ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

রাশিফল

গুপ্তশত্রুতা থেকে সাবধান বৃশ্চিক, নাভিশঙ্খ রাখুন মিথুন

জ্যোতিষী রুবাই | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০০ ঘণ্টা, এপ্রিল ৭, ২০১৫
গুপ্তশত্রুতা থেকে সাবধান বৃশ্চিক, নাভিশঙ্খ রাখুন মিথুন

আজ কেমন যাবে
তারিখ- ০৭/০৪/২০১৫

মেষ: (২১ মার্চ – ২০ এপ্রিল) শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ৩
রাশিচক্রের শুভ প্রভাবে ব্যবসার বাধা কেটে যাওয়ার সম্ভাবনা। প্রেম-প্রণয়ে হঠকারিতার মাশুল গুনতে হতে পারে।

শুভানুধ্যায়ীর হস্তক্ষেপে স্বজন বিরোধের মীমাংসা ও ব্যবসার সাফল্যে জীবনের অন্য সমস্যার চাপ কিছুটা কমতে পারে।

টোটকা: সম্ভব হলে একটি তামার বালা হাতে পরুন।

বৃষ: (২১ এপ্রিল – ২১ মে) শুভ রং : লাল, শুভ সংখ্যা : ৫
পেশা পরিবর্তনের ঝুঁকি নিয়ে সাফল্যের সম্ভাবনা দেখা যাচ্ছে। গুরুজনের সঙ্গে সম্পত্তি-বিবাদে মনোকষ্ট বাড়বে। উপকার করে প্রতিদান পাওয়ার সময় আশাহত হবেন। প্রেমযোগ ক্ষীণ।

টোটকা: গোসল করার পর একটি নারকেল বাড়ির সদর দরজার ঠিক বাইরে মাটির উপর আঘাত করে ভেঙে ফেলুন।

মিথুন: (২২মে – ২১ জুন) শুভ রং : নীল, শুভ সংখ্যা : ৯
অন্যের জন্য চিন্তায় নিজেরই মানসিক শান্তি ব্যাহত হবে। ব্যবসা সূত্রে বাড়বে। সংক্রমণ ও স্পন্ডিলাইটিসের সমস্যায় দুর্ভোগ বাড়তে পারে। প্রেমযোগ মধ্যম।

টোটকা: একটি নাভিশঙ্খ নিজের কাছে রাখুন।

কর্কট: (২২ জুন – ২২ জুলাই) শুভ রং : হলুদ, শুভ সংখ্যা : ১২
কর্মক্ষেত্রে কুচক্রীদের বিরূপতা সত্ত্বেও উন্নতির শুভ ইঙ্গিত দেখা যাচ্ছে। বাড়ি সংস্কারের পরিকল্পনায় ব্যাঘাত ঘটতে পারে। একাধিক পথে উপার্জন করতে গিয়ে জটিলতা বাড়বে। প্রেমযোগ রয়েছে তবে তা প্রকাশ পেতে বাধাপ্রাপ্ত হচ্ছে।

টোটকা: একটি রুপোর কয়েন নিজের সঙ্গে রাখুন।

সিংহ: (২৩ জুলাই - ২৩ আগস্ট)  শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ৬
ব্যবসায় মন্দা চললেও বাড়তি লগ্নি করার পরিকল্পনায় রাশ টানা দরকার। সাংস্কৃতিক কাজকর্মের বিশেষ স্বীকৃতি লাভ করবেন। অসঙ্গত কোনো সম্পর্কের জেরে পরিবারে অশান্তি দেখা দিতে পারে। প্রেমযোগ শুভ।

টোটকা: একটি পাত্রে  যব, গম, চাল, কালো জিরা, কাঁচা মরিচ ভিজিয়ে বিছানার তলায় সারা রাত রাখুন।

কন্যা: (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর) শুভ রং : বেগুনি, শুভ সংখ্যা : ৫
জ্ঞাতি-পড়শির কলকাঠিতে সন্দেহের মেঘ দাম্পত্য সম্পর্কে অস্থিরতা বাড়াবে। প্রভাবশালী ব্যক্তির সহায়তায় কর্মক্ষেত্রে সঙ্কট মুক্তির যোগ আছে। নিম্নাঙ্গের পীড়ায় কষ্ট পেতে পারেন। প্রেম নিয়ে নানা সংশয় হাজির হবে।

