ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

রাশিফল

প্রেম-প্রণয়ে মেঘ কাটবে মীনের, মেষের কর্মযোগ শুভ

জ্যোতিষী রুবাই | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০০ ঘণ্টা, জুন ৫, ২০১৫
প্রেম-প্রণয়ে মেঘ কাটবে মীনের, মেষের কর্মযোগ শুভ

আজ কেমন যাবে
তারিখ: ০৫/০৬/২০১৫

মেষ: (২১ মার্চ – ২০ এপ্রিল)  শুভ রং : সবুজ, শুভ সংখ্যা : ২
প্রেমের ক্ষেত্রে বাধা কেটে যেতে পারে। তৃতীয় কাউকে ঘিরে পরিবারের মধ্যে অসন্তোষ বৃদ্ধির আশঙ্কা দেখা যাচ্ছে।

সন্তানকে নিয়ে চিন্তা থাকবে। কোনো ক্ষেত্রে অতিরিক্ত অর্থ খরচ হবে। কর্মযোগ শুভ।

টোটকা: বাড়ির সদর দরজা থেকে দেখা যায় এমন জায়গায় একটি সাদা শঙ্খ রাখুন।

বৃষ: (২১ এপ্রিল – ২১ মে) শুভ রং : বেগুনি, শুভ সংখ্যা : ৫
জ্ঞাতিদের অনুপ্রবেশে দাম্পত্য শান্তি নষ্ট হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। মধ্যভাগে উচ্চশিক্ষা ও গবেষণার বিলম্বিত সুযোগ আসবে। অপ্রিয় সত্যি কথার জেরে প্রিয়জনের সঙ্গে দূরত্ব বৃদ্ধির আশঙ্কা। প্রেমযোগ নেই।

টোটকা: নিজের পকেটে তুলসী পাতায় একটি চন্দনের টিপ দিয়ে কাছে রাখুন।

মিথুন: (২২মে – ২১ জুন) শুভ রং : নীল, শুভ সংখ্যা : ৭
প্রেমের ক্ষেত্রে গোপন শত্রুর প্রভাব বজায় থাকবে। পীড়াজনিত কষ্ট দেখা দেবে।   দাম্পত্য সমস্যা দেখা দিতে পারে।

টোটকা: কাজের টেবিলের ড্রয়ারে একটি মাটির ডেলার সঙ্গে তিনটি তুলসী পাতা ও কিছু সাদা ফুল একটি সাদা কাপড়ে জড়িয়ে রাখুন।

কর্কট: (২২ জুন – ২২ জুলাই) শুভ রং : লাল, শুভ সংখ্যা : ৫
প্রেমের ক্ষেত্রে জটিলতা কেটে যাওয়ার সম্ভাবনা। নতুন কোনো সম্পর্কের ক্ষেত্রে শুভ ইঙ্গিত আসতে পারে। বাড়ি সংস্কার ও নতুন নির্মাণের প্রস্তুতি সফল হতে পারে। মধ্যভাগে বন্ধুর আপত্তিকর আচরণের জন্য সম্পর্কের অবনতি হতে পারে।

টোটকা: গাড়ি চালকেরা গাড়ির সামনের দিকে তিনটি পাতিলেবু, তিনটি লঙ্কা একটি সুতায় বেঁধে ঝুলিয়ে রাখুন।

সিংহ: (২৩ জুলাই - ২৩ আগস্ট) শুভ রং : গোলাপি, শুভ সংখ্যা : ১৯
উপার্জন বাড়ায় পরিবারের মানুষদের কাছে সম্মান বাড়বে। অন্তভাগে প্রিয়জনের বিয়ের ব্যাপারে প্রাথমিক কথাবার্তা এগোতে পারে। কোনো দুরূহ কাজের দায়িত্ব নিতে পারেন। প্রেমযোগ শুভ।

টোটকা: শোবার ঘরে একটি পিতলের পাত্রে জল দিয়ে তিনটি পদ্মফুল রাখলে উপকার পাবেন।

কন্যা: (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর) শুভ রং : নীল, শুভ সংখ্যা : ২৩
সচেতনতার অভাবে সমস্যায় পড়ার আশঙ্কা রয়েছে। চলাফেরায় বাড়তি সতর্কতা দরকার। উপকারের প্রতিদানের বদলে উপহাস বা অপমান জুটতে পারে। প্রেমযোগ নেই।

