ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

রাশিফল

ব্যবসায় লাভ কুম্ভের, সমস্যা বৃষের

জ্যোতিষী রুবাই | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫৯ ঘণ্টা, জুন ৮, ২০১৫
ব্যবসায় লাভ কুম্ভের, সমস্যা বৃষের

আজ কেমন যাবে
তারিখ: ০৯/০৬/২০১৫

মেষ: (২১ মার্চ – ২০ এপ্রিল) শুভ রং : লাল, শুভ সংখ্যা : ৬
মুখোমুখি হতে হবে সমস্যার। কিন্তু লক্ষ্য রাখতে হবে আপনার নিজের উপর নিয়ন্ত্রণ যেন ঠিক থাকে।

আপনাকে চঞ্চল করবে পরিস্থিতি। মানসিক অস্থিরতা দাম্পত্য ও পরিবারে ডেকে আনতে পারে সমস্যা।
 
টোটকা: পাঁচটি সিম বীজ ও কিছুটা সজনে ফুল একটি হলুদ কাপড়ে বেঁধে মাটির পাত্রে বিছানার তলায় রেখে দিন। পরের দিন সূর্য ওঠার আগে সেটিকে জলে ভাসিয়ে দিন।

বৃষ: (২১ এপ্রিল – ২১ মে) শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ১৯
আপনার উৎসাহে ঘাটতি দেখা দেবে। ঋণ হওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসায় সমস্যা দেখা দিতে পারে। পরিবারজনিত সমস্যা আপনাকে দুর্বল করতে পারে। অর্থযোগ মধ্যম।

টোটকা: একটি মাটির পাত্রে কিছুটা গুড়, একটি পান, কিছুটা তেল ও কয়েকটি দুর্বাঘাস একসঙ্গে রেখে বাড়ির পশ্চিম কোণে রেখে দিন।

মিথুন: (২২মে – ২১ জুন) শুভ রং : নীল, শুভ সংখ্যা : ৯
বিভিন্ন মানুষের সঙ্গে ব্যবসায়িক যোগাযোগ হবে। প্রেমের ক্ষেত্রে সফলতা পেতে পারেন। আগের করা কাজ পরে আবার সঠিক করতে চাইবেন। ভ্রমণের যোগ আছে।

টোটকা: একটি নিমপাতা ও সামান্য চাল সকালে উঠে চিবিয়ে সেটিকে  জলে ফেলে দিন।

কর্কট: (২২ জুন – ২২ জুলাই) শুভ রং : হলুদ, শুভ সংখ্যা : ১২
আপনার পারিপার্শ্বিক পরিস্থিতি কখনও কখনও নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। পছন্দের ক্ষেত্রে কাজ করা সুযোগ পাবেন। শরীরের প্রতি নজর রাখা দরকার। অর্থনৈতিক বিষয় নিয়ে বিব্রতবোধ করবেন। প্রেমযোগ আছে।

টোটকা: শুকনো লঙ্কা, সাদা জিরা ও পাতি লেবু একটি লাল কাপড়ের মধ্যে বেঁধে বাড়ির সদর দরজার বাইরে রাখুন।

সিংহ: (২৩ জুলাই - ২৩ আগস্ট)  শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ৬
প্রেমের জন্য দিনটি শুভ। কর্মক্ষেত্রে সময়টা কিছুটা প্রতিকূল ও বাধাযুক্ত, তাই সতর্ক থাকুন। অন্যের দোষ আপনার ঘাড়ে চাপিয়ে দেওয়া হতে পারে। উচ্চশিক্ষার জন্য চেষ্টা করলে এগিয়ে যেতে পারবেন।

টোটকা: শুকনো লঙ্কা, সাদা জিরা ও পাতি লেবু একটি লাল কাপড়ের মধ্যে বেঁধে বাড়ির সদর দরজার বাইরে রাখুন।

কন্যা: (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর) শুভ রং : বেগুনি,  শুভ সংখ্যা : ৫
আর্থিক সাফল্য আসতে পারে। গ্রহের শুভ যোগের ফলে আপনি অন্যদের থেকে এগিয়ে থাকবেন। প্রেমের ক্ষেত্র রাশিচক্রে সবল। আজকের দিনে প্রেমের প্রস্তাব দিতে পারেন।

