ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

রাশিফল

আর্থিক বিষয়ে সিদ্ধান্ত নিন মকর, বৃষের যাত্রা-প্রেম শুভ

জ্যোতিষী রুবাই | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৫
আর্থিক বিষয়ে সিদ্ধান্ত নিন মকর, বৃষের যাত্রা-প্রেম শুভ

আজ কেমন যাবে
তারিখ- ২০/০৯/২০১৫

মেষ: (২১ মার্চ-২০ এপ্রিল) শুভ রং: লাল, শুভ সংখ্যা: ৪
রাশিচক্রে অশুভ গ্রহের অবস্থানের প্রভাবে কিছুকিছু শারীরিক এবং মানসিক সমস্যার সৃষ্টি হতে পারে। ব্যবসা এবং কর্মক্ষেত্রে সমস্যা বজায় থাকবে।

যাত্রাযোগ মধ্যম। জাতিকারা পরিবার এবং কর্মক্ষেত্র সমান ভাবে বজায় রাখতে গিয়ে সমস্যায় পরবেন। প্রেম নক্ষত্রের মিশ্র প্রভাব দেখা যাচ্ছে।

টোটকা: দিনের প্রথম খাবার গ্রহণ করার আগে যে কোনো প্রাণীকে খাদ্য দান করুন।
 
বৃষ: (২১ এপ্রিল-২১ মে) শুভ রং: সাদা, শুভ সংখ্যা: ৯
বিশেষ প্রয়োজনে কিছুক্ষণ তার কথা মতো চলতে হবে যাকে আপনি অপছন্দ করেন। যদিও এর ফলে উদ্দেশ্য পূরণ হতে পারে। জাতিকাদের ক্ষেত্রে পরিবারে আনন্দ লাভ এবং আত্মীয় সমাগমের যোগ দেখা যাচ্ছে। যাত্রাযোগ ও প্রেমযোগ শুভ।

টোটকা: শোবার ঘরে সাদা ফুলের তোড়া রাখুন।

মিথুন: (২২মে-২১ জুন) শুভ রং: সবুজ, শুভ সংখ্যা: ৮
আপনার ব্যক্তিগত জীবনের ক্ষেত্রে আজকের দিনে রাশিচক্রের কিছু অশুভ প্রভাব পড়তে পারে। সকালের দিকে পরিবেশ প্রতিকূল হলেও বিকেলে ধীরে ধীরে শুভ ভাব জাগ্রত হবে। পারিবারিক আলোচনায় জাতিকাদের মতামত গ্রহণ করা হবে। যাত্রাযোগ দুপুর থেকে বিকেলের মধ্য শুভ। প্রেম নিয়ে কোনো সমস্যা এলে তাকে নিজের বুদ্ধিতে সমাধানের চেষ্টা করুন।

টোটকা: পানিতে কয়েকটি পদ্ম ফুল রেখে বসার ঘরে দক্ষিণ কোণে রেখে দিন।

কর্কট: (২২ জুন-২২ জুলাই) শুভ রং: হলুদ, শুভ সংখ্যা: ৭
কোনো চিন্তা গোটা দিন ধরে আপনার মনকে অশান্ত রাখবে। পারিবারিক ক্ষেত্রে মানসিক শান্তি পাওয়া কঠিন হবে। জাতিকারা সিদ্ধান্ত বদল করলে সুফল পাবেন। যাত্রাযোগ শুভ। সুযোগকে কাজে লাগাতে পারলে উন্নতির সুযোগ হবে। নতুন প্রেমের সম্ভাবনা ক্ষীণ।
 
টোটকা: একটি পাত্রে পানিয়ে গম, চাল ভিজিয়ে রাখুন।

সিংহ: (২৩ জুলাই-২৩ আগস্ট) শুভ রং: বাদামি, শুভ সংখ্যা: ১২
সরাসরি নয় তবে অপ্রত্যক্ষ ভাবে প্রিয়জনের সমস্যা আপনাকে বিচলিত করতে পারে। যাত্রাযোগ শুভ। জাতিকাদের তাড়াহুড়া করে করা কাজ নিয়ে সমস্যায় পড়তে পারেন। কর্মক্ষেত্র নিয়ে পারিবারিক সমস্যার সম্ভাবনা দেখা যাচ্ছে। প্রেমযোগ শুভ।

টোটকা: গোলাপ জল মিশ্রিত জলে গোসল করুন।

কন্যা: (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর) শুভ রং: নীল, শুভ সংখ্যা: ৯
আজকের দিনে বারবার আপনার পরিস্থিতি পানার হাতের বাইরে যাবার উপক্রম হতে পারে। ধৈর্য নিয়ে কাজ করলে পরিস্থিতি আপনার সপক্ষে আসবে। যাত্রাযোগ শুভ। জাতিকাদের সিদ্ধান্তে পরিবারে শুভ ফল লাভ হবে। প্রেমযোগ শুভ।

