ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

রাশিফল

বাড়িতে খুশির খবর মীনের, ধনুর পরিশ্রমে সফলতা

জ্যোতিষী রুবাই | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০৫ ঘণ্টা, জুন ৩, ২০১৫
বাড়িতে খুশির খবর মীনের, ধনুর পরিশ্রমে সফলতা

আজ কেমন যাবে
তারিখ- ০৩/০৬/২০১৫

মেষ: (২১ মার্চ – ২০ এপ্রিল) শুভ রং : লাল, শুভ সংখ্যা : ৬
মানসিক শক্তিতে বাধা কাটিয়ে কর্মে উন্নতি ও দায়িত্ব বৃদ্ধির লক্ষণ রাশিচক্রে দেখা যাচ্ছে। ভাই-বোনের সঙ্গে সম্পত্তি-বিবাদ বাড়বে।

প্রিয়জনের চিকিৎসার খরচ বাড়তে পারে বা চিকিৎসায় জটিলতা দেখা দিতে পারে। প্রেমযোগ শুভ।

টোটকা: গোসল করার পর কর্পূর জ্বালিয়ে গোটা বাড়িতে একবার আরতি করুন।


বৃষ: (২১ এপ্রিল – ২১ মে) শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ৯
কর্মসূত্রে শহরের বাইরে যেতে হতে পারে। জ্ঞাতি বিরোধ সামলে পরিবারের মানরক্ষা করতে সক্ষম হবেন। সম্পত্তি কেনার পরিকল্পনা সফল হতে পারে। দাম্পত্য কলহের সম্ভাবনা।

টোটকা: পানিতে পাঁচটি পানপাতা রেখে বসার ঘরে উত্তর কোণে রেখে দিন।


মিথুন: (২২ মে – ২১ জুন) শুভ রং : সবুজ, শুভ সংখ্যা : ৮
ছাত্রদের জন্য শুভ সুযোগ আসতে চলেছে। প্রতিভার স্বীকৃতির যোগ রাশিচক্রে স্পষ্ট হচ্ছে। কোনো আত্মীয়ের আচরণে মনোকষ্ট হতে পারে। সম্পত্তি প্রাপ্তিযোগ আছে।

টোটকা: কাজের জায়গায় সুগন্ধি ফুল রাখুন।


কর্কট: (২২ জুন – ২২ জুলাই) শুভ রং : হলুদ, শুভ সংখ্যা : ৭
পরিশ্রমের স্বীকৃতি জুটতে পারে। পারিবারিক টানাপড়েনের ফলে সম্পত্তি ক্রয়ে জটিলতা বাড়বে। কোনো হঠকারি সিদ্ধান্তে সমস্যা বাড়তে পারে। প্রেমযোগ আছে।

টোটকা: একটি কাঁচা হলুদ লাল সুতোয় জড়িয়ে নিজের কাছে রাখুন।


সিংহ: (২৩ জুলাই - ২৩ আগস্ট)  শুভ রং : বাদামি, শুভ সংখ্যা : ১২
সন্তানের সাফল্যে স্বস্তি ফিরে পেতে পারেন। সন্তানের সাফল্য আপনাকে আনন্দিত করবে। গুণীজনের সান্নিধ্যে আত্মিক উন্নতি হবে। প্রেমযোগ আছে।

টোটকা: পাঁচটি আমের পল্লবের উপর তেল ও সিঁদুর মিশিয়ে একটি করে ফোঁটা দিয়ে প্রধান দরজায় ঝুলিয়ে রাখুন।


কন্যা: (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর)  শুভ রং : নীল, শুভ সংখ্যা : ৯
পরিশ্রম স্বত্ত্বেও স্বীকৃতি লাভ হবে না। তবে আগামী দিনে এই অবস্থার পরিবর্তন হবে। সাংস্কৃতিক কাজকর্মের স্বীকৃতি পাবেন। প্রেমযোগ রাশিচক্রে বর্তমান।

টোটকা: একটি কলাকে কিছুটা কালো জিরে, কিছুটা চাল, সামান্য তিল অল্প জল দিয়ে মেখে জলাশয়ে ভাসিয়ে দিন।


