ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

রাশিফল

গাড়ি কেনার জন্য দিনটি শুভ কন্যার, সমস্যা বাড়বে তুলার

জ্যোতিষী রুবাই | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০০ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৫
গাড়ি কেনার জন্য দিনটি শুভ কন্যার, সমস্যা বাড়বে তুলার

আজ কেমন যাবে
তারিখ: ২২/১০/২০১৫

মেষ: (২১ মার্চ – ২০ এপ্রিল) শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ৩
মাঝারি মাপের সমস্যা সামনে এলেও কেটে যাবে। ভরসা করতে পারেন কাছের বন্ধুদের।

আপনার প্রশংসা হবে পরিবার ও কর্মক্ষেত্রে। প্রেমযোগ থাকলেও সেটি বাধাযুক্ত। যাত্রাযোগ মিশ্র।

টোটকা: তিনটি গোলাপফুল একটি সাদা কাপড়ে জড়িয়ে বাড়ির পশ্চিম দিকে রেখে দিন।

বৃষ: (২১ এপ্রিল – ২১ মে) শুভ রং : লাল, শুভ সংখ্যা : ৫
ব্যবসার অংশীদারের সঙ্গে বিতর্কের সম্ভাবনা এ মুহূর্তে এড়িয়ে যান।   কোনো অবাঞ্ছিত ঘটনা প্রকাশ্যে এসে পড়তে পারে। কড়া মনোভাব দেখানোর কাজে শৃঙ্খলা ফিরে আসবে। দাম্পত্য জীবন সুখের। প্রেমযোগ শুভ। যাত্রাযোগে বাধা দেখা যাচ্ছে।

টোটকা: তিনটি কড়ি কাছে রাখুন।

মিথুন: (২২মে – ২১ জুন) শুভ রং : নীল, শুভ সংখ্যা : ৯
ব্যবসার ক্ষেত্রে আর্থিক বিষয় নিয়ে সমস্যা আসতে পারে। সন্ধ্যের পর ব্যবসায়িক ক্ষেত্র থেকে সমস্যা সমাধানের খবর আসতে পারে। কোনো বিশেষ অবস্থায় বন্ধুদের সাহায্য হতে পারে। প্রেমযোগ শুভ। যাত্রাযোগ মিশ্র।

টোটকা: শোবার ঘরে একটি পাত্রে জল দিয়ে পদ্মফুল রাখলে উপকার পাবেন।

কর্কট: (২২ জুন – ২২ জুলাই) শুভ রং : হলুদ, শুভ সংখ্যা : ১২
পরিবার ও কাছের বন্ধুদের মাধ্যমে জটিল সমস্যার সমাধান করবেন। কর্মক্ষেত্রে লোকজনেরা এগিয়ে এসে আপনার পাশে দাঁড়াবে। তবে কর্মক্ষেত্রে কিছু মানুষের সঙ্গে কোনো বিষয় নিয়ে মতানৈক্য দেখা দেখা দিতে পারে। প্রেমযোগ আছে। যাত্রাযোগ শুভ।

টোটকা: একটি পাত্রে কালো জিরা রেখে সেটিকে পানিতে ভাসিয়ে দিয়ে পিছনদিকে না ফিরে চলে আসুন।

সিংহ: (২৩ জুলাই - ২৩ আগস্ট) শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ৬
পরিবারের সাহায্যে ব্যবসার কাজগুলি একে একে সম্পূর্ণ হয়ে যাবে। অর্থকরী বিষয়ে বাধা না থাকলেও সম্পত্তিপ্রাপ্তিতে বাধা আসতে পারে। প্রেমযোগ নেই। যাত্রাযোগ মিশ্র।

টোটকা: লবঙ্গ, মধু একটি পাত্রে রেখে বিছানার নীচে সারা রাত রেখে দিন।

কন্যা: (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর) শুভ রং : বেগুনি, শুভ সংখ্যা : ৫
ব্যবসার ক্ষেত্রে কিছু কিছু মতবিরোধ হলেও তার ফলে বিশেষ ক্ষতির সম্ভাবনা নেই। গাড়ি কেনার কথা ভাবছেন, আজকের দিনটি তাদের জন্য শুভ। যাত্রাযোগ শুভ। ভ্রমণেরযোগ আছে। প্রেমযোগ শুভ।