টোটকা: ঘুম ভাঙার পর সূর্যের দিকে মুখ করে একটি মাটির ঘটকে দুই হাতে ধরে তিনবার মাটিতে জল ঢালুন।

তুলা: (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর) শুভ রং: সাদা, শুভ সংখ্যা: ২১
সফলতা পেতে নিয়ে সাময়িক সমস্যা থাকলেও হতাশাগ্রস্ত হওয়া উচিৎ হবে না। সন্তানের স্বাস্থ্য নিয়ে চিন্তা থাকবে। যাত্রাযোগে সামান্য বাঁধা রয়েছে। জাতিকারা শত্রুপক্ষকে নিয়ন্ত্রণে রাখতে পারবেন। দাম্পত্য জীবন নিয়ে সমস্যার কিছুটা সমাধান হবে। প্রেমযোগ শুভ।

টোটকা: একটি হলুদ সুতির কাপড়ে কিছুটা সরষে এবং তিল পুটুলি করে বেধে জলে ভাসিয়ে দিন।

বৃশ্চিক: (২৪ অক্টোবর-২২ নভেম্বর) শুভ রং: নীল, শুভ সংখ্যা: ১৮
কোনো প্রিয়জনের কথায় মানসিক যন্ত্রণা পেতে পারেন। বেশ কয়েকটি বাঁধার ভেতরেও কোনো প্রেমের ক্ষেত্রে আশার আলো দেখা দেবে। জাতিকারা কোনো হিতৈষী বন্ধুর সাহায্য পাবেন। কর্মক্ষেত্রে রাশিচক্রের কিছু কিছু বাধার জন্য সফলতা আসায় সমস্যা হচ্ছে। যাত্রাযোগ শুভ।

টোটকা: একটি পাত্রে কিছুটা কালো জিরা, ঘি এবং কয়েকটি পাট কাঠি রেখে সেগুলিকে বাড়ির বাইরে আগুনে পুড়িয়ে দিন।

ধনু: (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর) শুভ রং: হলুদ, শুভ সংখ্যা: ৩
কিছুটা আপোষ করলে সহজে নিজের কাজটি সেরে ফেলতে পারবেন। নিজে যাচাই করে তবেই কোনো জিনিষ কেনার সিদ্ধান্ত নিন। প্রেমের সম্ভাবনা রয়েছে। জাতিকাদের নতুন মানুষের সঙ্গে পরিচিতি হতে পারে। আর্থিক দিকটি আজকের দিনে শুভ। যাত্রাযোগ শুভ।

টোটকা: ভোর বেলায় মধু খান।  

মকর: (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি) শুভ রং: লাল, শুভ সংখ্যা: ৫
আর্থিক বিষয়ে সিদ্ধান্ত আজকের দিনে না নেওয়াই ভালো। যাত্রা যোগ শুভ। জাতিকারা বিকেলের পর থেকে ছোট কিন্তু মূল্যবান বস্তু সামলে রাখুন। শারীরিক সমস্যা দেখা দিতে পারে। প্রেমযোগ শুভ। যাত্রা যোগে দুপুরের পর বাধা দেখা যাচ্ছে।

টোটকা: একটি গোটা সুপারি এবং একটি কলা বাড়ির পশ্চিম দিকের কোণে মাটির পাত্রে রাখুন।

কুম্ভ: (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি) শুভ রং: বেগুনি, শুভ সংখ্যা: ৬
আপনার সাহায্যে এগিয়ে আসবে আপনার পরিবারের মানুষরা। জাতিকারা নিজগুণে পারিবারিক পরিবেশকে সপক্ষে আনতে পারবেন। যাত্রাযোগ শুভ। দাম্পত্য জীবনে রাশিচক্রের প্রভাবে সমস্যা দেখা যাচ্ছে। প্রেমের ক্ষেত্র কিছুকিছু বাধা রয়েছে।

টোটকা: একটি একটি পান কিছুটা তেল রেখে দিন।

মীন: (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ) শুভ রং: বাদামি, শুভ সংখ্যা: ১১
দুপুরের পরের দিকে প্রতিকূল পরিবেশ কেটে যাবে। জাতিকাদের মধ্যে আধ্যাত্মিক ভাব বজায় থাকবে। সন্ধ্যার আগে পর্যন্ত যাত্রাযোগ শুভ। কর্মক্ষেত্রে সহকর্মীকে ব্যক্তিগত তথ্য জানালে সেটিই আপনার বাধা হিসেবে দেখা দেবে। প্রেমযোগ শুভ।

টোটকা: একটি নিম ডাল তিনটি ছোট ছোট টুকরা করে লাল সুতোয় জড়িয়ে পকেটে রাখুন।

বাংলাদেশ সময়: ০০০১ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৫
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।