ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

রাশিফল

চাকরিতে উন্নতি মীনের, মেষ চিত্রশিল্পীর সুখবর

জ্যোতিষী রুবাই | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০০ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৫
চাকরিতে উন্নতি মীনের, মেষ চিত্রশিল্পীর সুখবর

আজ কেমন যাবে
তারিখ: ৩১/১০/২০১৫

মেষ: (২১ মার্চ – ২০ এপ্রিল) শুভ রং : সবুজ, শুভ সংখ্যা : ১৯
ব্যবসা ও কর্মক্ষেত্রে সফলতা আসবে। সন্তানের স্বাস্থ্য নিয়ে বিশেষ উদ্বেগ দেখা দিতে পারে।

চিত্রশিল্পী ও ভাস্করদের জন্য শুভ দিন। দাম্পত্য ও প্রেমে অশুভ যোগের ফলে সমস্যা আসতে পারে। যাত্রাযোগ শুভ।

টোটকা: কাজের জায়গায় একটি গোলাকৃতির স্ফটিক রাখুন।

বৃষ: (২১ এপ্রিল – ২১ মে) শুভ রং : নীল, শুভ সংখ্যা : ৪
খাদ্যাভ্যাস থেকে নানা রোগ-ব্যাধি দেখা দিতে পারে। আবেগতাড়িত হয়ে পড়লে সমস্যা বাড়বে। পরিচিতজনের কারসাজিতে প্রতারিত হওয়ার আশঙ্কা। প্রেমিক বা প্রেমিকার তরফে কাজের উৎসাহ পাবেন। যাত্রাযোগ শুভ।

টোটকা: পানিতে একটি ধাতুর টুকরো রাখে বাড়িতে রাখুন।

মিথুন: (২২মে – ২১ জুন) শুভ রং : লাল, শুভ সংখ্যা : ৭
আর্থিক ও সম্পত্তিগত বিষয় নিয়ে আত্মীয়দের সঙ্গে বিরোধ বাড়বে। যাত্রাযোগ শুভ। দূর ভ্রমণের যোগ আছে। কর্মক্ষেত্র ও ব্যবসায় উন্নতি হতে পারে। প্রেমযোগ ক্ষীণ।

টোটকা: সন্ধ্যের সময় বাড়ির দক্ষিণ দিকে একটি মোমবাতি জ্বালিয়ে রাখুন।

কর্কট: (২২ জুন – ২২ জুলাই) শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ২
ব্যবসা অথবা আপনার কাজের ক্ষেত্রে নতুন কর্ম পরিকল্পনায় সাফল্যের ইঙ্গিত আছে। প্ররোচণা আসতে পারে। কোনো প্ররোচণায় পা না-দেওয়াই ভালো। নিয়ম-কানুন নিয়ে কিছু ভোগান্তি হতে পারে। প্রেমযোগ শুভ। যাত্রাযোগ মিশ্র।

টোটকা: বাড়িতে তিনটি কড়ি বসার ঘরের উত্তর দিকে রাখুন।

সিংহ: (২৩ জুলাই - ২৩ আগস্ট) শুভ রং : হলুদ, শুভ সংখ্যা : ৮
নিজস্ব পরিকল্পনায় ব্যবসায় বিশেষ সাফল্যের যোগ আছে। উচ্চশিক্ষা ও গবেষণামূলক কাজে আকস্মিক বাধা আসতে পারে। অর্থযোগ শুভ। কোনো পরিচিত ব্যক্তি প্রেমের ক্ষেত্রে সমস্যা সৃষ্টি করতে পারে। যাত্রাযোগ শুভ।

টোটকা: পানিতে চাল ভিজিয়ে রাখুন।

কন্যা: (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর) শুভ রং : বাদামি, শুভ সংখ্যা : ৪
আজ ব্যবসা ও কর্মক্ষেত্রে বিশেষ সতর্ক হওয়া দরকার। শ্লেষ্মা বৃদ্ধি ও শ্বাসযন্ত্রের সমস্যায় ভোগান্তি দেখা দিতে পারে। দিনের মধ্যভাগে চুরি বা পকেটমারিতে অর্থ ক্ষতির সম্ভাবনা। আপনার বাহ্যিক কাঠিন্য নতুন সম্পর্কের ক্ষেত্রে বাধা হতে পারে। যাত্রাযোগ শুভ।

