ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

রাশিফল

চলাফেরায় সতর্ক হোন ধনু, সিংহের পোশাক ব্যবসায় লাভ

জ্যোতিষী রুবাই | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০৫ ঘণ্টা, জুন ২৮, ২০১৫
চলাফেরায় সতর্ক হোন ধনু, সিংহের পোশাক ব্যবসায় লাভ

আজ কেমন যাবে
তারিখ: ২৮/০৬/২০১৫


মেষ:
(২১ মার্চ – ২০ এপ্রিল) শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ৩

আপনার বুদ্ধিবলে জটিলতা থেকে মুক্তি পাবে পরিবার। কর্মে অগ্রগতির যোগ।

প্রেমের জন্য দিনটি শুভ। আর্থযোগ শুভ।

টোটকা: কিছুটা কলাই, কয়েকটি শুকনো লঙ্কা একটি লাল কাপড়ে জড়িয়ে বাড়ির পশ্চিম দিকে রেখে দিন।

বৃষ: (২১ এপ্রিল – ২১ মে)  শুভ রং : লাল, শুভ সংখ্যা : ৫
প্রেম নিয়ে যে কোনো ধরনের বিতর্ক এড়িয়ে চলুন। দায়িত্ব বৃদ্ধিতে মানসিক চাপ বাড়বে। অভিজ্ঞ ব্যক্তির সাহচর্যে সাফল্যের সন্ধান পাবেন। তবে দাম্পত্য ক্ষেত্রে দিনটি শুভ নয়।

টোটকা: একটি আম গাছের পাতায় চন্দনের টিপ দিয়ে কাছে রাখুন।

মিথুন: (২২মে – ২১ জুন)  শুভ রং : নীল, শুভ সংখ্যা : ৯
পরপর সমস্যায় হতাশা বাড়তে পারে। তবে একাধিক উপায়ে উপার্জন বাড়বে। দুষ্ট ব্যক্তির প্ররোচণায় ক্ষতির মুখ দেখতে হতে পারে। প্রেমের ক্ষেত্রে কিছু সমস্যা দেখা দেবে বলেই রাশিচক্রে প্রতীত হচ্ছে।

টোটকা: শোবার ঘরে একটি পাত্রে জল দিয়ে কিছু ফুল রাখলে উপকার পাবেন।

কর্কট: (২২ জুন – ২২ জুলাই) শুভ রং : হলুদ, শুভ সংখ্যা : ১২
দাম্পত্য জীবনে মতবিরোধ দেখা দিতে পারে। প্রেমের ক্ষেত্রটি সমস্যাযুক্ত। আইনঘটিত সমস্যা জটিল থেকে জটিলতর হতে পারে। অস্থিসন্ধি ও পেশির সমস্যায় কষ্ট পাবেন।

টোটকা: একটি মাটির পাত্রে কালো জিরা, শুকনো লঙ্কা ও ভেজানো চাল রেখে সেটিকে জলে ভাসিয়ে দিয়ে পিছন দিকে না ফিরে চলে আসুন।

সিংহ: (২৩ জুলাই - ২৩ আগস্ট) শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ৬
পোশাক ও খাদ্যদ্রব্যের ব্যবসায় লাভ হবে। একাধিক পথে বাড়তি উপার্জন হতে পারে। কোনো তুচ্ছ ঘটনা ঘিরে পরিবারে অশান্তির মেঘ দেখা দিতে পারে। সন্তানকে নিয়েও চিন্তা থাকবে। প্রেমযোগ শুভ।

টোটকা: লবঙ্গ, মধু একটি পাত্রে রেখে বিছানার নীচে সারা রাত রেখে দিন।

কন্যা: (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর) শুভ রং: বেগুনি, শুভ সংখ্যা : ৫
প্রেম নিয়ে ভুল বোঝাবুঝির সম্ভাবনা আছে। সংক্রমণজনিত জ্বর-জ্বালায় ভোগান্তি হতে পারে। ‘ট্রেডিং’ ব্যবসার সঙ্গে যুক্তদের লাভের সম্ভাবনা বাড়বে।

