ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

রাশিফল

কর্মক্ষেত্রে সম্মান বৃদ্ধি মেষের, সফলতা লাভের সম্ভাবনা কর্কটের

জ্যোতিষী রুবাই | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০৫ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১৫
কর্মক্ষেত্রে সম্মান বৃদ্ধি  মেষের, সফলতা লাভের সম্ভাবনা কর্কটের

আজ কেমন যাবে
তারিখ- ২২/০৪/২০১৫

মেষ: (২১ মার্চ – ২০ এপ্রিল)  শুভ রং : সবুজ, শুভ সংখ্যা : ২
কর্মক্ষেত্রে আপনার সম্মান বৃদ্ধি পাবে। বন্ধুর দেওয়া বুদ্ধি মানলে ব্যবসায়ে সফল হবেন।

আজকের দিনে জলপথে ভ্রমণ এড়ানোই ভাল। প্রেম যোগ ক্ষীণ।
 
টোটকা: কিছুটা ঘি, কিছুটা কালো জিরা এবং একটি লাল কাঁচা মরিচ মাটির পাত্রে রেখে ঘরের বাইরে উত্তর কোনে সূর্য ডোবার আগে পর্যন্ত রেখে দিন।

বৃষ: (২১ এপ্রিল – ২১ মে) শুভ রং : নীল, শুভ সংখ্যা : ৪
অসতর্কতার ফলে ভুল বার্তা যেতে পারে। এবং এর ফলে সমস্যা বৃদ্ধি হতে পারে। প্রিয়জনের চিকিৎসা-বিভ্রাটে হয়রানির সম্ভাবনা আছে। সজ্জন-সান্নিধ্যে শান্তির হদিস মিলতে পারে। প্রেম যোগ শুভ।

টোটকা: একটুকরো গুড় সকালে উঠে দাঁত দিয়ে কেটে সেটিকে কোন পুকুরের জলে ফেলে দিন।

মিথুন: (২২মে – ২১ জুন) শুভ রং : লাল, শুভ সংখ্যা : ৭
মনোযোগ ঠিক না রাখতে পারলে যন্ত্র ব্যবহারের সময় আঘাত পেতে পারেন। কোন জিনিষ হারিয়ে ফেলতে পারেন। বন্ধুর সমস্যা মেটাতে গিয়ে মানহানির আশঙ্কা দেখা যাচ্ছে। প্রেম যোগ নেই।

টোটকা: একটি কুলোতে কিছুটা চালের মণ্ড, একটি কাচা কলা কিছুটা তেল এবং কয়েকটি দূর্বা ঘাস এক সঙ্গে রেখে বাড়ির পশ্চিম কোনে রেখে দিন।

কর্কট: (২২ জুন – ২২ জুলাই) শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ২
কঠোর পরিশ্রমের ফলে আজকের দিনে সফলতা লাভ করার সম্ভাবনা দেখা যাচ্ছে। কোন সিদ্ধান্তকে ঘিরে ব্যবসায়ের অংশীদারদের মধ্যে জটিলতা দেখা দিতে পারে। দাম্পত্য যোগ বাঁধা যুক্ত।

টোটকা: সদর দরজার সামনে দুটি মাটির মঙ্গল ঘটে জল দিয়ে তাতে কিছুটা কাঁচা হলুদ, দূর্বা ঘাস, এবং কিছুটা ফুল ভিজিয়ে রাখুন।

সিংহ: (২৩ জুলাই  - ২৩ আগস্ট)  শুভ রং : হলুদ, শুভ সংখ্যা :  ৮
আপনার কোন কথায় বিতর্ক শুরু হতে পারে। সম্পত্তি মামলার ফল অনুকূলে যাওয়ারই সম্ভাবনাই বেশি। চুরি ও প্রতারনার ফলে ক্ষতির আশঙ্কা আছে। প্রেম যোগ শুভ।

টোটকা: একটি বোঁটা যুক্ত পান একটি গোটা সুপারি এবং একটি কলা বাড়ির পশ্চিম দিকের কোনে রেখে দিন।

