ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

রাশিফল

তুলার শুভ রং সাদা, মিথুনের শুভ সংখ্যা ৮

জ্যোতিষী রুবাই | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০৫ ঘণ্টা, মে ১৮, ২০১৫
তুলার শুভ রং সাদা, মিথুনের শুভ সংখ্যা ৮

আজ কেমন যাবে
তারিখ: ১৮/০৫/২০১৫

মেষ: (২১ মার্চ –২০ এপ্রিল) শুভ রং : লাল, শুভ সংখ্যা : ৪
কর্মক্ষেত্রে দেখা দিতে পারে সমস্যার কালবৈশাখী। কিন্তু সেটি ক্ষণস্থায়ী।

এর পরেই আসবে সফলতা। জাতিকারা পরিবার ও কর্মক্ষেত্র সমানভাবে বজায় রাখতে গিয়ে সমস্যায় পড়বেন। প্রেমে নক্ষত্রের মিশ্র প্রভাব দেখা যাচ্ছে।

টোটকা: দিনের প্রথম খাবার গ্রহণ করার আগে যে কোনো প্রাণীকে খাদ্য দিন।
 
বৃষ: (২১ এপ্রিল – ২১ মে) শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ৯
আয় বুঝে ব্যয় করুন। বেহিসাবি খরচ আপনার সমস্যার কারণ হবে। জাতিকাদের ক্ষেত্রে পরিবারে আনন্দ লাভ ও আত্মীয় সমাগমের যোগ দেখা যাচ্ছে। প্রেমযোগ শুভ।

টোটকা: শোবার ঘরে সাদা ফুলের তোড়া রাখুন।

মিথুন: (২২মে – ২১ জুন) শুভ রং : সবুজ, শুভ সংখ্যা : ৮
প্রেম নিয়ে কোনো সমস্যা এলে অন্যের সাহায্য না নিয়ে নিজের বুদ্ধিতে সমাধান করুন। পারিবারিক আলোচনায় জাতিকাদের মতামত নেওয়া হবে। বাবার সঙ্গে যোগাযোগের যোগ আছে।

টোটকা: পানিতে কয়েকটি পদ্মফুল রেখে বসার ঘরে দক্ষিণ কোণে রেখে দিন।

কর্কট: (২২ জুন – ২২ জুলাই) শুভ রং : হলুদ, শুভ সংখ্যা : ৭
মানসিক অস্থিরতার ফলে কাজের গতি কিছুটা বাধাপ্রাপ্ত হতে পারে। জাতিকারা আগের নেওয়া কোনো সিদ্ধান্ত বদল করে সুফল পাবেন। সুযোগ কাজে লাগাতে পারলে উন্নতির সুযোগ হবে।
 
টোটকা: একটি পাত্রে পানিতে যব, গম, চাল ভিজিয়ে রাখুন।

সিংহ: (২৩ জুলাই - ২৩ আগস্ট) শুভ রং : বাদামি, শুভ সংখ্যা : ১২
প্রেম নিয়ে গোপন শত্রুতার সম্ভাবনা। এ বিষয়ে সতর্ক থাকুন। জাতিকাদের আর্থিক ক্ষতির যোগ আছে। তাড়াহুড়া করে করা কাজ নিয়ে সমস্যায় পড়তে পারেন। কর্মক্ষেত্র নিয়ে পারিবারিক সমস্যার সম্ভাবনা দেখা যাচ্ছে।

টোটকা: গোলাপজল মিশ্রিত জলে গোসল করুন।

কন্যা: (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর) শুভ রং : নীল, শুভ সংখ্যা : ৯
আজকের দিনে প্রতিযোগিতার ক্ষেত্রে জয় আসবে। জাতিকাদের সিদ্ধান্তে পরিবারে সুদূরপ্রসারী শুভ ফল হবে। জাতিকারা যেকোনো ধরনের বিতর্ক এড়িয়ে চলুন। প্রেমযোগ শুভ।

টোটকা: ঘুম ভাঙার পর সূর্যের দিকে মুখ করে একটি মাটির ঘট দুই হাতে ধরে তিনবার মাটিতে জল ঢালুন।

