ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

রাশিফল

ধনুর হলুদ শুভ রং, বৃষের সাদা

জ্যোতিষী রুবাই | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০৫ ঘণ্টা, জুলাই ২৯, ২০১৫
ধনুর হলুদ শুভ রং, বৃষের সাদা

আজ কেমন যাবে
তারিখ: ২৯/০৭/২০১৫

মেষ: (২১ মার্চ – ২০ এপ্রিল) শুভ রং : লাল, শুভ সংখ্যা : ১৬
সতর্কতা রক্ষা করা একান্ত দরকার। এই সতর্কতাই আপনাকে বিপদ থেকে রক্ষা করবে।

জাতিকাদের অবস্থা বুঝে সিদ্ধান্ত বদলের প্রয়োজন পড়তে পারে। হাল্কা মাপের পারিবারিক সমস্যা সমাধানের কাজে জড়িয়ে পড়তে পারেন। প্রেমযোগ নেই।

টোটকা: একটি কড়ি সবুজ কাপড়ে জড়িয়ে নিজের কাছে রাখুন।                     


বৃষ: (২১ এপ্রিল – ২১ মে) শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ৯
আপনার বিশ্লেষণী ক্ষমতার মাধ্যমে কর্মেক্ষেত্রে কোনো সমস্যার সমাধান হবে। কোনো গুরুত্বপূর্ণ আলোচনা সার্থক রূপ পেতে পারে। জাতিকাদের অর্থ নষ্টের যোগ আছে। রাতের দিকে পারিবারিক কারণে মনখারাপ হতে পারে। প্রেমযোগ আছে।

টোটকা: ঘরে সুগন্ধি ধুপ জ্বালিয়ে রাখুন।


মিথুন: (২২মে – ২১ জুন) শুভ রং : সবুজ, শুভ সংখ্যা : ১৮
আপনি কোনো কাজ আজকের দিনে ভুলে যেতে পারেন। চেষ্টা করুন যেন কোনো কাজ আপনি ভুলে না যান। দুপুরের পর উপযুক্ত যোগাযোগ আপনাকে সাহায্য করবে। জাতিকারা আজকের দিনে খুব ভিড় হয় এমন জায়গাগুলি যতটা সম্ভব এড়িয়ে চলার চেষ্টা করুন। কোনো অবস্থায় আজকের দিনে ক্ষমতার অপব্যবহার করবেন না।

টোটকা: একটি গোটা ফল তিনটি জবা ফুল সহ জলে ভাসিয়ে দিন।
 
কর্কট: (২২ জুন – ২২ জুলাই) শুভ রং : হলুদ, শুভ সংখ্যা : ৭
রাশিচক্রে গ্রহগুলি অনুকূল থাকায় জটিল কাজগুলি সহজে করে ফেলতে পারবেন। তবে কথা বলার সময় সাবধানে থাকুন। জাতিকারা কর্মস্থলে উন্নতিমূলক পরিবর্তন বেশ আনন্দই পাবেন। তবে বেহিসাবি হলে সঞ্চয় নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে।

টোটকা: কাজের টেবিলে সবুজ পাতাসহ একটি গাছ রাখুন।


সিংহ: (২৩ জুলাই - ২৩ আগস্ট) শুভ রং : বাদামি, শুভ সংখ্যা : ১২
আজকের দিনে পরিবারে কথা প্রাধান্য দিয়ে সমস্যা সমাধান হতে পারে। প্রেম ও দাম্পত্যযোগ শুভ। জাতিকাদের অর্থযোগ শক্তিশালী। কথা দিয়ে সেটা রাখতে না পারার জন্য লজ্জায় পড়তে হতে পারে।

টোটকা: নিমপাতা মিশ্রিত জলে গোসল করুন।  


কন্যা: (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর) শুভ রং : নীল, শুভ সংখ্যা : ৯
বাবা অথবা পরিবারের অন্য কোনো অগ্রজের কাছ থেকে সৎপরামর্শ পাবেন। জাতিকাদের ক্ষেত্রে কোনো সুখবর আসতে পারে। পরিবারের পরিবেশ নিজের অনুকূলে রাখতে গেলে বুদ্ধির ব্যবহার অত্যন্ত জরুরি হয়ে উঠবে। প্রেমযোগ নেই।

