ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

রাশিফল

ব্যবসায়িক কাজে অগ্রগতি কুম্ভের, ধনুর ধনলাভের যোগ

জ্যোতিষী রুবাই | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০২ ঘণ্টা, সেপ্টেম্বর ৮, ২০১৫
ব্যবসায়িক কাজে অগ্রগতি কুম্ভের, ধনুর ধনলাভের যোগ

আজ কেমন যাবে
তারিখ: ০৮/০৯/২০১৫

মেষ: (২১ মার্চ – ২০ এপ্রিল) শুভ রং : লাল, শুভ সংখ্যা : ৬ সবুজ, শুভ সংখ্যা : ১৯
কারো পরামর্শ আজকের দিনে আপনাকে অনেকটা এগিয়ে দিতে পারে। আসতে পারে নতুন চাকরির খবর।

প্রেমযোগ ক্ষীণ। যাত্রাযোগে বাধা। চাকরিজীবী জাতিকাদের জন্য দিনটি শুভ।

টোটকা: নিম গাছের ডালের ছোট টুকরো একটি লাল কাপড়ে মুড়ে পকেটে রাখুন।

বৃষ: (২১ এপ্রিল – ২১ মে) শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ৯
আপনার সাফল্যে হিংসা করতে পারে সহকর্মীরা। কর্মক্ষেত্রে সম্মান লাভের সুযোগ আছে। প্রেমযোগ শুভ। মঞ্চের সঙ্গে যুক্ত জাতিকারা সংবর্ধিত হবেন। কর্মক্ষেত্রে কাজের জন্য জাতিকাদের স্বীকৃতি লাভ হতে পারে। যাত্রাযোগ শুভ।

টোটকা: একটি পাত্রে পানিতে গম ও চাল ভিজিয়ে রাখুন।

মিথুন: (২২মে – ২১ জুন) শুভ রং : সবুজ, শুভ সংখ্যা : ৮
রাশিচক্রের শুভ প্রভাবে অশুভ সমস্ত বিষয় থেকে মুক্তি পাবেন। আর্থিক উন্নতি হবে। ছাত্রদের বিশেষ সফলতা। পরিবারের মতের সঙ্গে আপনার মতের অমিল হতে পারে। প্রেমযোগ শুভ। জাতিকাদের ক্ষেত্রে অযাচিত প্রাপ্তিযোগ আছে। তবে শারীরিক সমস্যা কিছুটা কষ্ট দিতে পারে। যাত্রাযোগ দুপুরের পর শুভ।

টোটকা: জলে কয়েকটি গোলাপফুল রেখে বসার ঘরে দরজার বিপরীত রেখে দিন।

কর্কট: (২২ জুন – ২২ জুলাই) শুভ রং : হলুদ, শুভ সংখ্যা : ৭
ব্যবসায় সফলতার ক্ষেত্রে কিছু বাধা আছে। কোনো বিশেষ ঘটনা নিয়ে মানসিক টানাপোড়েন বাড়বে। তবে পারিবারিক সূত্রে অর্থযোগ দেখা যাচ্ছে। প্রেমযোগ বাধাযুক্ত। জাতিকারা পারিবারিক আনন্দ অনুষ্ঠানে যোগ দিতে পারেন। যাত্রাযোগে বাধা।

টোটকা: কাজের জায়গায় একটি ফুলসহ ফুলদানি রাখুন।

সিংহ: (২৩ জুলাই - ২৩ আগস্ট) শুভ রং : বাদামি, শুভ সংখ্যা : ১২
কাছের বন্ধুর সঙ্গে মতবিরোধের যোগ আছে। মতবিরোধের ফলে মন খারাপ থাকবে। প্রেমযোগ ক্ষীণ। জাতিকারা সামাজিক সম্মান লাভ করবেন। প্রতিবেশীদের সঙ্গে মনোমালিন্যের যোগ আছে। যাত্রাযোগ শুভ।

টোটকা: বাড়ির সদর দরজার সামনে সামান্য আতর ছড়িয়ে দিন।

কন্যা: (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর) শুভ রং : নীল, শুভ সংখ্যা : ৯
কোনো প্রতিষ্ঠানের কাছ থেকে অর্থনৈতিক সাহায্য পেতে পারেন। জড়াতে পারেন আইনি জটিলতায়। প্রেমের জন্য দিনটি শুভ। জাতিকারা মায়ের শরীর নিয়ে বিশেষ ব্যস্ত হয়ে পড়বেন। হাঁটু বা পায়ের অন্য কোন অংশে চোটের সম্ভাবনা আছে। যাত্রাযোগ শুভ।