তুলা: (২৪ সেপ্টেম্বর  – ২৩ অক্টোবর) শুভ রং সাদা, শুভ সংখ্যা : ২১
সন্তানের নেওয়া সিদ্ধান্ত নিয়ে পরিবারে মতান্তর দেখা দিতে পারে। ছাত্ররা তাদের নিজের ইচ্ছাকে গুরুত্ব দিলে সফল হবে। তৃতীয় কাউকে ঘিরে প্রেম-প্রণয়ে বিপত্তি দেখা দেওয়ার সম্ভাবনা প্রবল।

টোটকা: হরিতকি ও কাঁচা হলুদ একটি স্বস্তিক চিহ্ন আঁকা ঘটে রেখে বসার ঘরের দক্ষিণে রেখে দিন।


বৃশ্চিক: (২৪ অক্টোবর – ২২ নভেম্বর) শুভ রং : নীল, শুভ সংখ্যা : ১৮
আশা অনুযায়ী সফল না হলেও এর মধ্য দিয়েই আলোর দিশা খুঁজে পাওয়া যাবে। অলসতা এড়াতে না পারলে কর্মক্ষেত্রে বিপদ বাড়বে। বহু সন্ধান শেষে ইচ্ছাপূরণের হদিস মিলতে পারে। প্রেমযোগ ক্ষীণ।

টোটকা: অষ্টধাতুর মূর্তি কাজের জায়গায় রাখুন।


ধনু: (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর) শুভ রং : হলুদ, শুভ সংখ্যা : ৩
পরিশ্রম শেষে সফলতার সম্ভাবনা দেখা যাচ্ছে। নতুন বাহন কেনা সংক্রান্ত ইচ্ছা পূরণের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। সাংসারিক ব্যাপারে উদাসীন থাকলে অন্যেরা সুযোগ নেওয়ার চেষ্টা করতে পারে। দাম্পত্য সম্পর্কে সতর্ক থাকুন।

টোটকা: আজকের দিনে শুধু নিরামিষ খাবার খান।


মকর: (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি) শুভ রং : লাল, শুভ সংখ্যা : ৫
খাদ্য গ্রহণের অনিয়মজনিত কারণে স্বাস্থ্যহানির আশঙ্কা দেখা দিতে পারে। অংশীদারের অসততায় ব্যবসা ঘিরে জটিলতা বাড়তে পারে। অর্শ্ব জাতীয় রোগের প্রকোপ বৃদ্ধিতে দুর্ভোগ দেখা দেবে। প্রেম নিয়ে সতর্কভাবে পা ফেলুন।

টোটকা: কলাপাতায় কিছুটা ভেজানো চালকে পাঁচটি ভাগে ভাগ করে, পাঁচটি সুপারি, পাঁচটি পান, পাঁচটি গুড়ের টুকরো সহকারে জলাশয়ের ধারে রেখে দিন।

কুম্ভ: (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি) শুভ রং : বেগুনি, শুভ সংখ্যা : ৬
উপার্জন বৃদ্ধির জন্য সহজ পন্থার চেষ্টা করে কোনো লাভ নেই। পৈতৃক সম্পত্তি নিয়ে স্বজনদের সঙ্গে মনোমালিন্য বাড়বে। সংক্রমণের ফলে জ্বর জাতীয় রোগ হতে পারে। প্রেমযোগ ক্ষীণ।

টোটকা: আজকের দিনে সারাক্ষণ বেগুনি কোনো কাপড়ের টুকরো সঙ্গে রাখুন।


মীন: (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ) শুভ রং : বাদামি, শুভ সংখ্যা : ১১
কর্মপ্রতিষ্ঠানের আর্থিক অবনতিতে দুশ্চিন্তা বাড়বে। নতুন কাজকর্মের চেষ্টায় সুফল মিলতে পারে। গুরুজনের স্বাস্থ্যোন্নতিতে স্বস্তি ফিরে পাবেন। বাড়িতে খুশির খবর আসতে পারে।

টোটকা: নিমগাছের ছাল জলে ভিজিয়ে সেই জলে গোসল করুন।


বাংলাদেশ সময়: ০০০৫ ঘণ্টা, জুন ০৩, ২০১৫
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।