কন্যা: (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর) শুভ রং : বাদামি, শুভ সংখ্যা : ৪
অর্থের দাবি, চাঁদা চাওয়া এইসব নিয়ে ব্যবসায়ীক ক্ষতির আশঙ্কা আছে। পড়শির দুঃসময়ে সাহায্য করতে গিয়ে অপদস্থ হতে পারেন। বাত জনিত ব্যথার প্রকোপ বাড়বে।   প্রেম যোগ ক্ষীণ।

তুলা: (২৪ সেপ্টেম্বর  – ২৩ অক্টোবর) শুভ রং হলুদ, শুভ সংখ্যা:  ৯
বুদ্ধির জোরে বৈষয়িক সমস্যার সমাধান হতে পারে। কর্মস্থলেও অপ্রিয় সত্য এড়িয়ে কৌশলে কার্যসিদ্ধি করতে সফল হবেন। আর্থিক উন্নতির যোগ আছে। প্রেম যোগ ক্ষীণ।

টোটকা: সদর দরজার ঠিক নীচে দক্ষিণ দিকে তেল এবং সিঁদুর দিয়ে একটি তীর ধনুকের ছবি এঁকে রাখুন।

বৃশ্চিক: (২৪ অক্টোবর – ২২ নভেম্বর) শুভ রং : লাল,শুভ সংখ্যা:  ৬
মতবিরোধে কোন আত্মীয়ের সঙ্গে সম্পর্ক হানির আশঙ্কা দেখা যাচ্ছে। শত্রুর শক্তি জেনে তবেই সিদ্ধান্ত নিন। হাড়ের সমস্যা ভোগাবে। প্রেম যোগ শুভ।

টোটকা: একটি পাত্রে  যব, গম , চাল, কালো জিরা, কাঁচা মরিচ ভিজিয়ে বিছানার তলায় সারা রাত রাখুন।

ধনু: (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর) শুভ রং : নীল,  শুভ সংখ্যা : ৪
কর্মস্থলে জটিলতা কেটে যাবে। ব্যবসায় অংশীদারের উপর নজর রাখুন। টিউমার বা আলসারে ভোগান্তি হতে পারে। দাম্পত্য কলহের যোগ দেখা যাচ্ছে।
 
টোটকা: একটি বৃন্তে তিনটি বেলপাতা আছে এমন পাঁচটি বৃন্তকে একত্রে বেঁধে সেটিকে একটি পিতলের পাত্রে সরিষার তেলের মধ্যে কাঁচা হলুদ দিয়ে  সূর্যাস্ত পর্যন্ত ডুবিয়ে রাখুন।

মকর: (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি)  শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ১২
অংশীদারের ভুল সিদ্ধান্তে ব্যবসায় ক্ষতি বাড়বে। বিবাদ-বিতর্কের কারণে অকারণ হেনস্থার আশঙ্কা আছে। সম্পত্তি নিয়ে স্বজনদের সঙ্গে বিরোধ দেখা দিতে পারে।

টোটকা: একটি কলাকে কিছুটা কালো জিরে কিছুটা চাল সামান্য তিল অল্প জল দিয়ে মেখে জলাশয়ে ভাসিয়ে দিন।

কুম্ভ:(২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি) শুভ রং : সবুজ,শুভ সংখ্যা: ৮
সম্পত্তি-বিরোধ সমাধানের বদলে বাড়তে পারে। অংশীদারকে বেশি বিশ্বাস করার মাসুল দিতে হতে পারে। উচ্চশিক্ষায় বাধার যোগ আছে। প্রেম যোগ শুভ।

টোটকা: সম্ভব হলে সর্পগন্ধা বা পাথর কুচি গাছ রোপণ করুন। অথবা কোন সর্পগন্ধা গাছে জল দিন।

মীন: (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ) শুভ রং : নীল,  শুভ সংখ্যা : ৪
বাইরের কোন ব্যক্তির উস্কানিতে সন্তানের ভুল পথে পা বাড়ানোর প্রবণতা দেখা যাচ্ছে। প্রেমে  ভুল বোঝাবুঝিতে সম্পর্কের অবনতি হতে পারে।

টোটকা: সন্ধ্যে নামার ঠিক আগে গোধূলি লগ্নে গোটা বাড়িতে ধূনা প্রজ্বলিত করুন।

বাংলাদেশ সময়: ০০০৫ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১৫
বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।