ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

রাশিফল

মিথুনের বিদেশযাত্রার সুযোগ, কর্কটের দাম্পত্যে সমস্যা

জ্যোতিষী রুবাই | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০০ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৫
মিথুনের বিদেশযাত্রার সুযোগ, কর্কটের দাম্পত্যে সমস্যা

আজ কেমন যাবে
তারিখ: ২১/১০/২০১৫

মেষ: (২১ মার্চ – ২০ এপ্রিল) শুভ রং : সবুজ, শুভ সংখ্যা : ১৯
রাশিচক্রে গ্রহের অবস্থানজনিত সমস্যার জন্য ব্যবসা ও কর্মক্ষেত্রে জটিলতার আশঙ্কা দেখা যাচ্ছে। হিসাবপত্রে ব্যবসার অংশীদারের সঙ্গে বিবাদ হতে পারে।

প্রেমের যোগ আছে। যাত্রাযোগে কিছু বাধা আছে।

টোটকা: কাজের জায়গায় একটি গোলাকৃতির স্ফটিক রাখুন।


বৃষ: (২১ এপ্রিল – ২১ মে) শুভ রং : নীল, শুভ সংখ্যা : ৪
গ্রহের শুভ প্রভাবে ব্যবসায়িক সমস্যার সমাধান ও সাংসারিক সমস্যার  যোগ আছে। বন্ধুর সাহায্যে শত্রুর মোকাবিলা করতে পারবেন। দুপুরের পর শুভ কাজে বাধা আসতে পারে। প্রেম ও যাত্রাযোগ শুভ।

টোটকা: পাখিদের দানা শস্য দান করুন।


মিথুন: (২২মে – ২১ জুন) শুভ রং : লাল, শুভ সংখ্যা : ৭
দিনের শুরুতে গ্রহের অবস্থানের জন্য কাজকর্মে বাধা আসতে পারে। যাত্রাযোগ শুভ। বিদেশযাত্রার সুযোগ আসতে পারে। বিতর্ক-বিবাদ যতটা সম্ভব এড়িয়ে চলাই ভালো। প্রেমযোগ ক্ষীণ। অর্থযোগ মিশ্র।

টোটকা: কুকুর, গবাদি পশুদের খাদ্য দান করুন।


কর্কট: (২২ জুন – ২২ জুলাই) শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ২
পাওনা অর্থ-সম্পত্তি প্রাপ্তির সম্ভাবনা আপনাকে আনন্দ দেবে। দিনের শেষের দিকে পরিবার নিয়ে চিন্তা বাড়াবে। প্রেমে বাধা আছে। দাম্পত্য জীবনে সমস্যা আসতে পারে। যাত্রাযোগ শুভ।

টোটকা: বাড়িতে একটি ত্রিকোণাকৃতির স্ফটিক রাখুন।


সিংহ: (২৩ জুলাই - ২৩ আগস্ট) শুভ রং : হলুদ, শুভ সংখ্যা : ৮
বাদানুবাদের জেরে কর্মস্থলে সমস্যা বাড়তে পারে। পারিবারিক শান্তি বজায় রাখতে আত্মত্যাগ করতে হতে পারে। দাম্পত্য জীবনে সতর্ক থাকা প্রয়োজন। প্রেমযোগে বাধা আছে। যাত্রাযোগ শুভ।

টোটকা: ধর্মগ্রন্থ পাঠ করুন।


কন্যা: (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর) শুভ রং : বাদামি, শুভ সংখ্যা : ৪
কর্মস্থল ও ব্যবসায় উন্নতির সম্ভাবনা দেখা যাচ্ছে। দিনের অন্তভাগে সামাজিক কাজে অর্থদানে মানসিক তৃপ্তি পাবেন। ধাতু ব্যবসার সঙ্গে যুক্তদের সাফল্য আসতে পারে। প্রেমযোগ নেই। যাত্রাযোগ শুভ।

টোটকা: গোলাপজল মিশ্রিত জলে গোসল করুন।


তুলা: (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর) শুভ রং হলুদ, শুভ সংখ্যা : ৯
বন্ধু ও কোনো সহকর্মীর সহায়তায় কর্মক্ষেত্রে সঙ্কটের অবসান হতে পারে। অসাধু মানুষের কবলে পড়ে অর্থদণ্ড দিতে হতে পারে। পৈতৃক সম্পত্তি ভাগাভাগি নিয়ে আলোচনার সম্ভাবনা দেখা যাচ্ছে। প্রেমযোগ নেই। যাত্রাযোগ মিশ্র।

টোটকা: গরিব মানুষকে খাবার দান করুন।
 

বৃশ্চিক: (২৪ অক্টোবর – ২২ নভেম্বর) শুভ রং : লাল, শুভ সংখ্যা : ৬
সন্তানের বিদ্যার্জনে কৃতিত্ব আপনাকে আনন্দিত করবে। গুরুজনের দেহ কষ্ট আপনাকে পীড়া দেবে। দিনের অন্তভাগে অপ্রিয় সত্য কথায় স্বজন, বন্ধুবিমুখ হতে পারে। কর্মক্ষেত্রে কাজের চাপ বাড়বে। প্রেমযোগ আছে। যাত্রাযোগ শুভ।

টোটকা: দারুচিনি ও মধু সকালে গ্রহণ করুন।
 

ধনু: (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর) শুভ রং : নীল, শুভ সংখ্যা : ৯
বারবার বাধাপ্রাপ্ত হয়েছে এমন কাজ শেষ হবে। কর্মে উন্নতি। অতিরিক্ত সরলতার জন্য আপনাকে ফাঁসিয়ে ক্ষতি করতে পারে কেউ। প্রেমযোগ নেই। যাত্রাযোগ শুভ।

টোটকা: একটি পাত্রে জলে যব ও চাল ভিজিয়ে রাখুন।


মকর: (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি) শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ১২
কর্মক্ষেত্রে কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হবে। পারিবারিক দায়িত্ব পালন নিয়ে মনোমালিন্য শুরু হতে পারে। তুচ্ছ কারণে দাম্পত্য অশান্তি দেখা দিতে পারে। প্রেমযোগ ক্ষীণ। যাত্রাযোগ শুভ।

টোটকা: জলে কয়েকটি পদ্মফুল রেখে বসার ঘরে দক্ষিণ কোণে রেখে দিন।


কুম্ভ: (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি) শুভ রং : সবুজ, শুভ সংখ্যা : ৮
সমস্ত বাধা পেরিয়ে কর্মক্ষেত্রে সাফল্য পাবেন। বাণিজ্য সূত্রে লাভের মুখ দেখবেন। দিনের শুরুতে বুদ্ধিবলে কার্যোদ্ধার করতে পারবেন। যাত্রাযোগে বাধা আছে। শখ-শৌখিনতায় বহুব্যয় হবে। প্রেমযোগ শুভ।

টোটকা: শোবার ঘরে সাদা ফুলের তোড়া রাখুন।


মীন: (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ) শুভ রং : নীল, শুভ সংখ্যা : ৪
দিনের মধ্যভাগে পারিবারিক শান্তি বজায় থাকায় শান্তি পাবেন। অন্যমনস্কতার জন্য কর্মক্ষেত্রে সমস্যা হতে পারে। শুভ কাজ ত্বরান্বিত হতে পারে। প্রেমযোগ আছে। যাত্রাযোগ শুভ।

টোটকা: ঈশ্বরের উদ্দেশ্যে সুগন্ধি ধূপ নিবেদন করুন।


বাংলাদেশ সময়: ০০০১ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৫
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।