ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

রাশিফল

বৃশ্চিকের শুভ রং নীল, লাল মেষের

জ্যোতিষী রুবাই | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০০ ঘণ্টা, মে ২৮, ২০১৫
বৃশ্চিকের শুভ রং নীল, লাল মেষের

আজ কেমন যাবে
তারিখ: ২৮/০৫/২০১৫

মেষ: (২১ মার্চ – ২০ এপ্রিল) শুভ রং : লাল, শুভ সংখ্যা : ১৬
গ্রহের শুভযোগের ফলে আজ আপনি সফলতা পাবেন। জাতিকাদের অবস্থা বুঝে সিদ্ধান্ত বদলের প্রয়োজন পড়তে পারে।

হাল্কা মাপের পারিবারিক সমস্যা সমাধানের কাজে জড়াতে পারেন। প্রেমযোগ নেই।

টোটকা: একটি আয়নায় লাল সিঁদুর ও তেল দিয়ে একটি টিপ লাগিয়ে তাকে লাল শালু কাপড়ে মুড়ে শোওয়ার ঘরে রাখুন।

বৃষ: (২১ এপ্রিল – ২১ মে) শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ৯
আজকের দিনে বুদ্ধির যোগাযোগ কাজে লাগিয়ে উন্নতির সুযোগ আসবে। জাতিকাদের অর্থ নষ্টের যোগ আছে। রাতের দিকে পারিবারিক কারণে মন খারাপ হতে পারে। প্রেমযোগ শুভ।

টোটকা: ঘরে সুগন্ধি ধূপ জ্বালিয়ে রাখুন।

মিথুন: (২২মে – ২১ জুন) শুভ রং : সবুজ, শুভ সংখ্যা : ১৮
আজকের দিনে যে কোনো ঘটনার প্রবণতার দিকে লক্ষ্য রেখে সিদ্ধান্ত নিন। দুপুরের পর উপযুক্ত যোগাযোগ আপনাকে সাহায্য করবে। জাতিকারা আজকের দিনে বিলাসবহুল ক্ষেত্র বা জায়গাগুলি যতটা সম্ভব এড়িয়ে চলার চেষ্টা করুন। কোনো অবস্থায় আজকের দিনে ক্ষমতার অপব্যবহার করবেন না।

টোটকা: বাড়ির পশ্চিম দিকে সূর্যমুখী গাছ লাগান।
 
কর্কট: (২২ জুন – ২২ জুলাই) শুভ রং : হলুদ, শুভ সংখ্যা : ৭
দিনে আপনার হাতে থাকা ক্ষমতা সঠিকভাবে ব্যবহার করতে পারলে উন্নতি হবে। জাতিকারা কর্মস্থলে উন্নয়নমূলক পরিবর্তনে বেশ আনন্দই পাবেন। তবে বেহিসাবি হলে সঞ্চয় নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে।

টোটকা: তিনটি করে বয়রা ও হরিতকি ঠিক সন্ধ্যের সময় জলাশয়ে নিক্ষেপ করুন।

সিংহ: (২৩ জুলাই - ২৩ আগস্ট) শুভ রং : বাদামি, শুভ সংখ্যা : ১২
পরিবারে বাইরের লোকের কথায় প্রাধান্য দিয়ে সমস্যা সমাধান হতে পারে। জাতিকাদের অর্থযোগ শক্তিশালী। কথা দিয়ে সেটা রাখতে না পারার জন্য সমস্যার মুখে পড়তে হতে পারে।

টোটকা: নিমপাতা মিশ্রিত জলে গোসল করুন।  

কন্যা: (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর) শুভ রং : নীল, শুভ সংখ্যা : ৯
আজকের দিনে পরিবারের অন্য কোনো অগ্রজের সঙ্গে মতের অমিল দেখা দেবে। জাতিকাদের ক্ষেত্রে কোনো সুখবর আসতে পারে। পরিবারের পরিবেশ নিজের অনুকূলে রাখতে গেলে বুদ্ধির ব্যবহার অত্যন্ত জরুরি। প্রেমযোগ নেই।