টোটকা: বেল পাতায় একটি চন্দনের টিপ দিয়ে কাছে রাখুন।

তুলা: (২৪ সেপ্টেম্বর  – ২৩ অক্টোবর) শুভ রং বেগুনি,   শুভ সংখ্যা : ৯
কাজের পরিবেশ শুভ। প্রেমের ক্ষেত্রে কিছু ইতিবাচক পরিবর্তন আসতে পারে। ভবিষ্যতের কথা ভেবে অর্থনৈতিক সঞ্চয়ের দিকটিকে গুরুত্ব দিতে হবে। কর্মক্ষেত্র শুভ। ভ্রমণের যোগ আছে।

টোটকা: জলে নিমপাতা ও কালোজিরা রেখে বসার ঘরে দক্ষিণ কোণে রেখে দিন।

বৃশ্চিক: (২৪ অক্টোবর – ২২ নভেম্বর) শুভ রং : হলুদ, শুভ সংখ্যা : ৬
কর্মক্ষেত্রে আপনাকে ফাঁসানোর গোপন চক্রান্ত হতে পারে। উপহার নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকুন। কোনো সিদ্ধান্ত পরিবার ও স্ত্রীকে না জানিয়ে নিলে আর্থিক লাভ হবে না। আজকের দিনে সতর্ক হয়ে কথাবার্তা বলুন।

টোটকা: একটি পাত্রে জলে কলাই, ধান , তিল, ভিজিয়ে রান্নাঘরে রাখুন।

ধনু: (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর) শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ১৯
প্রেমের ক্ষেত্রে বাধা এলেও সফল হবেন। কাজের পরিবেশ আপনার নিয়ন্ত্রণে থাকবে। প্রাচুর্য না থাকলেও বজায় থাকবে শান্তি। কর্মজগতে জনপ্রিয় হবেন।

টোটকা: শোবার ঘরে সাদা ও নীল ফুলের তোড়া রাখুন।

মকর: (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি)  শুভ রং : সবুজ, শুভ সংখ্যা : ২
পরিবারে আপনার দায়িত্ব বাড়বে। আগ্রহ বাড়বে ধর্মে। খুব জনবহুল জায়গা এড়িয়ে চলুন। অফিস বা বাড়িতে মন্তব্য করার ক্ষেত্রে সচেতন হোন। শারীরিক কারণে অর্থব্যয় হবে।

টোটকা: গরিবদের আজকের দিনে খাদ্য দান আপনার পক্ষে শুভ।

কুম্ভ: (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি) শুভ রং : বাদামি, শুভ সংখ্যা : ১০
ব্যবসায় লাভের সম্ভাবনা আছে। তবে অতিরিক্ত ঝুঁকি নেবেন না। ব্যবসার তথ্য গোপন রাখার চেষ্টা করুন। ঘরে-বাইরে সমস্যা থাকলেও পরিবার ও দাম্পত্য জীবনে শান্তি বজায় থাকবে। প্রেমযোগ শুভ।

টোটকা: বাম অথবা ডান হাতের কব্জিতে একটি কালো সুতা বেঁধে রাখুন।

মীন: (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ) শুভ রং : আকাশি, শুভ সংখ্যা : ১১
কাজের বাধাগুলি কেটে যাওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে। প্রেমের ক্ষেত্রে আপনার ভাগ্য আপনাকে সাহায্য করবে। বিদেশ ভ্রমণ হতে পারে। শত্রুপক্ষ ক্রমশ দুর্বল হয়ে আসবে। সুযোগের ব্যবহার করুন।

টোটকা: কোনো জলাশয়ের পাড়ে কিছুটা চাল ও একটি কলা পাঁচভাগে ভাগ করে মাটির পাত্রে রেখে আসুন।

বাংলাদেশ সময়: ০০০১ ঘণ্টা, জুন ০৯, ২০১৫
এএ/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।