ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

রাশিফল

ধনুর প্রেমযোগ, মিথুনের সমস্যা

জ্যোতিষী রুবাই | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০৪ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১৬
ধনুর প্রেমযোগ, মিথুনের সমস্যা

আজ কেমন যাবে
তারিখ: ৩০/০৪/২০১৬

 

মেষ: (২১ মার্চ – ২০ এপ্রিল)
তৃতীয় কারও সাহায্যে প্রেমের সমস্যার সমাধান করতে গিয়ে সমস্যা বাড়িয়ে তুলতে পারেন। সামান্য কাজ নিয়ে অহেতুক অনেক বেশি পরিশ্রম করতে হতে পারে।

ভ্রমণের যোগ আছে। কর্মসূত্রে বাসস্থান থেকে বেশ কিছুদিনের জন্য দূরে থাকতে  হতে পারে।

 

শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ২১

বৃষ: (২১ এপ্রিল – ২১ মে)
আপনার ভিন্ন ধরনের চিন্তা ভাবনার জন্য পরিবার ও সমাজে বাহবা পাবেন। অযথা কোনো বিষয়ে আতঙ্কিত হবেন না। আত্মবিশ্বাস বজায় রাখতে পারলে সাফল্য পাবেন। শুভ দিক দক্ষিণ।

শুভ রং : লাল, শুভ সংখ্যা : ৬৫

মিথুন: (২২মে – ২১ জুন)
লোভের ফাঁদে পা দিয়ে আর্থিক ক্ষতির সঙ্গে সঙ্গে আপনার বন্ধুদের সঙ্গে সম্পর্ক নষ্টের যোগ আছে। ব্যবসায় সমস্যার যোগ। কর্মক্ষেত্রে মিশ্র প্রভাব থাকবে। প্রেম নিয়ে সমস্যার কিছুটা সমাধান হবে। শারীরিক ক্ষেত্রে সমস্যা মুক্তি হবে।

শুভ রং : নীল, শুভ সংখ্যা : ৯৯

কর্কট: (২২ জুন – ২২ জুলাই)
আপনি কোনো কাজে সফল হলেও ভেঙে পড়েন। এই স্বভাব আপনাকে মানসিক অবসানের দিকে ঠেলে দিতে পারে। নিজের যোগ্যতায় ভরসা রাখুন। প্রেমযোগ শুভ। শিক্ষাক্ষেত্রে সমস্যার সমাধান। কাজের সূত্রে বিদেশ ভ্রমণের সম্ভাবনা। শুভ দিক পশ্চিম।

শুভ রং : হলুদ, শুভ সংখ্যা : ২০

সিংহ: (২৩ জুলাই - ২৩ আগস্ট)  
ব্যবসা বা কর্মক্ষেত্রে সমস্যা পরিবারে নিয়ে আসবেন না। বিশেষ করে যে জাতকরা পারিবারিক ব্যবসার সঙ্গে যুক্ত তারা সতর্ক থাকুন। কর্মে উন্নতির যোগ আছে। প্রেমযোগ শুভ। বিনোদনের যোগ আছে।


শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ২৬

কন্যা: (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর)  
পরিষ্কার করে আপনার অবস্থান জানালে পরিস্থিতির উন্নতি হবে। নিজের যোগ্যতায় বিশ্বাস প্রয়োজন। হালকা মনে কিছুটা সময় কাটালে কাজের উৎসাহ ফিরে পাবেন। প্রেমযোগে বাধা আছে। শুভ দিক উত্তর।

শুভ রং : বেগুনি, শুভ সংখ্যা : ৪৫

তুলা: (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর)
অনিয়মিত জীবনযাত্রা আপনাকে শারীরিক সমস্যার দিকে ঠেলে দিতে পারে। শিক্ষাযোগে বাধা। প্রেম নিয়ে নানা সমস্যা সামনে আসতে পারে। কর্মক্ষেত্রে উন্নতির সুযোগ। ব্যবসায় সাবধানতা দরকার।

শুভ রং বেগুনি, শুভ সংখ্যা : ১৫

বৃশ্চিক: (২৪ অক্টোবর – ২২ নভেম্বর)
সম্পত্তি নিয়ে সমস্যা পরিবারের মধ্যে ভাঙনের সৃষ্টি করতে পারে। এই সমস্যার সমাধানে আপনাকে কিছুটা আত্মত্যাগ করতেই হবে। আর্থিক দিকে কিছু বাধা আসতে পারে। শিক্ষাযোগ শুভ। প্রেমযোগ শুভ।

শুভ রং : হলুদ, শুভ সংখ্যা : ২২

ধনু: (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর)
আপনার ভাগ্যচক্রের বিচারে দেখা যাচ্ছে আপনি ছোট ছোট সমস্যার মধ্যে জড়িয়ে থাকবেন। যদিও কোনো সমস্যাই আপনার ক্ষতি করতে পারবে না। তবে একটা মানসিক বিরক্তি বজায় থাকবে। সাময়িক সমস্যা থাকলেও দিনের শেষে সেটি কাটিয়ে উঠবেন। প্রেমযোগ শুভ। শুভ দিক দক্ষিণ।

শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ১

মকর: (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি)  
আপনার সমস্ত সমস্যা ও জটিলতার কেন্দ্রে থাকবে সময় নিয়ে সমস্যার যোগ। আইনি জটিলতার যোগ আছে। ব্যবসার আইনগত দিক সম্পর্কে সতর্ক থাকুন। প্রেমযোগ শুভ। বিনোদনের যোগ আছে।
 
শুভ রং : সবুজ, শুভ সংখ্যা : ১২

কুম্ভ: (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)  
আপনি বন্ধু পরিবেষ্টিত হয়ে থাকলেও বন্ধুভাগ্য আপনার সুপ্রসন্ন হয়। বন্ধুদের অনিচ্ছাকৃত ভুলে সমস্যায় পড়বেন। শিক্ষায় শুভ ফল লাভের যোগ আছে। শারীরিক সমস্যার যোগ। আর্থিক বিষয় নিয়ে ব্যবসায় সমস্যা দেখা দিতে পারে। শুভ দিক পশ্চিম।

শুভ রং : বাদামি, শুভ সংখ্যা : ২১

মীন: (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ)
সামাজিক ক্ষেত্রে আপনার পরিচিতি ও যশ দুই বাড়বে। তবে আর্থিক সাফল্য পেতে গেলে বেশ কয়েটি বাধা পেরোতে হবে। শারীরিক সমস্যার সমাধান হবে। প্রেমযোগ শুভ।

শুভ রং : সবুজ, শুভ সংখ্যা : ১০

বাংলাদেশ সময়: ০০০১ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১৬
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।