ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

রাশিফল

কুম্ভের ভুল বোঝাবুঝির সম্ভাবনা, কর্কটের ক্ষতির আশঙ্কা

জ্যোতিষী রুবাই | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০৫ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৫
কুম্ভের ভুল বোঝাবুঝির সম্ভাবনা, কর্কটের ক্ষতির আশঙ্কা

আজ কেমন যাবে
তারিখ- ১২/০৪/২০১৫

মেষ: (২১ মার্চ – ২০ এপ্রিল)  শুভ রং : লাল, শুভ সংখ্যা : ২
বন্ধুর দেখানো পথে মুক্তির সম্ভাবনা। সম্পত্তি সংস্কারে পড়শির বাগড়া আপনাকে বিচলিত করতে পারে।

অপ্রিয় বাক্যে অন্যকে আঘাত করতে গিয়ে বিড়ম্বনার আশঙ্কা। প্রেমযোগ ক্ষীণ।

টোটকা: কাজের টেবিলে একটি ত্রিভুজ আকৃতির স্ফটিক রাখুন।


বৃষ:
(২১ এপ্রিল – ২১ মে) শুভ রং : সবুজ, শুভ সংখ্যা : ৬

কর্মস্থলে ভাগ্য আপনাকে সাহায্য করবে। ছোট দুর্ঘটনায় আঘাত লাগতে পারে। কণ্ঠশিল্পে কৃতিত্বের বিশেষ স্বীকৃতির সম্ভাবনা। প্রেমযোগ নেই।

টোটকা: শোবার ঘরে একটি পিতলের পাত্রে জল দিয়ে সাদা ফুল রাখলে উপকার পাবেন।

মিথুন: (২২মে – ২১ জুন) শুভ রং : লাল, শুভ সংখ্যা : ১৯
বিদেশে কর্ম বা জীবিকার সংস্থান হতে পারে। শুভ অনুষ্ঠানে শুভ যোগাযোগ হতে পারে। সম্পত্তির সুরক্ষায় আইনি পরামর্শ নিতে হতে পারে। প্রেমযোগ শুভ।

টোটকা: বেলপাতায় একটি চন্দনের টিপ দিয়ে কাছে রাখুন।

কর্কট: (২২ জুন – ২২ জুলাই) শুভ রং : সবুজ, শুভ সংখ্যা : ১৬
দাম্পত্য জীবনে শান্তি থাকলে দুরূহ কাজেও সহজে সাফল্য লাভ করবেন। অসাবধানতায় মূল্যবান দ্রব্যাদির ক্ষতির আশঙ্কা। সম্পত্তি-মামলায় শুভ ফলের আশা আছে। প্রেমযোগ শুভ।

টোটকা: দারুচিনি, মধু ও ঘি একটি পাত্রে রেখে বিছানার নীচে সারা রাত রেখে দিন।

সিংহ: (২৩ জুলাই - ২৩ আগস্ট)  শুভ রং : নীল, শুভ সংখ্যা :১
বাঁধা এড়িয়ে ও কৌশলের মাধ্যমে কার্যোদ্ধার করতে পারবেন। কাজের সূত্রে দূর সফরের যোগ রয়েছে। উচ্চতর বিদ্যার্জন ও গবেষণায় বাধা আসতে পারে। প্রেমযোগ শুভ।

টোটকা: জলে কয়েকটি পদ্মফুল রেখে বসার ঘরের দক্ষিণ কোণে রেখে দিন।

কন্যা: (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর)  শুভ রং : বেগুনি, শুভ সংখ্যা : ২০
বাঁকা পথে কাজ করতে গিয়ে বিপদের আশঙ্কা। সম্পত্তি নিয়ে মা-বাবার সঙ্গে মতবিরোধ এড়িয়ে চলুন। জলপথে ভ্রমণ এড়ানোই ভালো। প্রেমযোগ ক্ষীণ।