টোটকা: গোলাপজল মিশ্রিত জলে গোসল করুন।

তুলা: (২৪ সেপ্টেম্বর  – ২৩ অক্টোবর) শুভ রং হলুদ, শুভ সংখ্যা : ৯
সম্পত্তি রক্ষার জন্য আইনি প্রস্তুতি প্রয়োজন হতে পারে। কাজের মধ্যে আসা নানা সমস্যার ফলে মানসিক অবসাদ দেখা দিতে পারে। ভ্রমণযোগ শুভ। প্রেমের ক্ষেত্রে সতর্ক হয়ে পদক্ষেপ গ্রহণ করা একান্তভাবে বাঞ্ছনীয়।

টোটকা: গরিবদের অর্থদান আজকের দিনে শুভ।
 
বৃশ্চিক: (২৪ অক্টোবর – ২২ নভেম্বর) শুভ রং : লাল, শুভ সংখ্যা : ৬
কোনো এক বন্ধুর মাধ্যমে বন্ধুদের সঙ্গে ভুল বোঝাবুঝির অবসান হওয়ার সম্ভাবনা আছে। প্রেমের ক্ষেত্রে শুভ। প্রেম নিয়ে কোনো পরিকল্পনা থাকলে এগোতে পারেন। কর্মক্ষেত্র ও ব্যবসায় মিশ্র প্রভাব বজায় থাকবে। যাত্রাযোগ শুভ।

টোটকা: একটি লোহার টুকরো সঙ্গে রাখুন।
 
ধনু: (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর) শুভ রং : নীল, শুভ সংখ্যা : ৯
ব্যবসার নতুন পরিকল্পনায় ধাক্কা খেতে হতে পারে। তবে হতাশ হবেন না। দিনের মধ্যভাগ থেকে অর্থযোগ শুভ। পরিবারের বরিষ্ঠ মানুষদের প্রচেষ্টায় পারিবারিক পরিস্থিতির উন্নতি হবে। প্রেমযোগ শুভ। যাত্রাযোগে কিছুকিছু বাধা দেখা যাচ্ছে।

টোটকা: একটি পাত্রে কিছুটা ডাল ভিজিয়ে রাখুন।

মকর: (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি)  শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ১২
রাশিচক্রে শুভযোগের ফলে সমৃদ্ধি আসবে। সৃষ্টিশীল কাজে আনন্দ খুঁজে পাবেন। ভাই-বোনের সঙ্গে সম্পর্কের অবনতি হতে পারে। প্রেম নিয়ে কিছুটা মানসিক চাপে থাকতে হতে পারে। যাত্রাযোগ শুভ।

টোটকা:  জলে কয়েকটি পদ্মফুল রেখে বসার ঘরে দক্ষিণ কোণে রেখে দিন।

কুম্ভ: (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি) শুভ রং : সবুজ, শুভ সংখ্যা : ৮
পেটের রোগের সমস্যা বাড়তে পারে। দিনের মধ্যভাগে একাধিক পথে অর্থাগম হওয়ার সম্ভাবনা আছে। দিনের শেষ ভাগটি প্রেমের জন্য বিশেষ শুভ। যাত্রাযোগে বাধা আছে। চলাফেরার সময় সতর্ক থাকতে হবে।

টোটকা: শোবার ঘরে সাদা ফুলের তোড়া রাখুন।

মীন: (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ) শুভ রং : নীল, শুভ সংখ্যা : ৪
কর্মক্ষেত্র বা ব্যবসায় কিছু সমস্যা থাকলেও তা সময়ের সঙ্গে সঙ্গে সমাধান হয়ে যাবে। প্রেমের ক্ষেত্রে মান-অভিমানের সমস্যা দেখা দিতে পারে। চাকরি ক্ষেত্রে উন্নতি ব্যাহত হতে পারে। যাত্রাযোগ মিশ্র।

টোটকা: ঈশ্বরের উদ্দেশ্যে সুগন্ধি ধূপ নিবেদন করুন।

বাংলাদেশ সময়: ০০০১ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৫
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।