ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

রাশিফল

পথে সাবধানে চলুন মেষ, অহেতুক রাগ সামলান কর্কট

জ্যোতিষী রুবাই | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০৫ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৫
পথে সাবধানে চলুন মেষ, অহেতুক রাগ সামলান কর্কট

আজ কেমন যাবে
তারিখ- ১১/১২/২০১৫

মেষ: (২১ মার্চ – ২০ এপ্রিল) 
এমন কোনো মানুষের সঙ্গে পরিচয় হবে যে মুগ্ধ করবে। মানুষটির প্রতি আপনার ভালোবাসা জন্মাতে পারে।

পথে চলাফেরায় ব্যাগ সাবধানে রাখুন। দাম্পত্য জীবনে তৃতীয় প্রেম। যাত্রা শুভ।

শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ৩

বৃষ: (২১ এপ্রিল – ২১ মে)
মনের মানুষকে মনে জায়গা করে নিতে বিভিন্নভাবে চেষ্টা করতে হবে। মনের কথা প্রকাশ করতে না পারার সমস্যা বজায় থাকবে। আর্থিকক্ষেত্রে উন্নতির সম্ভাবনা। প্রেম সমস্যাবহুল। বিনোদন শুভ। যাত্রায় বাধা।

শুভ রং : লাল, শুভ সংখ্যা : ৫

মিথুন: (২২মে – ২১ জুন)
কর্মক্ষেত্রে নতুন সম্পর্ক তৈরি হতে পারে। কাজের জায়গায় গুঞ্জনের সম্ভাবনা। আর্থিক উন্নতিতে বাধা। বন্ধুদের সঙ্গে ভ্রমণের সুযোগ। ব্যবসায় বাধা। চাকরিজীবীদের জন্য শুভ। দূরভ্রমণ যোগ।

শুভ রং : নীল, শুভ সংখ্যা : ৯

কর্কট: (২২ জুন – ২২ জুলাই)
পথে আঘাতের সম্ভাবনা। বিনোদনমূলক অনুষ্ঠানে যাওয়ার সম্ভাবনা। আর্থিক কারণে কিছু স্বপ্ন অপূর্ণ থাকতে পারে। কাজে হঠাৎ বাধা। অহেতুক অর্থনাশ। রাগ সামলান।  

শুভ রং : হলুদ, শুভ সংখ্যা : ১২

সিংহ: (২৩ জুলাই - ২৩ আগস্ট) 
একাধিক প্রেমের সম্ভাবনা। কারও বলা মিথ্যা বিভ্রান্ত করবে। যাত্রাপথে সাবধান হোন। রক্তচাপ বৃদ্ধি। সংযমী হোন। শত্রু বৃদ্ধির যোগ।

শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ৬

কন্যা: (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর) 
কর্মক্ষেত্রে মিথ্যে গুঞ্জন ছড়াতে পারে। এতে পরিবেশ হতে পারে অস্বস্তিকর। বিষয়টিকে প্রাধান্য দেবেন না। পশ্চিম দিক শুভ। একাধিক প্রেম। মনে শান্তি। অহেতুক অর্থনাশ।

শুভ রং : বেগুনি, শুভ সংখ্যা : ৫

তুলা: (২৪ সেপ্টেম্বর  – ২৩ অক্টোবর)
প্রেমের ক্ষেত্রে একাধিক সম্ভাবনায় বিভ্রান্ত হবেন। অপেক্ষা দিতে পারে সঠিক পথের সন্ধান। বিনোদনমূলক স্থানে ঘুরতে যাওয়ার সম্ভাবনা। রক্তচাপের হেরফের। ডায়াবেটিস পীড়ায় ফেলতে পারে। হঠাৎ প্রাপ্তি।

শুভ রং: বেগুনি, শুভ সংখ্যা : ৯

বৃশ্চিক: (২৪ অক্টোবর – ২২ নভেম্বর)
দাম্পত্য জীবনের সমস্যা সরতে শুরু করবে। আর্থিক সমস্যা সমাধানের ইঙ্গিত। বিদেশ ভ্রমণের সুযোগ আসতে পারে। শ্লেষ্মাজনিত রোগ। কমে সজাগ থাকুন।

শুভ রং : হলুদ, শুভ সংখ্যা : ৬

ধনু: (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর)
আজ পেতে পারেন কোনো বিশেষ উপহার। পরিবারের সবার সঙ্গে আনন্দের সুযোগ। আপনার সৃষ্টিশীল চিন্তা-ভাবনা প্রশংসিত হবে। ভ্রমণের যোগ। সন্তানের শরীর নিয়ে চিন্তা। মিতব্যয়ী হোন।

শুভ রং : সাদা,  শুভ সংখ্যা : ১৯

মকর: (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি) 
হিংসা-চক্রান্তে পারিবারিক ক্ষতির সম্ভাবনা। সম্পত্তির দাবিদার নয় এমন কেউ সম্পত্তির দাবি করে বসতে পারে। আর্থিকক্ষেত্রে সতর্ক থাকা দরকার। প্রেমযোগ শুভ।

শুভ রং : সবুজ, শুভ সংখ্যা : ২

কুম্ভ: (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি) 
প্রেমের ক্ষেত্রে পিছন থেকে ক্ষতি করতে পারে আপনার কাছের কেউ। বিশ্বাসভঙ্গের ঘটনা ঘটতে পারে পারিবারিক ক্ষেত্রেও। কর্মক্ষেত্র শুভ। পথে সতর্ক থাকা প্রয়োজন। পেটের পীড়া। হঠাৎ অর্থযোগ। লাটারি প্রাপ্তির সম্ভাবনা।

শুভ রং : বাদামি, শুভ সংখ্যা : ১০

মীন: (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ)
অপ্রত্যাশিত খবর আপনাকে আনন্দিত করবে। সময়ের আগেই কিছু পেয়ে যেতে পারেন। উৎসবমুখর পরিবেশে বেশ কিছুটা সময় কাটানোর সম্ভাবনা। নিজের জিনিস নিজের দায়িত্বে রাখার চেষ্টা করুন। শুভ দিক দক্ষিণ। শ্লেস্মজনিত রোগে সাবধান। প্রেমযোগ শুভ।

শুভ রং : সাদা,  শুভ সংখ্যা : ১১

বাংলাদেশ সময়: ০০০১ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।