ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

রাশিফল

বৃশ্চিকের প্রেমে সফলতা, বিলম্ব মেষের

জ্যোতিষী রুবাই | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০৫ ঘণ্টা, জুন ২৭, ২০১৫
বৃশ্চিকের প্রেমে সফলতা, বিলম্ব মেষের

আজ কেমন যাবে
তারিখ: ২৭/০৬/২০১৫

মেষ: (২১ মার্চ – ২০ এপ্রিল) শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ৩
প্রেমের সফলতায় বিলম্ব হতে পারে। বিদেশযাত্রার সুযোগ পাবেন।

কর্মক্ষেত্রে শ্রম ও অধ্যবসায়ের ফল মিলতে পারে। জ্ঞাতি-শত্রুদের চক্রান্তে ক্ষতির আশঙ্কা আছে।

টোটকা: তিনটি কড়ি সঙ্গে রাখুন।

বৃষ: (২১ এপ্রিল – ২১ মে) শুভ রং : লাল, শুভ সংখ্যা : ৫
প্রেম ও দাম্পত্য সমস্যার যোগ আছে। আংশিক ঋণশোধে স্বস্তি পেতে পারেন। মৌলিক ও বিচক্ষণ কৌশলে পারিবারিক সমস্যার মোকাবিলা করতে সফল হবেন।

টোটকা: গোসল করার পর একটি নারকেল বাড়ির সদর দরজার ঠিক বাইরে মাটির উপর আঘাত করে ভেঙে ফেলুন।

মিথুন: (২২মে – ২১ জুন) শুভ রং : নীল, শুভ সংখ্যা : ৯
প্রেম-প্রনয়ে জটিলতা আপনাকে মানসিক কষ্ট দিতে পারে। পারিবারিক দায়িত্বে অবহেলা দেখা দিতে পারে। সন্তানের ভবিষ্যত নিয়ে চিন্তা বাড়বে।

টোটকা: একটি শঙ্খ নিজের কাছে রাখুন।


কর্কট: (২২ জুন – ২২ জুলাই)  শুভ রং : হলুদ, শুভ সংখ্যা : ১২
পারিবারিক পরিস্থিতির উন্নতির চেষ্টায় বাধা আসবে। গাড়ি  ক্রয়-বিক্রয় নিয়ে গুরুজনের সঙ্গে মতান্তরের সম্ভাবনা। প্রেমের যোগ শুভ।

টোটকা:  একটি রুপোর কয়েন নিজের সঙ্গে রাখুন।


সিংহ: (২৩ জুলাই - ২৩ আগস্ট) শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ৬
গ্রহের শুভদৃষ্টির ফলে ভাগ্যোদয়ের যোগ। মাতৃকুলের সম্পত্তি পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। অতিরিক্ত অর্থলাভ করতে গিয়ে ক্ষতির সম্ভাবনা। প্রেমযোগ ক্ষীণ।

টোটকা: একটি পাত্রে  যব, গম, চাল, কালো জিরা, কাঁচা মরিচ ভিজিয়ে বিছানার তলায় সারা রাত রাখুন।

কন্যা: (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর) শুভ রং : বেগুনি, শুভ সংখ্যা : ৫
প্রেম-প্রণয়ে ছোট সমস্যা থেকে বড় মাপের জট পাকতে পারে। বিতর্ক এড়িয়ে চলাই শ্রেয়। সাংসারিক দায়িত্ব পালনে ব্যয় বৃদ্ধিতে সঞ্চয়ে হাত পড়বে। দাম্পত্য জীবন সুখের।

টোটকা: শয়নকক্ষের দক্ষিণে গোটা দিন একটি মাটির প্রদীপ জ্বালিয়ে রাখুন।

তুলা: (২৪ সেপ্টেম্বর  – ২৩ অক্টোবর)  শুভ রং বেগুনি, শুভ সংখ্যা : ৯
কোনো ধরনের সম্পত্তি ক্রয়-বিক্রয়ের পরিকল্পনার আগে বাস্তুর অবস্থান লক্ষ্য রাখা একান্ত প্রয়োজন। বন্ধুর সহায়তায় দাম্পত্য কলহের অবসান হলেও পারিবারিক সমস্যা একেবারে মিটে যাবে না।

টোটকা: শোবার ঘরে সাদা ফুলের তোড়া রাখুন।

বৃশ্চিক: (২৪ অক্টোবর – ২২ নভেম্বর) শুভ রং : হলুদ, শুভ সংখ্যা : ৬
ভাগ্যের শুভ প্রভাবে প্রেমে আসতে পারে সফলতা। এতে পেশায় কৃতিত্ব লাভ হতে পারে। তবে ভ্রমণের সুযোগ এলেও তা বাতিল হওয়ার সম্ভাবনা বেশি।

টোটকা: বাম অথবা ডান হাতের কব্জিতে একটি কালো সুতা বেঁধে রাখুন।

ধনু: (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর)  শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ১৯
প্রেম নিয়ে সাময়িক বিষণ্ণতা গ্রাস করতে পারে, তবে তা কেটে যাবে। ব্যবসায় বাড়তি বিনিয়োগে অপ্রত্যাশিত উন্নতির সুযোগ আসতে পারে। গৃহনির্মাণের জন্য ব্যাংক ঋণের আবেদন মঞ্জুর হতে পারে।

টোটকা: যে কোনো একটি ধাতুর ছোট টুকরো নিজের পকেটে রাখুন।

মকর: (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি) শুভ রং : সবুজ, শুভ সংখ্যা : ২
স্বজনদের শত্রুতায় প্রেমের সফলতার পথে বাধা আসতে পারে। বিতর্ক-বিবাদ ও পারিবারিক ঝামেলায় অযথা হয়রানি ও কাজকর্মে ব্যাঘাত ঘটার যোগ আছে। দাম্পত্য জীবনেও স্বজনদের শত্রুতার প্রভাব পড়তে পারে।
 
টোটকা: একটি কাঁচা কলাকে তেল ও সিঁদুর মাখিয়ে সমানভাবে দুই টুকরো করে বাড়ির পিছনের অংশে মাটির পাত্রে রেখে দিন।


কুম্ভ:
(২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)  শুভ রং : বাদামি, শুভ সংখ্যা : ১০

প্রেমের ক্ষেত্রে মনোমালিন্যে মন খারাপ হওয়ার যোগ আছে। ব্যবসা সম্প্রসারণের পরিকল্পনায় সাফল্য লাভ করবেন। ছাত্ররা সাফল্য পাবেন।

টোটকা: তিনটি খেজুর, সামান্য ঘি ও কিছুটা চাল বাড়ির দক্ষিণ-পূর্ব কোণে স্থাপন করুন।

মীন: (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ)  শুভ রং : আকাশি, শুভ সংখ্যা : ১১
দাম্পত্য কলহ মিটে সম্পর্কে উন্নতির যোগ আছে। জন্মসূত্রে অর্থ প্রাপ্তিযোগের ইঙ্গিত। উপকারের প্রতিদান না-ও জুটতে পারে। প্রেমযোগ আছে।

টোটকা: তিনটি কড়ি একটি মটির পাত্রে বাড়ির দক্ষিণে সারাদিন রেখে দিন।

বাংলাদেশ সময়: ০০০১ ঘণ্টা, জুন ২৭, ২০১৫
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।