টোটকা: ঠিক সূর্যোদয়ের সময় বট গাছ তিনবার প্রদক্ষিণ করে তার গোড়ায় জল দিন।

তুলা: (২৪ সেপ্টেম্বর  – ২৩ অক্টোবর) শুভ রং সাদা, শুভ সংখ্যা : ২১
বিকেলের দিকে তর্ক-বিতর্কে জড়িয়ে পড়ার সম্ভাবনা। জাতিকাদের অন্যমনস্কতার জন্য কাজে ভুল হতে পারে। কোনো বদমেজাজি মানুষের দ্বারা কিছুটা সমস্যা দেখা দিতে পারে। প্রেমযোগ আছে।

টোটকা: শোবার ঘরে একটি পাত্রে ৫টি সাদা ও হলুদ ফুল জলে ভাসিয়ে রাখুন।

বৃশ্চিক: (২৪ অক্টোবর –২২ নভেম্বর) শুভ রং : নীল, শুভ সংখ্যা : ১৮
দাম্পত্য জীবন অনুকূলে থাকায় ব্যবসা ও কর্মক্ষেত্রে শুভ ভাব বজায় থাকবে। জাতিকারা লোভনীয় উপহার বা কথার ফাঁদে পা দিলে ঠকতে পারেন। পরিবারের তরফে সহায়তার যোগ দেখা যাচ্ছে।

টোটকা: একটি পান সেজে সেটিকে ভোরে জলাশয়ে ফেলে দিন।

ধনু: (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর) শুভ রং : হলুদ, শুভ সংখ্যা : ৩
দিনের মধ্যে কোনো কারণে মানসিক উত্তেজনা বাড়তে পারে।   জাতিকাদের সারাদিনে নানা রকম ছোট ছোট ঝামেলায় পড়তে হবে। রাতে কোনো শুভ খবর আসতে পারে। প্রেমযোগ শুভ।

টোটকা: শুক্রবার সূর্যোদয়ের আগে বিছানা ত্যাগ করলে উপকার পাবেন।  

মকর: (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি) শুভ রং: লাল, শুভ সংখ্যা : ৫
কর্মক্ষেত্রে পরিবেশ শান্ত থাকলেও পারিবারিক পরিবেশ কিছুটা প্রতিকূল হতে পারে। জাতিকাদের উপযুক্ত ব্যক্তি নির্বাচনে ভুল হওয়ায় সমস্যা বাড়তে পারে। যোগাযোগ রক্ষার ফলে জাতিকাদের উন্নতির যোগ আছে।

টোটকা: পানিতে কয়েকটি পদ্মফুল রেখে বসার ঘরে দরজার বিপরীতে রেখে দিন।

কুম্ভ: (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি) শুভ রং : বেগুনি, শুভ সংখ্যা : ৬
আপনার পক্ষে কষ্টকর কোনো কাজের দায়িত্ব আপনার কাঁধে পড়তে পারে। জাতিকাদের বিভিন্ন ক্ষেত্রে অর্থ ব্যয় বাড়তে পারে। সন্ধ্যার মধ্যে প্রয়োজনীয় কাজ শেষ করুন। প্রেমযোগ শুভ নয়।

টোটকা: সারাদিন একটি পাত্রে পানিতে গম, চাল, কালো জিরা, কাঁচা মরিচ ভিজিয়ে রাখুন।

মীন: (১৯ ফেব্রুয়ারি –২০ মার্চ) শুভ রং : বাদামি, শুভ সংখ্যা : ১১
দিনের শুরু কিছু সমস্যার হলেও দুপুরের পর থেকে পরিবেশ অনুকূলে আসবে। জাতিকারা কোনো স্নেহভাজনের আগমনে খুশি হবেন। জাতিকাদের যথাযথ প্রচেষ্টায় গৃহে আনন্দবহুল পরিবেশ বজায় থাকবে। প্রেমযোগ আছে।

টোটকা: ভোরে শয্যা ত্যাগ করার সময় পশ্চিমদিকে মুখ করে প্রথমে ডান পা মাটিতে ফেলুন।

বাংলাদেশ সময়: ০০০১ ঘণ্টা, মে ২৮, ২০১৫
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।