ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

রাশিফল

মেষ’র প্রেমে শুভ, বৃষের কর্মে উন্নতি

জ্যোতিষী রুবাই | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০১ ঘণ্টা, মে ২, ২০১৬
মেষ’র প্রেমে শুভ, বৃষের কর্মে উন্নতি

তারিখ- ০২/০১/২০১৬
মেষ: (২১ মার্চ – ২০ এপ্রিল)
বেশ কিছুটা আনন্দ এবং বিনোদনের মধ্যে দিয়ে কাটবে দিনটি। তবে, দিনের মধ্যে কোনো আকস্মিক খবর আসতে পারে।

প্রেমে যোগ শুভ। কর্মে বাঁধা আছে। ব্যবসায়ে মিশ্র যোগ। ভ্রমণের যোগ শুভ। আর্থিক ক্ষতির সম্ভাবনা। শুভ দিক পশ্চিম।

শুভ রং : লাল, শুভ সংখ্যা : ৬

বৃষ: (২১ এপ্রিল – ২১ মে)
প্রেমের সম্পর্কে জটিলতা জন্ম হচ্ছে কোনো বাইরের মানুষের প্রভাবে। দাম্পত্য সমস্যার সমাধান। কর্মে উন্নতি। ব্যবসা শুভ। যাত্রা যোগে বাঁধা আছে। পথে ছোটখাটো সমস্যা আসতে পারে। আর্থিক উন্নতি।

শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ৯

মিথুন: (২২মে – ২১ জুন)
কর্মক্ষেত্রের পরিবেশ আপনার স্বপক্ষে নেই। এই সময়ে নতুন কিছু চেষ্টা না করতে যাওয়াই মঙ্গল। সহকর্মীদের সঙ্গে মানিয়ে নিয়ে চলার চেষ্টা করুন। ব্যবসায়ে মিশ্র ফল। শিক্ষায় শুভ। প্রেমের সমস্যার সমাধান। দাম্পত্য শুভ। সন্তানকে নিয়ে চিন্তা। যাত্রা শুভ।

শুভ রং : সবুজ, শুভ সংখ্যা : ৮

কর্কট: (২২ জুন – ২২ জুলাই)
নতুন প্রেমের সম্পর্কের ক্ষেত্রে প্রতিটি পদক্ষেপের আগে সতর্ক হন। অপরিচিত মানুষের সঙ্গে কথাবার্তা বলার সময় বিশেষ সতর্কতা প্রয়োজন। দাম্পত্যে সমস্যার যোগ আছে। কর্মে উন্নতির সম্ভাবনা আছে। শুভ দিক দক্ষিণ।

শুভ রং : হলুদ, শুভ সংখ্যা : ৭

সিংহ: (২৩ জুলাই- ২৩ আগস্ট)  
বিশ্বাস ভঙ্গের ঘটনা ঘটার সম্ভাবনা আছে। প্রেমে বন্ধুর সহযোগিতা লাভ করবেন। দাম্পত্য সুখ ও ব্যবসায়ে নতুন সুযোগ আসবে। শিক্ষা শুভ। ভ্রমণের যোগ আছে। যাত্রা যোগ শুভ।

শুভ রং : বাদামি, শুভ সংখ্যা : ২

কন্যা: (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর)  
আর্থিক উন্নতির সম্ভাবনা আছে। নিজের পছন্দের জিনিস কিনতে পারবেন। প্রেমে বাঁধা ও দাম্পত্য মিশ্র যোগ। নতুন ব্যবসা শুরুর সম্ভাবনা। কর্মে উন্নতি। শুভ দিক উত্তর।

শুভ রং : নীল,  শুভ সংখ্যা : ৯

তুলা: (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর)
গোপন শত্রুতায় প্রেমে সমস্যা আসতে পারে। দাম্পত্যে আত্মীয়ের দ্বারা ক্ষতির সম্ভাবনা আছে। কর্মে শুভ যোগ বর্তমান। বিদেশ যাত্রায় বাঁধা আসতে পারে। পথে আঘাতের যোগ । শুভ দিক পশ্চিম।

শুভ রং: সাদা, শুভ সংখ্যা : ১

বৃশ্চিক: (২৪ অক্টোবর – ২২ নভেম্বর)
সন্তানকে নিয়ে পরিবারের অন্য কারোর সঙ্গে সমস্যা হতে পারে। শিক্ষায় বাঁধা আসতে পারে। বিদেশ যাত্রা বাঁধা দেখা দিতে পারে। কর্মে উন্নতির সম্ভাবনা আছে। ব্যবসায়ে শুভ যোগ। যাত্রা যোগে বাঁধা। প্রেম যোগ শুভ।

শুভ রং : নীল,  শুভ সংখ্যা : ৮

ধনু: (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর)
পেছন থেকে শত্রুতা করার যথেষ্ট সম্ভাবনা আছে। আর্থিক ক্ষতির যোগ আছে। ব্যবসায়ে সমস্যার সম্ভাবনা আছে। কর্ম মিশ্র যোগ বর্তমান। প্রেমে সফলতার সম্ভাবনা আছে। শুভ দিক পশ্চিম।

শুভ রং : হলুদ,  শুভ সংখ্যা :  ৪

মকর: (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি)  
নতুন প্রেমের প্রস্তাব এবং প্রেমে সফলতার যোগ আছে। পথে সাবধানতা দরকার। কর্মে উন্নতির সুযোগ আসবে। শিক্ষায় শুভ ফল লাভ হবে। পরিবারের সকলের সাথে বিনোদনের যোগ আছে। যাত্রা যোগে বাঁধা।

শুভ রং : লাল, শুভ সংখ্যা : ৬

কুম্ভ: (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি) 
বিনোদনের সুযোগ বর্তমান। প্রেমে সাফল্য লাভের ক্ষেত্রে বাঁধার সম্মুখীন হতে হবে। উপহার প্রাপ্তির সম্ভাবনা আছে। দাম্পত্য সমস্যার সমাধান। কর্মে উন্নতির সম্ভাবনা। ব্যবসায়ে লাভ বৃদ্ধি। সুযোগের ব্যবহারে সাফল্য। যাত্রা যোগ শুভ। শুভ দিক দক্ষিণ।

শুভ রং : বেগুনি, শুভ সংখ্যা : ৭

মীন: (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ)
প্রেম এবং দাম্পত্য জীবন নিয়ে মনে কোন সংশয়কে দেবেন না। নতুন ব্যবসায় সাফল্য। চাকরিতে উন্নতি। পরিবারের সাথে বিনোদন এবং ভ্রমণের যোগ আছে। আর্থিক লাভের সুযোগ আসবে। নতুন বন্ধু লাভ। শুভ দিক পশ্চিম।

শুভ রং : বাদামি,  শুভ সংখ্যা : ১

বাংলাদেশ সময়: ০০০১ ঘণ্টা, মে ০২, ২০১৬
পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।