ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

রাশিফল

মকরের প্রেম-প্রণয়ে ‍অগ্রগতি, বৃষের দিনে যাত্রা শুভ

জ্যোতিষী রুবাই | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০৫ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১৫
মকরের প্রেম-প্রণয়ে ‍অগ্রগতি, বৃষের দিনে যাত্রা শুভ

আজ কেমন যাবে
তারিখ- ২৯/০৮/২০১৫

মেষ: (২১ মার্চ – ২০ এপ্রিল) শুভ রং : সবুজ, শুভ সংখ্যা : ১৯
আজকের দিনে আপনাকে মুখোমুখি হতে হবে কিছু পছন্দের ও কিছু অপছন্দের মানুষের। ব্যবসায় বিনিয়োগ বৃদ্ধির শুভ যোগ।

আজ বকেয়া টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা কম। প্রেম নিয়ে গোটা দিনে নানাভাবে ব্যস্ত থাকতে হতে পারে। দ্বিপ্রহর ছাড়া অন্য সময়ে যাত্রা শুভ।

টোটকা: কাজের জায়গায় একটি গোলাকৃতির স্ফটিক রাখুন।

বৃষ: (২১ এপ্রিল – ২১ মে) শুভ রং : নীল, শুভ সংখ্যা : ৪
আপনার সাফল্যের কারণে শত্রুর প্রতিহিংসা বৃদ্ধির সম্ভাবনা প্রবল। কর্ম পরিবর্তনের চেষ্টায় আশার আলো দেখা যেতে পারে। আজকের দিনে যাত্রা শুভ। দাম্পত্য জীবনের সমস্যার সমাধানের জন্য বাইরের কাউকে ডাকবেন না। প্রেমের জন্য দিনটি শুভ।

টোটকা: কাক-পক্ষীকে দানা শস্য দান করুন।

মিথুন: (২২মে – ২১ জুন)  শুভ রং : লাল, শুভ সংখ্যা : ৭
এই মুহূর্তে ব্যবসায় একেবারে নতুন কিছু করতে চেষ্টা না করাই মঙ্গল। হিসাব রক্ষায় অসতর্কতায় আর্থিক ক্ষতি হতে পারে। হাঁটু ব্যথার সমস্যা বাড়বে। সন্তানের শিক্ষা নিয়ে কিছু নতুন সিদ্ধান্ত নিতে হতে পারে। প্রেমযোগ ক্ষীণ। আজকের যাত্রা শুরু না করাই মঙ্গল।

টোটকা: কুকুর, গবাদি পশুকে খাদ্য দান করুন।

কর্কট: (২২ জুন – ২২ জুলাই) শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ২
স্মৃতি বিভ্রাটের ফলে কাজে ভুল হতে পারে। পারিবারিক সম্পত্তি-বিরোধ আদালতের দরজা পর্যন্ত গড়াতে পারে। ভ্রমণের পরিকল্পনা ভেস্তে যাওয়ার আশঙ্কা। যাত্রা শুভ নয়। প্রেমের বিষয়ে বিশ্বাসে আঘাত লাগে এমন কোনো সিদ্ধান্ত নেবেন না।

টোটকা: বাড়িতে একটি ত্রিকোণাকৃতির স্ফটিক রাখুন।

সিংহ: (২৩ জুলাই - ২৩ আগস্ট) শুভ রং : হলুদ, শুভ সংখ্যা : ৮
আজকের দিনে নতুন কর্মোদ্যমে সাফল্যের ইঙ্গিত দেখতে পাওয়া যাচ্ছে। পরোপকারের স্বীকৃতি না মেলার সম্ভাবনাই প্রবল। দাম্পত্য জীবন নিয়ে সতর্ক থাকুন। আজকের দিনে যাত্রা বাধাযুক্ত। পরিবারের ভিতরে গোপন শত্রুতার যোগ আছে। প্রেমযোগ কিছুটা বাধাযুক্ত।

টোটকা: ধর্মগ্রন্থ পাঠ করুন।

কন্যা: (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর) শুভ রং : বাদামি, শুভ সংখ্যা : ৪
বুদ্ধি স্থির রেখে কর্মস্থলে বিপদের মোকাবিলা করতে পারবেন। কর্মীদের ভুলে ব্যবসায় সঙ্কট বাড়তে পারে। চারুকলার চর্চায় অর্থলাভের পথ সুগম হতে পারে। প্রেমে তৃতীয় ব্যক্তির প্রবেশ ঘটার বিষয়টি কড়া নজরে রাখুন। যাত্রা শুভ।

