সাদা পোশাক পরুন।

তুলা: (২৪ সেপ্টেম্বর  – ২৩ অক্টোবর) শুভ রং সাদা, শুভ সংখ্যা : ২১
কর্মক্ষেত্র পরিবর্তনের চেষ্টায় নতুন যোগাযোগ হতে পারে। পড়ুয়াদের সফলতা পাওয়ার আশা। জাতিকারা শুভ কাজে দেরি করবেন না। জাতিকাদের মাধ্যমে পরিবারে আনন্দ উৎসবের সূচনা হতে পারে। প্রেমযোগ আছে।

টোটকা: কুকুরকে উচ্ছিষ্ট নয় এমন খাবার দিন।

বৃশ্চিক: (২৪ অক্টোবর – ২২ নভেম্বর) শুভ রং : নীল, শুভ সংখ্যা : ১৮
কারো কারচুপি ধরে ফেলে পুরস্কৃত হতে পারেন। ব্যবসায় অর্থনৈতিক লাভের সম্ভাবনা আছে। ত্বকের সমস্যা কষ্ট দিতে পারে। জাতিকারা নিকটাত্মীয়ের চক্রান্তের শিকার হতে পারেন। অংশীদারি ব্যাবসায় নেওয়ার ক্ষেত্রে চোখ কান খোলা রাখুন।

টোটকা: দিনে একবার অন্তত যে কোনো ধাতু দান করুন।

ধনু: (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর) শুভ রং : হলুদ, শুভ সংখ্যা : ৩
কার্যকরী যোগাযোগ ব্যবসার সহায়ক হতে পারে। স্ত্রীর স্বাস্থ্য নিয়ে কিছুটা চিন্তিত থাকবেন। পরস্পরের সঙ্গে সময় কাটালে প্রেমের ক্ষেত্রে সমস্যার সমাধান বেরিয়ে আসবে। পৈত্রিক সম্পত্তির বিষয়ে জাতিকারা বিশেষ সতর্ক হোন।

টোটকা: পানিতে কয়েকটি পদ্মফুল রেখে বসার ঘরে দক্ষিণ কোণে রেখে দিন।

মকর: (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি)  শুভ রং : লাল, শুভ সংখ্যা : ৫
সম্পত্তি ও অনৈতিক বিষয়কে কেন্দ্র করে পারিবারিক সমস্যা জটিল আকার ধারণ করতে পারে। রক্তপাতের সম্ভাবনা আছে। জাতিকাদের সন্তানের ভবিষ্যৎ নিয়ে চিন্তা সামান্য হলেও কমবে। কর্মক্ষেত্রে উন্নতি হতে পারে। প্রেমযোগ নেই।

টোটকা: কুকুর, গবাদি পশুদের খাদ্য দান করুন।

কুম্ভ: (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি) শুভ রং : বেগুনি, শুভ সংখ্যা : ৬
বন্ধুর মাধ্যমে নতুন যোগাযোগ তৈরি হবে। নতুন পরিকল্পনার ফলাফল কিছুটা অস্বস্তিকর হতে পারে। জাতিকারা নিকটাত্মীয়ের দ্বারা সমালোচনার শিকার হতে পারেন। জাতিকাদের মন আজকের দিনে থাকবে কিছুটা অবসাদগ্রস্ত।

টোটকা: কাক-পক্ষীকে দানা শস্য দান করুন।

মীন: (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ) শুভ রং : বাদামি, শুভ সংখ্যা : ১১
অন্যকে উপকারের চেষ্টা কর্মক্ষেত্রে কেউ কেউ ভালোভাবে নেবে না। কর্মক্ষেত্র ও পারিবারিক ক্ষেত্রে গুপ্ত চক্রান্ত যোগ স্পষ্ট। জাতিকারা গুরুজনের স্বাস্থ্য নিয়ে কিছুটা চিন্তিত থাকবেন। পারিবারিক মনোমালিন্য মিটে যাবে। প্রেমযোগ শুভ।

টোটকা: ধর্মগ্রন্থ পাঠ করুন।

বাংলাদেশ সময়: ০০৫২ ঘণ্টা, মার্চ ২২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।