তুলা: (২৪ সেপ্টেম্বর  – ২৩ অক্টোবর) শুভ রং সাদা, শুভ সংখ্যা : ২১
আপনার বুদ্ধির মাধ্যমে শত্রুপক্ষকে নিয়ন্ত্রণে রাখতে পারবেন। কাজের মধ্যে ধর্মের প্রাধান্য থাকবে বেশি। জাতিকাদের দাম্পত্য জীবন নিয়ে সমস্যার কিছুটা সমাধান হবে।

টোটকা: একটি হলুদ সুতির কাপড়ে কিছুটা সরষে ও তিল পুটুলি করে বেঁধে জলে ভাসিয়ে দিন।

বৃশ্চিক: (২৪ অক্টোবর – ২২ নভেম্বর) শুভ রং : নীল, শুভ সংখ্যা : ১৮
প্রেমের ক্ষেত্রে কিছু কিছু রাশিচক্রের বাধার জন্য সফলতা আসায় সমস্যা হচ্ছে। কর্মক্ষেত্র ও ব্যবসা শুভ। জাতিকারা কোনো হিতৈষী বন্ধুর সাহায্য পাবেন। ভ্রমণের যোগ আছে।

টোটকা: একটি মাটির সরায় কিছুটা কালো জিরা, ঘি, শুকনো মরিচ ও কয়েকটি পাটকাঠি রেখে সেগুলিকে বাড়ির বাইরে আগুনে পুড়িয়ে দিন।

ধনু: (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর) শুভ রং : হলুদ, শুভ সংখ্যা : ৩
আজকের দিনে প্রেমের প্রস্তাব পেলে এগিয়ে চলুন। জাতিকাদের পারিবারিক সমস্যার সমাধান হবে। নতুন মানুষের সঙ্গে পরিচিতি হতে পারে। আর্থিক দিকটি আজকের দিনে শুভ।

টোটকা: ভোরবেলা দারুচিনি ও মধু সেবন করুন।  

মকর: (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি) শুভ রং : লাল, শুভ সংখ্যা : ৫
আপনাকে প্রতারিত করার গোপন পরিকল্পনা শুরু হয়েছে। নতুন বিনিয়োগের উদ্যোগ আজকের দিনে না নেওয়াই ভালো। জাতিকারা বিকেলের পর থেকে গয়না, মোবাইল ইত্যাদি ছোট কিন্তু মূল্যবান বস্তু সামলে রাখুন। শারীরিক সমস্যা দেখা দিতে পারে। প্রেমযোগ শুভ।

টোটকা: একটি একটি গোটা সুপারি, তিনটি বেল পাতা ও একটি কলা বাড়ির পশ্চিম দিকের কোণে মাটির পাত্রে রাখুন।

কুম্ভ: (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)  শুভ রং : বেগুনি, শুভ সংখ্যা : ৬
দাম্পত্য জীবনে রাশিচক্রের প্রভাবে সমস্যা দেখা যাচ্ছে। প্রেম নিয়েও সমস্যা হাজির হতে পারে। তবে তা সাময়িক। জাতিকারা নিজের দক্ষতায় পরিবেশ সপক্ষে আনতে পারবেন। দাম্পত্য জীবনে রাশিচক্রের প্রভাবে সমস্যা দেখা যাচ্ছে।

টোটকা: একটি মাটির পাত্রে কিছুটা গুড়, একটি পান, কিছুটা তেল ও কয়েকটি দর্বাঘাস একসঙ্গে রেখে বাড়ির পশ্চিম কোণে রেখে দিন।

মীন: (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ) শুভ রং : বাদামি, শুভ সংখ্যা : ১১
আপনার বিরুদ্ধে সমস্ত শত্রুতা  ব্যর্থ হবে। দিনের শেষের দিকে প্রতিকূল পরিবেশ কেটে যাবে। জাতিকাদের মধ্যে আধ্যাত্মিক ভাব বজায় থাকবে। বেশি আবেগ প্রবণতা প্রেমের ক্ষেত্রে আপনার বাধা হিসেবে দেখা দেবে।

টোটকা: একটি নিমডাল তিনটি ছোট ছোট টুকরা করে লাল সুতোয় জড়িয়ে পকেটে রাখুন।

বাংলাদেশ সময়: ০০০১ ঘণ্টা, মে ১৮, ২০১৫
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।