টোটকা: শয়নকক্ষের দক্ষিণে গোটা দিন একটি মাটির প্রদীপ জ্বালিয়ে রাখুন।

তুলা: (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর) শুভ রং : বেগুনি, শুভ সংখ্যা : ৯
দেরিতে হলেও শ্রম ও দক্ষতার স্বীকৃতি মেলার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। অতিরিক্ত ক্রোধ বিপদ ডেকে আনতে পারে। শিল্পচর্চায় অগ্রগতির যোগ রয়েছে। নেতিবাচক চিন্তা মনে জায়গা দেবেন না। প্রেমযোগ শুভ।

টোটকা: শোবার ঘরে সাদা ফুলের তোড়া রাখুন।

বৃশ্চিক: (২৪ অক্টোবর – ২২ নভেম্বর) শুভ রং : হলুদ, শুভ সংখ্যা : ৬
বিকল্প উপার্জনের সংস্থান হওয়ায় আপাতত স্বস্তি লাভ করবেন। গুপ্ত শত্রুতা থেকে সাবধান থাকতে হবে। প্রিয়জনের চিকিৎসা-বিভ্রাটে হয়রানি হতে পারে। অযথা বহুব্যয় ও কাজকর্মে ব্যাঘাত ঘটতে পারে। প্রেমযোগ দুর্বল।

টোটকা: বাম অথবা ডান হাতের কব্জিতে একটি কালো সুতা বেঁধে রাখুন।

ধনু: (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর) শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ১৯
পারিবারিক গোলমালে অর্থনৈতিক অগ্রগতি ব্যাহত হতে পারে। বন্ধুর সাহায্যে প্রেম-প্রণয়ের সমস্যা মুক্তির সম্ভাবনা। শর্করা বৃদ্ধি থেকে নানান শারীরিক সমস্যা দেখা দিতে পারে। অর্থযোগ বাধাযুক্ত।

টোটকা: লোহা, দস্তা ও তামা- তিনটি ধাতুর ছোট টুকরো নিজের পকেটে রাখুন।

মকর: (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি) শুভ রং : সবুজ, শুভ সংখ্যা : ২
মাত্রাছাড়া ক্রোধ ও উত্তেজনায় সাংসারিক বিপত্তি ঘটতে পারে। সন্দেহবাতিকতা থেকে দাম্পত্যে অশান্তির যোগ রয়েছে। ব্যবসা ক্ষেত্রটি বাধাযুক্ত। আলসার বা টিউমারের সমস্যা নিয়ে কষ্ট পেতে পারেন। প্রেমযোগ ক্ষীণ।
 
টোটকা: একটি কাঁচা কলাকে তেল ও সিঁদুর মাখিয়ে সমানভাবে দুই টুকরো করে বাড়ির পিছনের অংশে মাটির পাত্রে রেখে দিন।

কুম্ভ: (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি) শুভ রং : বাদামি, শুভ সংখ্যা : ১০
অন্যকে সাহায্য করতে গিয়ে বিপত্তির আশঙ্কা। স্বাস্থ্যহানি কাজকর্মেও প্রভাব ফেলতে পারে। স্ব-নিযুক্তি প্রকল্পে উপার্জন বাড়ানোর খোঁজ পাবেন। পারিবারিক সমস্যার যোগ আছে। প্রেমযোগ নেই।

টোটকা: তিনটি খেজুর, সামান্য ঘি ও কিছুটা চাল বাড়ির দক্ষিণ-পূর্ব কোণে স্থাপন করুন।

মীন: (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ) শুভ রং : আকাশি, শুভ সংখ্যা : ১১
অতিরিক্ত আত্মবিশ্বাস থেকে নেওয়া সিদ্ধান্ত বিড়ম্বনা ডেকে আনতে পারে। কর্মীদের কারচুপিতে ব্যবসায় লোকসান হতে পারে। পিত্তের সমস্যা ও সংক্রমণে জ্বর ইত্যাদি শারীরিক সমস্যা দেখা দিতে পারে। দাম্পত্য খুব একটা শুভ নয়।

টোটকা: একটি কলা গাছের কাণ্ড অর্থাৎ ‘থোড়’, দু’টি টুকরো করে একটি মটির পাত্রে বাড়ির দক্ষিণে সারাদিন রেখে দিন।

বাংলাদেশ সময়: ০০০১ ঘণ্টা, এপ্রিল ০৭, ২০১৫
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।