টোটকা: শুকনো লঙ্কা, সাদা জিরা ও পাতি লেবু একটি লাল কাপড়ের মধ্যে বেঁধে বাড়ির সদর দরজার বাইরে রাখুন।

তুলা: (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর) শুভ রং : লাল,  শুভ সংখ্যা : ১৭
আবেগ থেকে ভুল লোককে বিশ্বাস ও বিশ্বাস থেকে ক্ষতির আশঙ্কা প্রবলভাবে দেখা যাচ্ছে। অংশীদারের চক্রান্তে ব্যবসায় হঠাৎ লোকসান হতে পারে। রক্তচাপজনিত দুর্বলতায় ভোগান্তি দেখা দেবে। প্রেমযোগ শুভ।

টোটকা: শোবার ঘরে সাদা ফুলের তোড়া রাখুন।

বৃশ্চিক: (২৪ অক্টোবর – ২২ নভেম্বর) শুভ রং : সাদা,  শুভ সংখ্যা : ১৪
কর্মক্ষেত্রে আকস্মিক আসা কোনো নির্দেশ নিয়ে দুশ্চিন্তা বাড়াবে। কোনো নারীকে ঘিরে দাম্পত্য সম্পর্কে সমস্যার যোগ আছে। মনোরঞ্জনের অস্ত্রে উদ্দেশ্য সফল না-ও হতে পারে। প্রেমযোগ শুভ।
 
টোটকা: গরিবদের আজকের দিনে খাদ্য দান আপনার পক্ষে শুভ।   

ধনু: (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর) শুভ রং : হলুদ,  শুভ সংখ্যা : ১৭
ধৈর্য ও মনোবল বজায় রেখে শত্রুর মোকাবিলা করতে পারবেন। আপনার পরিবার আপনাকে প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই চালানোর শক্তি জোগাবে। প্রেমযোগ শুভ।
 
টোটকা: কাজের জায়গায় একটি ত্রিকোণ স্ফটিক রাখুন।

মকর: (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি)  শুভ রং : লাল, শুভ সংখ্যা : ১৬
অপ্রিয় সত্য কথায় কাজের ক্ষেত্রে মনোমালিন্য বাড়বে। প্রিয়জনের সাফল্যে আপনি আনন্দিত ও গর্বিত হবেন। জলপথ এড়ানোই ভালো। দাম্পত্যযোগ কিঞ্চিৎ সমস্যাযুক্ত। তবে প্রেমযোগ শুভ।

টোটকা: ঘরে উপাসনার জায়গায় সুগন্ধি ধূপ জ্বালিয়ে রাখুন।

কুম্ভ: (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি) শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ১৬
সন্তানের বিদেশ যাত্রা নিয়ে পরিবারের সঙ্গে মতবিরোধ হতে পারে। দোকান বা ব্যবসাস্থলে চুরি-ডাকাতিতে ক্ষতির আশঙ্কা। স্বজন-বান্ধবের সঙ্গে ভুল বোঝাবুঝি হতে পারে। প্রেমযোগ নেই।

টোটকা: একটি কাঁচা হলুদ লাল কাপড়ে জড়িয়ে নিজের কাছে রাখুন।

মীন: (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ) শুভ রং : লাল,  শুভ সংখ্যা : ১২
সমস্যা মিটিয়ে পাওনা অর্থ উদ্ধারের উপায় হতে পারে। কর্মে পরিবর্তন ও স্থানান্তরে প্রতিষ্ঠার আশা উজ্জ্বল হবে। তৃতীয় কাউকে ঘিরে প্রেম-প্রণয়ে সমস্যা বাড়বে। ভ্রমণের যোগ আছে।

টোটকা: কাজের টেবিলে বা ব্যবসার জায়গায় ত্রিভুজ আকৃতির স্ফটিক এমনভাবে রাখুন যার উপর সূর্যের আলো পড়ে।

বাংলাদেশ সময়: ০০০১ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৫
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।