টোটকা: শুকনো লঙ্কা ও পাতি লেবু একটি লাল কাপড়ের মধ্যে বেঁধে বাড়ির সদর দরজার বাইরে রাখুন।

তুলা: (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর) শুভ রং: বেগুনি, শুভ সংখ্যা : ৮
খুচরো বিক্রেতাদের লাভের পরিমাণ বাড়বে। ললিতকলা ও বিজ্ঞানের অনুশীলনে কৃতিত্বের স্বীকৃতি পাবেন। আজকের সম্পত্তি ক্রয়-বিক্রয় স্থগিত রাখাই ভালো। তবে প্রেমের যোগ আছে।
 
টোটকা: শোবার ঘরে সাদা ফুলের তোড়া রাখুন।

বৃশ্চিক: (২৪ অক্টোবর – ২২ নভেম্বর) শুভ রং : হলুদ, শুভ সংখ্যা : ৫
বিল‍াসিতা ঘিরে পরিবারে অশান্তি দেখা দেবে। অতিরিক্ত খরচ নিয়ে দাম্পত্য জীবনে কিছু সমস্যা দেখা দিতে পারে। শিল্পবোধের সূত্রে বাড়তি উপার্জনের হদিস পেতে পারেন।
 
টোটকা: কাজের জায়গায় একটি ত্রিকোণ স্ফটিক রাখুন।

ধনু: (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর)  শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ১৯
সন্তানের বিরূপ আচরণের জন্য প্রতিবেশীদের সঙ্গে ঝামেলা ও পারিবারিক অশান্তি বাড়বে। চলাফেরায় বাড়তি সতর্কতা দরকার। আর্থিক সমস্যা কাটার এখনই লক্ষণ দেখা যাচ্ছে না। প্রেমযোগ শুভ।

টোটকা: একটি কড়ি লাল কাপড়ে জড়িয়ে নিজের কাছে রাখুন।


মকর:
(২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি) শুভ রং : সবুজ, শুভ সংখ্যা : ২

নিজের সব উদ্যোগ সফলতার মুখ দেখতে পারে। সন্তানকে নিয়ে চিন্তা থাকবে। উপহার লাভের যোগ দেখা যাচ্ছে। প্রেমযোগ শুভ।

টোটকা: কাজের টেবিলে বা ব্যবসার জায়গায় ত্রিভুজ আকৃতির স্ফটিক এমনভাবে রাখুন যার উপর সূর্যের আলো পড়ে।

কুম্ভ: (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি) শুভ রং : বাদামি, শুভ সংখ্যা : ৯
ব্যবসায় শত্রু যেন না বাড়ে সেদিকে নজর রাখুন। পাশের দোকান বা পাশের ব্যবসাদারের সঙ্গে সমস্যার যোগ আছে। প্রেম নিয়ে বাইরের কোনো ব্যক্তির মতামত শুনে সমস্যার সৃষ্টি হতে পারে।
 
টোটকা: ব্যবসার জায়গায় সুগন্ধি ফুল রাখুন।

মীন: (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ)  শুভ রং : আকাশি, শুভ সংখ্যা : ১১
প্রেম-প্রণয়ে মেঘমুক্তি ঘটবে। স্নায়ুপীড়ার সমস্যা থাকলে এটি আপনাকে বেশ কিছুটা ভোগাবে। সন্তানের শিক্ষার ব্যপারে কিছু কিছু সমস্যা সামনে আসতে পারে।

টোটকা: শোবার ঘরে সাদা ফুলের তোড়া এমনভাবে রাখুন যাতে সকালে উঠেই তাতে চোখ পড়ে।

বাংলাদেশ সময়: ০০০১ ঘণ্টা, জুন ২৮, ২০১৫
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।