টোটকা: গোলাপজল মিশ্রিত জলে গোসল করুন।

তুলা: (২৪ সেপ্টেম্বর  – ২৩ অক্টোবর) শুভ রং হলুদ, শুভ সংখ্যা : ৯
আপনার নতুন সাফল্যের ইঙ্গিত দেখা যাচ্ছে। তবে মামলার ফল নিয়ে চিন্তা বাড়বে। প্রবাসী প্রিয়জনের আগমনের সংবাদ মিলতে পারে। বাড়িতে খুশির পরিবেশ বজায় থাকবে। খরচের পরিমাণ কিছুটা বাড়তে পারে। প্রেমে যোগ শুভ। দুপুরের পর যাত্রা শুভ।

টোটকা: কুকুরকে উচ্ছিষ্ট নয় এমন খাবার দিন।
 
বৃশ্চিক: (২৪ অক্টোবর – ২২ নভেম্বর) শুভ রং : লাল, শুভ সংখ্যা : ৬
ব্যবসার জন্য প্রশাসনিক কাজে হয়রানি হতে পারে। পাওনাদারদের বিরুদ্ধে নিতে হতে পারে আইনি ব্যবস্থা। প্রেম ও দাম্পত্য নিয়ে আপনার পরিচিত কেউ আপনার পিছনে ষড়যন্ত্রে লিপ্ত। ভ্রমণের যোগ রাশিচক্রে বর্তমান। যাত্রা শুভ নয়।

টোটকা: দারুচিনি ও মধু সকালে গ্রহণ করুন।
 
ধনু: (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর) শুভ রং : নীল, শুভ সংখ্যা : ৯
রেগে গিয়ে কোনো কথা বলে ফেলে পরবর্তী সময় নিজেরই মনোকষ্ট বাড়বে। কোমর বা হাঁটুতে ব্যথার জন্য চলাফেরায় অসুবিধা হতে পারে। যাত্রায় বাধা দেখা যাচ্ছে। ব্যবসায় কিছুকিছু সমস্যার যোগ দেখা যাচ্ছে। প্রেমের যোগ শুভ।

টোটকা: একটি পাত্রে জলে যব ও চাল ভিজিয়ে রাখুন।

মকর: (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি) শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ১২
কর্মস্থলে তর্ক-বিতর্কের আশঙ্কা দেখা যাচ্ছে। পরিচিতজনের অনৈতিক কাজ আপনাকে সমস্যায় ফেলতে পারে। প্রেম-প্রণয়ে মেঘ কাটিয়ে অগ্রগতি আসবে। নতুন ব্যবস্থা শুরুর ক্ষেত্রে এবং নতুন শুরু হওয়া ব্যবসায় গ্রহের অবস্থানগত কারণে সমস্যা হাজির হবে। যাত্রা শুভ।

টোটকা:  জলে কয়েকটি পদ্মফুল রেখে বসার ঘরে দক্ষিণ কোণে রেখে দিন।

কুম্ভ: (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি) শুভ রং : সবুজ, শুভ সংখ্যা : ৮
আপনার চিন্তা ভাবনার অভিনবত্বের জন্য স্বীকৃতি পাবেন। ব্যবসায় উন্নতির সম্ভাবনা আছে। মুখমণ্ডলের আঘাত বা দাঁতের সমস্যা থাকলে দুর্ভোগ হতে পারে। আজকের দিনে যাত্রা শুভ। ব্যবসার ক্ষেত্রে সবাইকে বিশ্বাস করে চললে আপনার ক্ষতির সম্ভাবনা আছে। প্রেমযোগ শুভ।

টোটকা: শোবার ঘরে সাদা ফুলের তোড়া রাখুন।

মীন: (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ) শুভ রং : নীল, শুভ সংখ্যা : ৪
অভিজ্ঞ ব্যক্তির পরামর্শে সাংসারিক সমস্যার সমাধানের পথ পাবেন। বিকল্প পথে উপার্জনের সন্ধানে বিশেষ লাভ করতে পারবেন না। আজ যাত্রা শুরু করতে হলে দুপুরের পরে করুন। প্রেমের ব্যাপারে তৃতীয় ব্যক্তির সাহায্যের আশায় না থেকে নিজে এগিয়ে যান।

টোটকা: ঈশ্বরের উদ্দেশ্যে সুগন্ধি ধূপ নিবেদন করুন।

বাংলাদেশ সময়: ০০০১ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১৫
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।