টোটকা: আতর বা সুগন্ধি বাড়ির সদর দরজার পাশে রাখুন।

তুলা: (২৪ সেপ্টেম্বর  – ২৩ অক্টোবর) শুভ রং সাদা, শুভ সংখ্যা : ২১
প্রেমযোগ সমস্যাসঙ্কুল। তবে দাম্পত্যযোগ শুভ। ছাত্রদের ক্ষেত্রে পরীক্ষায় সাফল্যের খবর আসবে। দুপুরের আগে যাত্রা শুরু করুন। জাতিকাদের ভ্রমণের যোগ আছে। সম্পর্ক নিয়ে জটিলতার সৃষ্টি হত পারে।
 
টোটকা: দু’টি কয়েন ও দু’টি কড়ি সবুজ কাপড়ে জড়িয়ে নিজের কাছে রাখুন।

বৃশ্চিক: (২৪ অক্টোবর – ২২ নভেম্বর)  শুভ রং : নীল, শুভ সংখ্যা : ১৮
সামাজিক কাজে খ্যাতি বৃদ্ধি বা সুনাম অর্জন করতে পারেন। চাকরিপ্রার্থীদের জন্য শুভ খবর আসতে পারে। ছাত্রদের জন্য দিনটি শুভ। প্রেমের জন্য দিনটি প্রতিকূল। সন্তানের শরীর নিয়ে চিন্তা থাকবে।

টোটকা: তৃণভোজী প্রাণীর খাদ্য দান করুন।

ধনু: (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর) শুভ রং : হলুদ, শুভ সংখ্যা : ৩
রাশিচক্রের শুভ ফলের প্রভাবে পারিবারিক জীবন হয়ে উঠবে সুন্দর ও আনন্দময়। কর্মক্ষেত্রের ঝড় ঝামেলা থেকে মুক্তি পাবেন। প্রেমযোগ আছে। যাত্রাযোগ শুভ। জাতিকারা পারিবারিক আনন্দ অনুষ্ঠান নিয়ে ব্যস্ত থাকবেন। পারিবারিক সূত্রে উপহার বা ধন লাভের যোগ আছে।

টোটকা: যেকোনো ধাতুর টুকরো পকেটে রাখুন।

মকর:(২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি) শুভ রং : লাল, শুভ সংখ্যা : ৫
পারিবারিক বিরোধিতায় কাজ পণ্ড হতে পারে। পিতৃস্থানীয় ব্যক্তিদের সঙ্গে মনোমালিন্য হতে পারে। প্রেমযোগ আছে। জাতিকাদের উচ্চশিক্ষার সুযোগ আসতে পারে। যাত্রাযোগ শুভ। ভ্রমণের যোগ দেখা যাচ্ছে।

টোটকা: শোবার ঘরে সাদা ফুলের তোড়া রাখুন।

কুম্ভ: (২১ জানুয়ারি –১৮ ফেব্রুয়ারি) শুভ রং : বেগুনি, শুভ সংখ্যা : ৬
ব্যবসায়িক কাজে অগ্রগতি হবে। খাদ্য গ্রহণের অনিয়মের ফলে শারীরিক সমস্যার শিকার হতে পারেন। জাতিকারা কর্মে সফলতা পাবেন। আপনার সমস্যা সমাধানে পাশে পাবেন পারিবারের লোকজনকে। প্রেমযোগ ক্ষীণ। যাত্রাযোগ বাধাযুক্ত।

টোটকা: একটি ফুলের তোড়া কাজের টেবিলে রাখুন।

মীন: (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ) শুভ রং : বাদামি, শুভ সংখ্যা : ১১২
আজকের দিনে সমস্যা সমাধানের রাস্তা বেরিয়ে আসার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। শারীরিক কারণে কাজের পরিকল্পনায় বাধা আসতে পারে। ভুল ব্যক্তিকে বিশ্বাস করলে ক্ষতির সম্ভাবনা। প্রেমযোগ ক্ষীণ। জাতিকারা পারিবারিক কাজে সফলতা পাবেন। যাত্রাযোগে বাধার ফলে কোথাও পৌঁছাতে দেরি হরে পারে।

টোটকা: লেবু ও কাঁচামরিচ একসঙ্গে বাড়ির দক্ষিণে রাখুন।

বাংলাদেশ সময়: ০০০১ ঘণ্টা, সেপ্টেম্বর ০৮, ২০১৫
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।