টোটকা: গরিবদের আজকের দিনে খাদ্য দান আপনার পক্ষে শুভ।


তুলা: (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর) শুভ রং সাদা, শুভ সংখ্যা : ২১
আপনার ভিন্ন দৃষ্টিকোণ সমাদৃত হবে। বিকেলের দিকে তর্ক-বিতর্কে জড়িয়ে পড়ার সম্ভাবনা। জাতিকাদের অন্যমনস্কতার জন্য কাজে ভুল হওয়ার সম্ভাবনা। কোনো বদমেজাজি মানুষের দ্বারা কিছুটা সমস্যা দেখা দিতে পারে। প্রেমযোগ আছে।

টোটকা: শোবার ঘরে একটি পাত্রে ৫টি সাদা ও হলুদ  ফুল জলে ভাসিয়ে রাখুন।


বৃশ্চিক: (২৪ অক্টোবর – ২২ নভেম্বর) শুভ রং : নীল, শুভ সংখ্যা : ১৮
নানা লোকের নানা মতামত শোনার ফলে সমস্যায় ভুগতে হবে। সময়ে কাজ শেষ করতে সমস্যা হবে। তবে দাম্পত্য জীবন অনুকূলে থাকায় কাজে উদ্যম বজায় থাকবে। জাতিকারা লোভনীয় উপহার বা কথার ফাঁদে পা দিলে ঠকতে পারেন। পরিবারের তরফে সহায়তার যোগ দেখা যাচ্ছে।

টোটকা: কাজের জায়গায় বা অফিস ঘরে গাছ রাখুন।

ধনু: (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর) শুভ রং : হলুদ, শুভ সংখ্যা : ৩
ক্ষতিকর ও ঈর্ষাপ্রবণ কোনো মানুষ আপনার ক্ষতির চেষ্টা করবে। ব্যবসা সংক্রান্ত কোনো ঘটনা আপনার ব্যক্তিগত জীবনে প্রভাব ফেলবে। জাতিকাদের সারাদিনে নানা রকম ছোট ছোট ঝামেলায় পড়তে হবে। রাতে কোনো শুভ খবর আসতে পারে। প্রেমযোগ শুভ।

টোটকা: শোবার ঘরে ৫টি সাদা ও হলুদ ফুল জলে ভাসিয়ে রাখুন।


মকর: (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি) শুভ রং : লাল, শুভ সংখ্যা : ৫
মানসিক অস্থিরতা বাড়তে পারে। দাম্পত্য জীবন নিয়ে সতর্ক থাকুন। জাতিকাদের উপযুক্ত ব্যক্তি নির্বাচনে ভুল হওয়ায় সমস্যা বাড়তে পারে। যোগাযোগ রক্ষার ফলে জাতিকাদের উন্নতির যোগ আছে।

টোটকা: পানিতে কয়েকটি পদ্মফুল রেখে বসার ঘরে দরজার বিপরীত রেখে দিন।


কুম্ভ: (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি) শুভ রং : বেগুনি, শুভ সংখ্যা : ৬
শত্রুপক্ষের পরিকল্পনা আগাম আঁচ করার চেষ্টা করুন। দায়িত্ব নেওয়ার আগে বিষয়টি খতিয়ে দেখুন। জাতিকাদের বিভিন্ন ক্ষেত্রে অর্থ ব্যয় বাড়তে পারে। সন্ধ্যার মধ্যে প্রয়োজনীয় কাজ শেষ করুন। প্রেমযোগ শুভ নয়।

টোটকা: সারাদিন একটি পাত্রে পানিতে চাল, তেঁতুল ভিজিয়ে রাখুন।


মীন: (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ) শুভ রং : বাদামি, শুভ সংখ্যা : ১১
সকালের দিকে কর্মক্ষেত্র ও ব্যবসার ক্ষেত্রে সমস্যা দেখা দিলেও দুপুরের পর থেকে পরিবেশ অনুকূলে আসবে। জাতিকারা কোনো স্নেহভাজনের আগমনে খুশি হবেন। যথাযথ প্রচেষ্টায় গৃহে আনন্দবহুল পরিবেশ বজায় থাকবে। প্রেমযোগ আছে।

টোটকা: পাঁচটি কয়েন একসঙ্গে লাল কাপড়ে বেঁধে রাখুন।


বাংলাদেশ সময়: ০০০৫ ঘণ্টা, জুলাই ২৯, ২০১৫
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।