ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

রাশিফল

কন্যার কর্মে উন্নতি, মিথুনের দাম্পত্য কলহ

জ্যোতিষী রুবাই | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০১ ঘণ্টা, আগস্ট ২০, ২০১৫
কন্যার কর্মে উন্নতি, মিথুনের দাম্পত্য কলহ

আজ কেমন যাবে
তারিখ- ২০/০৮/২০১৫

মেষ: (২১ মার্চ – ২০ এপ্রিল)  শুভ রং : নীল, শুভ সংখ্যা : ২
আমদানি-রফতানি ব্যবসার জন্য শুভ সময়। বিদ্যার্থী ও গবেষকদের বিশেষ সাফল্যের যোগ দেখা যাচ্ছে।

সৎ কাজে সাফল্য ও প্রশংসা লাভ করবেন। প্রেম যোগ শুভ।

টোটকা: কাজের টেবিলে একটি রূপোর কয়েন রাখুন।

বৃষ: (২১ এপ্রিল – ২১ মে) শুভ রং : সবুজ, শুভ সংখ্যা : ৬
জমি-বাড়ি কেনার ক্ষেত্রে বাধা আসতে পারে। প্রেম-প্রণয়ের ক্ষেত্রে  সফলতার ইঙ্গিত আছে। অনৈতিক কাজের প্রতিবাদ করলে শত্রুরা পিছিয়ে যাবে। ভ্রমণের যোগ আছে।

টোটকা: শোবার ঘরে একটি পাত্রে জল দিয়ে  পদ্ম ফুল রাখলে উপকার পাবেন।

মিথুন: (২২মে – ২১ জুন) শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ৯
এই মুহূর্তে ব্যবসা নিয়ে অংশীদারের সঙ্গে বিতর্কে না যাওয়াই ভালো তৃতীয় কাউকে ঘিরে দাম্পত্য অশান্তির মেঘ দেখা দিতে পারে। বন্ধুদের সঙ্গে ভুল বোঝাবুঝিতে মানসিক ক্লেশ জন্ম নেবে। প্রেম যোগ ক্ষীণ।

টোটকা: তিনটি কড়ি সঙ্গে কাছে রাখুন।

কর্কট: (২২ জুন – ২২ জুলাই) শুভ রং : নীল, শুভ সংখ্যা : ৬
দিনের অন্তভাগে অতিরিক্ত পরিশ্রমে দৈহিক দুর্বলতা ও মানসিক অবসাদ গ্রাস করতে পারে। সন্তানের মতিগতি আপনার চিন্তার কারণ হয়ে উঠতে পারে। প্রেম যোগ ক্ষীণ।

টোটকা: লবণ, মধু এবং ঘি একটি পাত্রে রেখে বিছানার নীচে সারা রাত রেখে দিন।

সিংহ: (২৩ জুলাই  - ২৩ আগস্ট)  শুভ রং : সবুজ, শুভ সংখ্যা : ১১
সম্মিলিত চেষ্টায় কঠিন লক্ষ্যও অর্জিত হতে পারে। পারিবারিক সম্পত্তি-বিবাদের ফয়সালায় আইনজ্ঞের পরামর্শ প্রয়োজন হতে পারে। সঙ্গীত চর্চায় অগ্রগতি হবে। প্রেমের যোগ আছে।
 
টোটকা: জলে কয়েকটি পদ্ম ফুল রেখে বসার ঘরে দক্ষিণ কোনে রেখে দিন।

কন্যা: (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর)  শুভ রং : বেগুনি,  শুভ সংখ্যা : ২
অতীতের কোন ভুল বারেবারে সামনে চলে এসে মানসিক হতাশার কারণ হতে পারে। উচ্চশিক্ষা বা গবেষণায় সাফল্য লাভ করবেন। প্রেম-প্রণয়ের জটিলতা কেটে শুভ পরিণতির সম্ভাবনা দেখা। কর্মে উন্নতির যোগ আছে।

