ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

রাশিফল

অতিরিক্ত খরচ মকরের, কর্কটের কর্মে উন্নতি

জ্যোতিষী রুবাই | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৬
অতিরিক্ত খরচ মকরের, কর্কটের কর্মে উন্নতি

আজ কেমন যাবে
তারিখ: ২৮/০২/২০১৬

মেষ: (২১ মার্চ – ২০ এপ্রিল) 
প্রেমের সম্পর্কের সূচনায় সমস্যা দেখা দিতে পারে। নতুন কাজ বা ব্যবসায় শুরুর ক্ষেত্রেও সমস্যার সম্ভাবনা।

শিক্ষাযোগ শুভ। পেশা ক্ষেত্রে শুভ ফল লাভের যোগ। প্রেমযোগ শুভ।

শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ৪৩

বৃষ: (২১ এপ্রিল – ২১ মে)
কর্মক্ষেত্রে উন্নতির সঙ্গে কাজের চাপ বাড়বে। শিক্ষা নিয়ে সমস্যার যোগ আছে। প্রেম নিয়ে পরিবারের মতবিরোধের ফলে আপনি হতাশ হয়ে পড়তে পারেন। যাত্রাযোগ শুভ।

শুভ রং : লাল, শুভ সংখ্যা : ৫৫

মিথুন: (২২মে – ২১ জুন)
আপনার কাজের পরিকল্পনায় বাধা এলেও পরিবারের সাহায্যে সেটি সফল হবে। শিক্ষাক্ষেত্রে উন্নতির যোগ আছে। প্রেম নিয়ে সমস্যার সমাধান হবে। আর্থিকযোগে উন্নতির সুযোগ আছে। শুভ দিক দক্ষিণ।

শুভ রং : নীল, শুভ সংখ্যা : ৯৯

কর্কট: (২২ জুন – ২২ জুলাই)
হঠাৎ করে পাওয়া সুযোগ কাজে লাগাতে পারলে সাফল্যের সম্ভাবনা আছে। প্রেম নিয়ে বিচলিত হওয়ার দরকার নেই। কর্মে উন্নতি। বিদেশ ভ্রমণের সুযোগ। যাত্রাযোগে শুভ ফল আছে।

শুভ রং : হলুদ, শুভ সংখ্যা : ৮২

সিংহ: (২৩ জুলাই - ২৩ আগস্ট) 
কোনো অনুষ্ঠানের মধ্য দিয়ে আপনাকে সম্মান জানানো হতে পারে। কর্মক্ষেত্রে সফলতার যোগ আছে। প্রেমের প্রস্তাব আসতে পারে। প্রেম নিয়ে সতর্ক হয়ে পদক্ষেপ নিন। শুভ দিক উত্তর।

শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ৯৬

কন্যা: (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর) 
সম্পত্তি বিবাদ বা পারিবারিক কোনো সমস্যা প্রেমের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়েতে পারে। কর্মে বাধার যোগ। ব্যবসার যোগ মিশ্র। বিদেশ ভ্রমণের বিষয়ে বাধা আসতে পারে।

শুভ রং : বেগুনি, শুভ সংখ্যা : ৫১

তুলা: (২৪ সেপ্টেম্বর  – ২৩ অক্টোবর)
পারিবারিক যোগাযোগ ইচ্ছে থাকলেও কাজে লাগাতে পারবেন না। শিক্ষা নিয়ে সমস্যার যোগ। প্রেমযোগ শুভ। বিদেশ ভ্রমণ সংক্রান্ত সমস্যার সমাধান হবে। শুভ দিক দক্ষিণ।

শুভ রং: বেগুনি, শুভ সংখ্যা : ৬৯

বৃশ্চিক: (২৪ অক্টোবর – ২২ নভেম্বর)
মনের কথা মনের ভিতর চেপে রাখলে প্রেমের সমস্যার সমাধান পাওয়া মুশকিল। শিক্ষায় সফলতা লাভের সম্ভাবনা। দাম্পত্য জীবনের কিছু সমস্যা সমাধানের সম্ভাবনা। আইনি জটিলতা থেকে মুক্তি। যাত্রাযোগ শুভ।

শুভ রং : হলুদ, শুভ সংখ্যা : ৮৩

ধনু: (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর)
প্রেমের ক্ষেত্রে উন্নতির যোগ আছে। কর্মে উন্নতির যোগ। শিক্ষা নিয়ে সমস্যার সমাধান। ব্যবসায় সাফল্য। দাম্পত্য জীবনের শুভযোগ। শুভ দিক উত্তর।

শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ১৭

মকর: (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি) 
অতিরিক্ত খরচের যোগ আছে। শিক্ষাযোগ শুভ। নতুন কাজে উন্নতি শুভ যোগের ফলে উন্নতি হবে। প্রেম নিয়ে সমস্যার সমাধান। বিদেশ যাত্রার বাধা কাটবে। আর্থিকযোগ শুভ। যাত্রাযোগ শুভ।

শুভ রং : সবুজ, শুভ সংখ্যা : ২৬

কুম্ভ: (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি) 
সাহস করে এগিয়ে গেলে সফলতা লাভ করবেন। আত্মবিশ্বাস প্রেমের ক্ষেত্রেও আপনাকে এগিয়ে নিয়ে যাবে। সততার মূল্য পাবেন। আপনার কাজ প্রশংসিত হবে। শুভ দিক পশ্চিম।

শুভ রং : বাদামি, শুভ সংখ্যা : ২৩

মীন: (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ)
হিস‍াব বহির্ভূত আর্থিক লাভ হতে পারে। উপহার প্রাপ্তির সম্ভাবনা। যাত্রাযোগে শুভফল লাভ। প্রেমযোগ শুভ। নতুন কাজে উৎসাহ লাভের যোগ। শুভ দিক পশ্চিম।

শুভ রং : আকাশি, শুভ সংখ্যা : ৩১

বাংলাদেশ সময়: ০০০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৬
এএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।