টোটকা: একটি পাতি লেবু লাল কাপড়ে বেঁধে বাড়ির সদর দরজার বাইরে রাখুন।

তুলা: (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর) শুভ রং: বেগুনি, শুভ সংখ্যা : ৮
গ্রহের সমস্যার ফলে সমস্যা বাড়বে। খাওয়া-দাওয়া নিয়ে অবহেলা শারীরিক সমস্যার জন্ম দিতে পারে। দিনের শেষের দিকে ধীরে ধীরে শুভ পরিবর্তন হবে। প্রেমযোগ ক্ষীণ। যাত্রাযোগ শুভ।
 
টোটকা: শোবার ঘরে সাদা ফুলের তোড়া রাখুন।

বৃশ্চিক: (২৪ অক্টোবর – ২২ নভেম্বর) শুভ রং : হলুদ, শুভ সংখ্যা : ৫
ধাতু প্রাপ্তি হতে পারে। দাম্পত্য জীবন সুখকর থাকবে। তবে আজকের দিনে নতুন কোনো বিতর্কে না যাওয়াই ভালো। ব্যবসা শুভ। প্রেমযোগ আছে।

টোটকা: কাজের জায়গায় একটি ত্রিকোণ স্ফটিক রাখুন।

ধনু: (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর) শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ১৯
কর্মক্ষেত্রে নতুন নতুন সমস্যা সামনে আসতে পারে। আপনার পরিবার সুখ বৃদ্ধির কারণ হবে। গুরুজনদের সহযোগিতা লাভ করবেন। সন্তানের শরীর নিয়ে চিন্তা থাকবে। প্রেমযোগ ক্ষীণ। যাত্রাযোগ শুভ।

টোটকা: একটি কয়েন লাল কাপড়ে জড়িয়ে নিজের কাছে রাখুন।

মকর: (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি) শুভ রং : সবুজ, শুভ সংখ্যা : ২
ব্যবসায় কোনো শুভ খবর আসতে পারে। সঞ্চয়ের যোগ দৃশ্যমান। অর্থ লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকা দরকার। ভুল বোঝাবুঝি সমস্যা হতে পারে। কর্মযোগ ও পরিবারযোগ শুভ। প্রেমযোগ শুভ।

টোটকা: কাজের টেবিল বা ব্যবসার জায়গায় ত্রিভুজ আকৃতির স্ফটিক এমনভাবে রাখুন যার উপর সূর্যের আলো পড়ে।

কুম্ভ: (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি) শুভ রং : বাদামি, শুভ সংখ্যা : ৯
অতিরিক্ত বিশ্বাস করে কাউকে কোনো দায়িত্ব দিলে সেই দায়িত্ব সমস্যার কারণ হতে পারে। পারিবারিক পরিস্থিতিতে কিছুটা জটিলতা সাময়িকভাবে কমবে। বিকেলের পর থেকে পরিবেশ কিছুটা ভালো হতে থাকবে। প্রেমযোগ আছে।
 
টোটকা: কাজের জায়গায় সুগন্ধি ফুল রাখুন।

মীন: (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ) শুভ রং : আকাশি, শুভ সংখ্যা : ১১
আজকের দিনে কোনো সাফল্যের খবর আসতে পারে। রাশিচক্রের ফলে কিছু অপ্রতিহত বাধা সামনে আসতে পারে। তবে বিচলিত না হয়ে তার মোকাবিলা করলে সফল হবেন। প্রেমযোগ সমস্যাযুক্ত। যাত্রাযোগ শুভ।
 
টোটকা: শোবার ঘরে সাদা ফুলের তোড়া এমনভাবে রাখুন যাতে সকালে উঠেই তাতে চোখ পড়ে।


বাংলাদেশ সময়: ০০০১ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৫
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।