ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

রাশিফল

ধৈর্য রেখে কাজ করুন কন্যা, ধনু খুঁজে পাবেন পছন্দের মানুষ

জ্যোতিষী রুবাই | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০০ ঘণ্টা, জুন ১৮, ২০১৫
ধৈর্য রেখে কাজ করুন কন্যা, ধনু খুঁজে পাবেন পছন্দের মানুষ

আজ কেমন যাবে
তারিখ: ১৮/০৬/২০১৫

মেষ: (২১ মার্চ – ২০ এপ্রিল)  শুভ রং : লাল, শুভ সংখ্যা : ৪
ব্যবসা ও কর্মক্ষেত্রে সমস্যা বজায় থাকবে। পরিবার ও কর্মক্ষেত্র সমানভাবে বজায় রাখতে গিয়ে সমস্যায় পড়তে পারেন।

গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে পরিবারের সহায়তা দরকার পড়বে। প্রেমে নক্ষত্রের মিশ্র প্রভাব দেখা যাচ্ছে।

টোটকা: দিনের প্রথম খাবার গ্রহণ করার আগে যে কোনো প্রাণীকে খাদ্য দান করুন।
 
বৃষ: (২১ এপ্রিল – ২১ মে) শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ৯
উদ্দেশ্য পূরণ করার লক্ষ্যে আপনাকে অন্যায় দেখেও চুপ থাকতে হতে পারে। মতের অমিল হওয়ার ফলে মানসিক যন্ত্রণা দেখা দিতে পারে। প্রেমযোগ ক্ষীণ।

টোটকা: শোবার ঘরে সাদা ফুলের তোড়া রাখুন।

মিথুন: (২২মে – ২১ জুন) শুভ রং : সবুজ, শুভ সংখ্যা : ৮
কর্মজীবনে অধিপতি গ্রহের অবস্থানগত সমস্যার প্রভাব পড়তে পারে। বিকেলে ধীরে ধীরে শুভ ভাব প্রকাশ পাবে। প্রেম নিয়ে কোনো সমস্যা এলে শান্ত মনে তাকে সমাধান করুন।

টোটকা:  পানিতে কয়েকটি গোলাপ ফুল রেখে বসার ঘরে দক্ষিণ কোণে রেখে দিন।

কর্কট: (২২ জুন –২২ জুলাই) শুভ রং : হলুদ, শুভ সংখ্যা : ৭
আজকের দিনে পারিবারিক ক্ষেত্রে মানসিক শান্তি পাওয়া কঠিন হবে। কাজের স্থান বাধাপ্রাপ্ত হতে পারে। সুযোগ কাজে লাগাতে নয়া পাড়ায় হতাশা আসতে পারে। প্রেমযোগ ক্ষীণ।
 
টোটকা: একটি পাত্রে পানিতে যব, গম, চাল ভিজিয়ে রাখুন।

সিংহ: (২৩ জুলাই - ২৩ আগস্ট) শুভ রং : বাদামি, শুভ সংখ্যা : ১২
আজকের দিনে আর্থিক ক্ষতির যোগ আছে। অনিচ্ছায় করা কাজ নিয়ে সমস্যায় পড়তে পারেন। কর্মক্ষেত্র নিয়ে পারিবারিক সমস্যার সম্ভাবনা দেখা যাচ্ছে। দাম্পত্য ক্ষেত্রে মনোমালিন্য থাকবে।

টোটকা: গোলাপজল মিশ্রিত জলে গোসল করুন।

কন্যা: (২৪ আগস্ট –২৩ সেপ্টেম্বর) শুভ রং : নীল, শুভ সংখ্যা : ৯
ধৈর্য বজায় রেখে কাজ করলে সফলতা আপনার কাছে ধরা দেবে। ধৈর্যচ্যুতি ঘটতে পারে এমন সম্ভাবনাও আছে। আপনার নেওয়া সিদ্ধান্তে পরিবারে শুভ ফল লাভ হবে। প্রেমযোগ শুভ।

টোটকা: ঘুম ভাঙার পর সূর্যের দিকে মুখ করে একটি মাটির ঘটে দুই হাতে ধরে তিনবার মাটিতে জল ঢালুন।