টোটকা: ভোরে শয্যা ত্যাগ করে সামান্য জলে ভেজানো চাল চিবিয়ে ফেলুন।

তুলা: (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর) শুভ রং : লাল, শুভ সংখ্যা : ৯
প্রেমের ক্ষেত্রে বুদ্ধিমত্তা ও সময়োচিত সিদ্ধান্তে সফলতার সম্ভাবনা আছে। চুরি বা পকেটমারিতে আর্থিক ক্ষতি হতে পারে। জমি ক্রয়-বিক্রয় ঘিরে ঝামেলা দেখা দিতে পারে। অর্থযোগ শুভ নয়।

টোটকা: সুগন্ধি মিশ্রিত জলে গোসল করুন।  

বৃশ্চিক: (২৪ অক্টোবর – ২২ নভেম্বর) শুভ রং : গোলাপি, শুভ সংখ্যা : ৮
প্রেমের প্রস্তাব রাখার সুযোগ মিলতে পারে। জ্ঞাতিশত্রুর শত্রুতায় বাসস্থান বদলের চিন্তা করতে হতে পারে। দাম্পত্য জীবনে সমস্যা দেখা দিতে পারে। তবে সেটি সাময়িক।

টোটকা: একটি জীবন্ত মাছকে জলাশয়ে ছেড়ে দিন।

ধনু: (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর) শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ৭
আকস্মিক ঝামেলায় দিনের কাজকর্ম ভণ্ডুল হয়ে যেতে পারে। কর্মক্ষেত্রে বিবাদ-বিতর্কের জেরে সময় নষ্ট হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। জলপথ এড়ানোই ভালো। প্রেমযোগ শুভ।

টোটকা: তুলসী রোপণ করুন। অথবা কোনো তুলসী গাছে জল দিন।

মকর: (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি) শুভ রং : বাদামি, শুভ সংখ্যা : ৬
অধ্যবসায় আপনার উন্নতির সোপান হিসেবে কাজ করবে। জমি বা বাড়ি কেনার ক্ষেত্রে বাঁধা-বিপত্তির আশঙ্কা আছে। আত্মীয়-স্বজনের চক্রান্তে ক্ষতি ও মানহানির মোকাবিলা করতে হতে পারে। প্রেমযোগ নেই।

টোটকা: ডুমুর এও কাঁচা তেঁতুল মাটির ঘটে রেখে বাড়ির দক্ষিণে রেখে দিন।

কুম্ভ: (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি) শুভ রং : সবুজ, শুভ সংখ্যা : ১২
সন্তানের লাগামছাড়া ব্যয়প্রবণতাকে নিয়ে পরিবারে সমস্যা বাড়বে। পারিবারিক অনুষ্ঠানে কোনো অতিথির বেয়াড়াপনায় বিড়ম্বনা দেখা দিতে পারে। উপস্থিত প্রেমের সমস্যা থেকে মুক্তি পাবেন।

টোটকা: একটি কলাকে কিছুটা কালো জিরে, কিছুটা চাল, সামান্য তিল, অল্প জল দিয়ে মেখে জলাশয়ে ভাসিয়ে দিন।

মীন: (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ) শুভ রং : সবুজ, শুভ সংখ্যা : ৯
প্রেম-প্রণয়ে আকস্মিক মেঘ দেখা দিলেও দিনের শেষে তা কেটে যাবে। দাম্পত্য জীবনে আসতে পারে সাময়িক ঝগড়া মনোমালিন্য। দিনের শেষে পরিবারে আসতে থাকবে শুভ সময়ের অনুভূতি।

টোটকা: পাঁচটি বোঁটাযুক্ত পানের পাতার উপর তেল এবং সিঁদুর মিশিয়ে একটি করে ফোঁটা দিয়ে একটি পিতলের পাত্রে রান্না ঘরে রাখুন।

বাংলাদেশ সময়: ০০০১ ঘণ্টা, জুন ০৫, ২০১৫
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।