ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

রাশিফল

মীনের দূর ভ্রমণ, মেষের প্রেমে সাফল্য

জ্যোতিষী রুবাই | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০০ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০১৫
মীনের দূর ভ্রমণ, মেষের প্রেমে সাফল্য

আজ কেমন যাবে
তারিখ: ০৪/১২/২০১৫

মেষ: (২১ মার্চ – ২০ এপ্রিল) 
পরিকল্পনায় ত্রুটির জেরে কর্মক্ষেত্র বা ব্যবসায় যান্ত্রিক কোনো সমস্যায় পড়তে পারেন। রক্তচাপজনিত সমস্যার বিষয়টি পরীক্ষা করা দরকার।

আর্থিক দিকে কিছু বাধা আছে। প্রেমের ক্ষেত্রে এগিয়ে গেলে সাফল্য আসবে।

শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ২১

বৃষ: (২১ এপ্রিল – ২১ মে)
নিজের দাম্পত্য জীবন নিয়ে হতাশা বাড়তে পারে। এরফলে এমন কিছু করবেন না যাতে পরিবারে অশান্তি হয়। নতুন মানুষের সঙ্গে বন্ধু আপনাকে আনন্দিত করতে পারে। ভ্রমণের সুযোগ।  

শুভ রং : সবুজ, শুভ সংখ্যা : ৬

মিথুন: (২২মে – ২১ জুন)
মাত্রাছাড়া ভাবাবেগ থেকে তৈরি হওয়া কারও দেখানো ভয়ে বিচলিত হবেন না। ভয় দেখিয়ে আপনার কাছ থেকে সুযোগ নেওয়ার চেষ্টা হতে পারে। প্রেমের ক্ষেত্রটি মিশ্র। যাত্রাপথে সাবধানে থাকা দরকার।
 
শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ৯

কর্কট: (২২ জুন – ২২ জুলাই)
আপনাকে কোনো সুযোগ পাইয়ে দেওয়ার নাম করে কেউ অর্থ বা অন্যকিছু গ্রাস করার চক্রান্ত করছে। লোভের ফাঁদে পা দিলেই সমস্যায় জড়িয়ে পড়বেন। প্রেমে বাধা আছে। অর্থযোগ শুভ।

শুভ রং : নীল, শুভ সংখ্যা : ৬

সিংহ: (২৩ জুলাই - ২৩ আগস্ট) 
আঘাতের যোগ আছে, তবে কোনো বড় ক্ষতির সম্ভাবনা প্রায় নেই। যন্ত্র নিয়ে কাজ করার সময় বিশেষ সতর্ক হোন। প্রেমযোগ শুভ। আর্থিক উন্নতির সম্ভাবনা।

শুভ রং : সবুজ, শুভ সংখ্যা :  ১১

কন্যা: (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর) 
আপনার বিরুদ্ধে কোনো অভিযোগ উঠলে সামনে থেকে তার মোকাবিলা করুন। পরিবারের সবার সঙ্গে কোথাও বেড়তে যাওয়ার সুযোগ আসতে পারে। প্রেমযোগ শুভ।

শুভ রং : বেগুনি, শুভ সংখ্যা : ২

তুলা: (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর)
প্রেমের অভিনয় করে আপনাকে কেউ ঠকাবার পরিকল্পনা করতে পারে। বন্ধু নির্বাচনের আগে দেখে নিন সে কতটা আপনার পক্ষে উপযুক্ত। আর্থিক ক্ষেত্রে সমস্যা দেখা দিতে পারে। পথে আঘাতের সম্ভাবনা আছে।

শুভ রং : বাদামি, শুভ সংখ্যা : ৭

বৃশ্চিক: (২৪ অক্টোবর – ২২ নভেম্বর)
পুরনো কোনো শত্রুতার জেরে আপনার কোননো পরিচিত ক্ষতির চেষ্টা করতে পারে। পরিবারের সবাই মিলে সিনেমা দেখা ও ভ্রমণের যোগ আছে। প্রেম নিয়ে খুব সাবধানে পা ফেলুন। অর্থযোগ শুভ।

শুভ রং : নীল, শুভ সংখ্যা : ৫

ধনু: (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর)
কুটুম্বিতা নিয়ে গোলমালে বাইরের কোনো মানুষ আপনার পরিবারের ভিতর এসে পারিবারিক বিষয়ে হস্তক্ষেপ করতে পারে। এর ফলে সমস্যা বড় আকার নিতে পারে। সমস্যা পরিবারের সবাই মিলে সমাধান করুন। প্রেম-বিবাহ নিয়ে খুব দ্রুত সিন্ধান্ত নেবেন না।

শুভ রং : সাদা  শুভ সংখ্যা : ৭

মকর: (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি) 
বিদেশ যাত্রার যোগ আছে। বিদেশে নতুন বন্ধু হতে পারে। নতুন পোশাক বা প্রসাধনী উপহার হিসেবে পেতে পারেন। প্রেমযোগ শুভ। আর্থিক উন্নতির যোগ আছে।

শুভ রং : লাল, শুভ সংখ্যা : ১৬

কুম্ভ: (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি) 
কর্মক্ষেত্রে আপনি রাজনীতির শিকার হতে পারেন। সবার সঙ্গে মানিয়ে চলার চেষ্টা করুন। প্রেমের ক্ষেত্রে আপনাকে আরও কিছুটা সময় অপেক্ষা করতে হতে পারে। আর্থযোগ শুভ।

শুভ রং : বেগুনি, শুভ সংখ্যা : ৬

মীন: (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ)
দূরে ঘুরতে যাওয়ার যোগ আছে। বন্ধুদের সঙ্গে বেড়াতে যাওয়ার পরিকল্পনা হতে পারে। নতুন বন্ধুলাভের সম্ভাবনা যথেষ্ট। পুরনো বন্ধুকে ফিরে পেতে পারেন।
 
শুভ রং : সাদা,  শুভ সংখ্যা : ২

বাংলাদেশ সময়: ০০০১ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০১৫
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।