টোটকা: শুকনো মরিচ কাপড়ের মধ্যে বেঁধে বাড়ির সদর দরজার বাইরে রাখুন।

তুলা: (২৪ সেপ্টেম্বর  – ২৩ অক্টোবর) শুভ রং :বাদামি,  শুভ সংখ্যা : ৭
জ্ঞাতিদের সঙ্গে বৈষয়িক গোলযোগের দামি জিনিষের ক্ষতি হতে পারে। দিনের মধ্যভাগে কুচক্রী সহকর্মীদের যূথবদ্ধ ষড়যন্ত্রে কর্মক্ষেত্রে জটিলতার আশঙ্কা দেখা যাচ্ছে। মকদ্দমার ফল অনুকূলে যেতে পারে। প্রেম যোগ আছে।

টোটকা: শোবার ঘরে সাদা ফুলের তোড়া রাখুন।

বৃশ্চিক: (২৪ অক্টোবর – ২২ নভেম্বর) শুভ রং : নীল,  শুভ সংখ্যা : ৪
পড়াশোনায় সন্তানের অমনোযোগের ফলে চিন্তা বাড়বে। কল্যাণ কাজে শ্রম দান ও অর্থসাহায্যে সামাজিক প্রভাব-প্রতিপত্তি বৃদ্ধি পাবে। প্রেমের সিদ্ধান্ত নিতে গিয়ে সব দিকে আগে বিবেচনা করুন।

টোটকা: গরীবদের আজকের দিনে খাদ্য দান আপনার পক্ষে শুভ।   

ধনু: (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর) শুভ রং : সাদা,  শুভ সংখ্যা : ৭
ধাতু ব্যবসায় বাড়তি মূলধন বিনিয়োগে সাফল্য আসতে পারে। উচ্চশিক্ষা ও গবেষণায় কৃতিত্বের সূত্রে ভাগ্যোদয়ের শুভ যোগ দেখা যাচ্ছে। স্বামী-স্ত্রী উভয়ের চেষ্টায় সাংসারিক অশান্তির অবসান হবে। তবে দাম্পত্য জীবনে কোন সমস্যার ছায়া পড়তে পারে।

টোটকা: কাজের জায়গায় একটি পিতলের পাত্রে জল রাখুন।

মকর: (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি)  শুভ রং : লাল, শুভ সংখ্যা : ১৬
বিষয়সম্পত্তি নিয়ে স্বজনদের সঙ্গে বিরোধের সম্ভাবনা প্রবল। কান, গলা ও চোখের সমস্যায় ভোগান্তি হতে পারে। সন্তানের মতিগতি ও উদ্ধত ব্যবহারে উদ্বেগ বাড়বে। প্রেমের ক্ষেত্রে মনোমালিন্যের যতটা সম্ভব এড়িয়ে চলুন।

টোটকা: ঘরে উপাসনার জায়গায় সুগন্ধি ধুপ জ্বালিয়ে রাখুন।

কুম্ভ: (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)  শুভ রং : বেগুনি, শুভ সংখ্যা : ৬
ব্যবসায়ীক সমঝোতা শুরু হলেও তা সফল হওয়া কঠিন। কর্মসূত্রে বিদেশযাত্রার সুযোগ মিলতে পারে। ন। পরিবারের সঙ্গে কাছেপিঠে ভ্রমণের পরিকল্পনা হতে পারে।

টোটকা: একটি কাঁচা হলুদ লাল কাপড়ে জড়িয়ে নিজের কাছে রাখুন।

মীন: (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ) শুভ রং : সাদা,  শুভ সংখ্যা : ২
আর্থিক বিষয় নিয়ে পরিবারে গোলযোগ বৃদ্ধির আশঙ্কা দেখা যাচ্ছে। বিতর্ক-বিবাদ এড়িয়ে চলাই ভাল। ভুল বোঝাবুঝিতে সম্পর্কের অবনতি হতে পারে। এর প্রভাব পড়বে প্রেমে।

টোটকা: কাজের টেবিলে বা ব্যবসার জায়গায় ত্রিভুজ আকৃতির স্ফটিক এমন ভাবে রাখুন যা উপর সূর্যের আলো পড়ে।

বাংলাদেশ সময়: ০০০১ ঘণ্টা, আগস্ট ২০, ২০১৫
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।