তুলা: (২৪ সেপ্টেম্বর  – ২৩ অক্টোবর) শুভ রং সাদা, শুভ সংখ্যা : ২১
শুভযোগ দেরিতে হলেও আসবে। সন্তানের স্বাস্থ্য নিয়ে চিন্তা থাকবে। শত্রুপক্ষকে নিয়ন্ত্রণে রাখতে পারবেন। দাম্পত্য জীবন নিয়ে সমস্যার কিছুটা সমাধান হবে। প্রেমযোগ শুভ।

টোটকা: একটি হলুদ সুতির কাপড়ে কিছুটা সরষে ও তিল পুটুলি করে বেঁধে জলে ভাসিয়ে দিন।

বৃশ্চিক: (২৪ অক্টোবর – ২২ নভেম্বর) শুভ রং : নীল, শুভ সংখ্যা : ১৮
আজ কোনো হিতৈষী বন্ধুর সাহায্য পাবেন। প্রেমের ক্ষেত্রে রাশিচক্রের কিছু কিছু বাধার জন্য সফলতা আসায় সমস্যা হচ্ছে। তবে হতাশ হবেন না। দাম্পত্য সমস্যা সমাধানের দিকে যাওয়ার সম্ভাবনা আছে।

টোটকা: একটি মাটির সরায় কিছুটা কালো জিরা, ঘি, শুকনো মরিচ ও কয়েকটি পাটকাঠি রেখে সেগুলি বাড়ির বাইরে আগুনে পুড়িয়ে দিন।

ধনু: (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর) শুভ রং : হলুদ, শুভ সংখ্যা : ৩
অনেকের মধ্যে পছন্দের মানুষটিকে খুঁজে পাবেন। প্রেমের যোগ যথেষ্ট শুভ। পারিবারিক সমস্যার সমাধান হবে। নতুন মানুষের সঙ্গে পরিচিতি হতে পারে। আর্থিক দিকটি আজকের দিনে শুভ।

টোটকা: ভোরবেলা তুলসী পাতা সহযোগে মধু সেবন করুন।  

মকর: (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি)  শুভ রং : লাল, শুভ সংখ্যা : ৫
অর্থের ব্যাপারে সতর্ক থাকুন। বিকেলের পর থেকে মূল্যবান বস্তুগুলি সামলে রাখুন। শারীরিক সমস্যা দেখা দিতে পারে। প্রেমযোগ শুভ।

টোটকা: একটি গোটা সুপারি, তিনটি বেল পাতা ও একটি কলা বাড়ির পশ্চিম দিকের কোণে মাটির পাত্রে রাখুন।

কুম্ভ: (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)  শুভ রং : বেগুনি, শুভ সংখ্যা : ৬
নিজগুণে পারিবারিক পরিবেশকে পক্ষে আনতে পারবেন। দাম্পত্য জীবনে রাশিচক্রের প্রভাবে সমস্যা দেখা যাচ্ছে। তবে প্রেমযোগে এর প্রভাব প্রায় নেই। ফলে প্রেমের ক্ষেত্রটি শুভ।

টোটকা: একটি মাটির পাত্রে কিছুটা গুড়, একটি পান, কিছুটা তেল ও কয়েকটি দ‍ুর্বা ঘাস একসঙ্গে রেখে বাড়ির পশ্চিম কোণে রেখে দিন।

মীন: (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ) শুভ রং : বাদামি, শুভ সংখ্যা : ১১
দিনের শেষের দিকে প্রতিকূল পরিবেশ কেটে যাবে। আবেগপ্রবণতা বজায় থাকবে। আবেগপ্রবণতাই কখনও আপনার বাধা কখনও আপনার সাফল্যের কারণ হিসেবে দেখা দেবে। প্রেমযোগ শুভ।

টোটকা: একটি নিমডাল তিনটি ছোট ছোট টুকরা করে লাল সুতোয় জড়িয়ে পকেটে রাখুন।

বাংলাদেশ সময়: ০০০১ ঘণ্টা, জুন ১৮, ২০১৫
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।