ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

রাশিফল

তুলা-বৃশ্চিকের আর্থিক লাভ, ক্ষতি কন্যার

জ্যোতিষী রুবাই | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০৩ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০১৫
তুলা-বৃশ্চিকের আর্থিক লাভ, ক্ষতি কন্যার

আজ কেমন যাবে
তারিখ: ০৮/১২/২০১৫

মেষ: (২১ মার্চ – ২০ এপ্রিল)
শত্রু কি আপনার থেকে শক্তিশালী? মনে হলে কিছুটা রক্ষণাত্মক হোন। উত্তেজিত হয়ে প্রেম কিংবা দাম্পত্য সমস্যার সমাধান সম্ভব নয়।

আর্থিকযোগ শুভ। তবে পথে কিছু সমস্যার সম্মুখীন হতে পারেন।

শুভ রং : নীল, শুভ সংখ্যা : ২২

বৃষ: (২১ এপ্রিল – ২১ মে)
পরিচিতকে ঘিরে জটিলতা দেখা দিতে পারে। প্রেম নিয়ে জটিলতার জেরে বন্ধুদের মধ্যে সমস্যার সৃষ্টি হতে পারে। দাম্পত্য জীবনে কিছু সমস্যার সম্ভাবনা আছে। কর্মক্ষেত্র মোটের উপর শুভ।

শুভ রং : সবুজ, শুভ সংখ্যা : ১৬

মিথুন: (২২মে – ২১ জুন)
পশ্চিম দিক আপনার জন্য শুভ। পশ্চিম দিকে বসবাস করেন এমন মানুষের কাছ থেকে উপকৃত হবেন। শারীরিক সমস্যা কিছুটা থাকবে, তবে তা গুরুতর নয়। পরিবারের কারও শারীরিক সমস্যা নিয়ে চিন্তা বাড়তে পারে। পথে বাধার সম্ভাবনা।

শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ৯

কর্কট: (২২ জুন – ২২ জুলাই) শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ২
আপনার সম্পর্কে মিথ্যে গুজব রটতে পারে। গুজবের পেছনে থাকবে আপনারই কোনো পরিচিত। আপনার ব্যক্তিগত বিষয় নিয়ে পরিচিত কেউ অন্যদের সঙ্গে আলোচনা করে ভুল বার্তা ছাড়ানোর চেষ্টা করতে পারে। প্রেম ও দাম্পত্য জীবন নিয়ে সতর্ক থাকুন।

শুভ রং : নীল, শুভ সংখ্যা : ৬

সিংহ: (২৩ জুলাই - ২৩ আগস্ট) 
প্রেমের বাধা কেটে যাওয়ার ইঙ্গিত আছে। নিজে একটু সচেষ্ট হলেই দাম্পত্য জীবনে ফিরতে পারে উষ্ণতা। পরিবারে শান্তি ফিরে আসার সম্ভাবনা আছে। আর্থিকযোগ শুভ।

শুভ রং : সবুজ, শুভ সংখ্যা : ১১

কন্যা: (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর) 
আপনার পরিবার নানা সমস্যায় পড়বে। বিরক্ত হলেও অতিথিকে কিছু বলার উপায় নাও থাকতে পারে। আর্থিক খরচের যোগ আছে। আপনার অনিচ্ছা সত্ত্বেও কোনো ভ্রমণে আপনাকে যেতে হতে পারে।

শুভ রং : বেগুনি, শুভ সংখ্যা : ২

তুলা: (২৪ সেপ্টেম্বর  – ২৩ অক্টোবর)
উত্তর দিক আপনার জন্য শুভ। উত্তর দিকে যাত্রা করার থাকলে আপনি সেখানে সাফল্য পাবেন। প্রেমযোগ এই মুহূর্তে কিছুটা বাধা-বিপত্তির মধ্যে দিয়ে যেতে পারে। আর্থিক লাভের যোগ আছে। পথে তেমন কোনো সমস্যার ইঙ্গিত নেই।

শুভ রং : বাদামি, শুভ সংখ্যা : ৭

বৃশ্চিক: (২৪ অক্টোবর – ২২ নভেম্বর)
নতুন জিনিস কেনা বা প্রাপ্তির সম্ভাবনা। বাড়ি সাজানোর জিনিসপত্র বা পোশাক উপহার হিসেবে পেতে পারেন। আজ যদি আপনার জন্ম দিন বা জন্ম বার হয় তবে আপনি আর্থিক দিক থেকে লাভবান হবেন।
 
শুভ রং : নীল,  শুভ সংখ্যা : ৪

ধনু: (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর)
আপনার ন্যূনতম ব্যক্তি স্বাধীনতা আপনার পরিবারের কাছে অতিরিক্ত বলে মনে হতে পারে। পরিবারের সঙ্গে কথা বলে সমস্যার সমাধান বের করুন। প্রেমের প্রস্তাব এলে খুব সতর্কভাবে গ্রহণ করুন। পথে ছোটখাটো সমস্যা দেখা দিতে পারে।
 
শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ৭

মকর: (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি)   
ঈর্ষাকাতর বন্ধু আপনার প্রেমের সম্পর্কের ক্ষতি করতে পারে। মিথ্যা প্রচার করে আপনার দাম্পত্য সম্পর্কে আঘাত করতে পারে কেউ। এর পেছনে তার কোনো অসাধু উদ্দেশ্য থাকতে পারে। পথে চলাফেরার সময় কিছুটা সতর্ক হোন।

শুভ রং : লাল, শুভ সংখ্যা : ১৬

কুম্ভ: (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)  
সময় নষ্ট করলে আপনি সফলতা থেকে দূরে সরে যেতে থাকবেন। যে সম্পর্ক আপনাকে মানসিক শান্তি ভঙ্গ করছে সেখান থেকে সরে আসুন। আর্থিক সমস্যা কিছুটা লাঘব হবে। যাত্রাযোগ শুভ।

শুভ রং : বেগুনি, শুভ সংখ্যা : ৬

মীন: (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ)
প্রেমে সফলতা আসবে বিলম্বিতভাবে। দিনের মধ্যে এমন কারও সঙ্গে দেখা হতে পারে যার মাধ্যমে নতুন উপার্জনের পথের সন্ধান পাবেন। পুরনো বন্ধুর সঙ্গে বিনোদন অথবা সময় কাটানোর সম্ভাবনা ।

শুভ রং : সাদা,  শুভ সংখ্যা : ২

বাংলাদেশ সময়: ০০০১ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০১৫
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।