ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

রাশিফল

মকরের প্রেমে বাধামুক্তি, কর্কট ভালোবাসুন নিজেকে

জ্যোতিষী রুবাই | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০০ ঘণ্টা, মে ১০, ২০১৬
মকরের প্রেমে বাধামুক্তি, কর্কট ভালোবাসুন নিজেকে

আজ কেমন যাবে
তারিখ: ১০/০৫/২০১৬

মেষ: (২১ মার্চ – ২০ এপ্রিল)  
ভাই-বোনের সম্পর্কে মধ্যে ব্যবধান দূর হবে। নতুন পরিচয় হওয়া মানুষের মাধ্যমে ব্যবসায় উন্নতির যোগ আছে।

কর্মে উন্নতির সম্ভাবনা। প্রেমযোগ শুভ। যাত্রাযোগে সমস্যা দেখা দিতে পারে।

শুভ রং : লাল, শুভ সংখ্যা : ৬১

বৃষ: (২১ এপ্রিল – ২১ মে)
প্রাকৃতিক সৌন্দর্য আছে এমন জায়গায় যাওয়ার সম্ভাবনা আছে। মানসিক শান্তি ফিরে পাবেন। ব্যবসায় সমস্যা থেকে সমাধানের রাস্তা বেরোবে। কর্মে উন্নতিতে বাধা আছে। প্রেমযোগ শুভ। শুভ দিক পশ্চিম।

শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ৯১

মিথুন: (২২মে – ২১ জুন)
জীবনের কিছু ঘটনা আপনাকে অবাক করবে। সমস্যার মধ্যে দিয়েই সমাধানের রাস্তা বেরোবে। পরীক্ষায় সাফল্য লাভ করবেন। নতুন কাজের সন্ধানে সফলতা পাবেন। প্রেমযোগ শুভ। যাত্রাযোগে শুভ ফল লাভ।

শুভ রং : সবুজ, শুভ সংখ্যা : ১৮

কর্কট: (২২ জুন – ২২ জুলাই)
নিজেকে ভালোবাসুন, নিজের জন্য দিনের মধ্যে অন্তত কিছুটা সময় রাখুন। প্রেম নিয়ে জটিলতার সম্ভাবনা আছে। কর্মক্ষেত্রে সহকর্মীদের সাহায্য লাভ। আর্থিক ক্ষেত্রে উন্নতি। যাত্রাযোগে শুভ ফল। শুভ দিক উত্তর।

শুভ রং : হলুদ, শুভ সংখ্যা : ৭২

সিংহ: (২৩ জুলাই - ২৩ আগস্ট)  
দিনটা সমস্যার মধ্যে শুরু হলেও শেষ হবে আনন্দের সঙ্গে। অন্ধ বিশ্বাসের ফলে নিজের ক্ষতির সম্ভাবনা যথেষ্ট। শিক্ষাযোগে শুভ ফল। কর্মক্ষেত্রে উন্নতি। প্রেমের বিষয়ে নতুন সমস্যার সম্ভাবনা। যাত্রাযোগে সফলতা। শুভ দিক পশ্চিম।

শুভ রং : বাদামি, শুভ সংখ্যা : ২

কন্যা: (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর)  
দিনটি থাকবে মিশ্র। আপনার মনে হতে পারে ভালো সময়গুলি খুব দ্রুত চলে গেলো। প্রেমের ক্ষেত্রে পরিবারের অমত প্রকাশ্যে আসতে পারে। শিক্ষাযোগে সফলতা। শারীরিক সমস্যার যোগ। বিদেশ ভ্রমণে বাধা কাটতে পারে। যাত্রাযোগ শুভ।

শুভ রং : নীল, শুভ সংখ্যা : ২৯

তুলা: (২৪ সেপ্টেম্বর  – ২৩ অক্টোবর)
পুরনো বন্ধু, পুরনো সম্পর্ক আপনাকে নতুন আশার আলো দেখাবে। নতুন প্রেমের সম্ভাবনা আছে। কর্মক্ষেত্রে শুভ ফল লাভ। বিদেশ যাত্রায় বাধা আছে। শিক্ষাযোগে সাফল্য। নতুন কাজের সন্ধানে সাফল্য। যাত্রাযোগে বাধা আছে। আর্থিকযোগ মিশ্র।

শুভ রং: সাদা, শুভ সংখ্যা : ৩১

বৃশ্চিক: (২৪ অক্টোবর – ২২ নভেম্বর)
আপনার মনের মধ্যে আপনি নিজেই লুকিয়ে রেখেছেন কিছুটা দুঃখ। সেটি মুছে ফেলুন। শিক্ষায় শুভযোগ । যাত্রাযোগে শুভ ফল লাভের সম্ভাবনা আছে। প্রেমযোগ শুভ। নতুন কাজে উৎসাহ লাভ। শারীরিক সমস্যার সমাধান হবে। শুভ দিক পশ্চিম।

শুভ রং : নীল, শুভ সংখ্যা : ১৮

ধনু: (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর)
আপনি প্রেম নিয়ে যে ধারণা মনে রেখেছিলেন প্রেম হয়তো সেই গতানুগতিক পথে বইবে না। শিক্ষাক্ষেত্রে নতুন সুযোগ লাভের সম্ভাবনা। বিদেশযাত্রা সুযোগ আসতে পারে। যাত্রাযোগ শুভ।

শুভ রং : হলুদ, শুভ সংখ্যা :  ৩১

মকর: (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি)  
আপনার মনের যন্ত্রণাগুলি শক্তি হিসেবে ব্যবহার করুন। প্রেমের ক্ষেত্রে কিছু সমস্যার সম্ভাবনা আছে। কর্মক্ষেত্রে শুভযোগ। ব্যবসায় নতুন ফললাভের সম্ভাবনা। শিক্ষাযোগে সাময়িক সমস্যা দেখা দিতে পারে। প্রেমের ক্ষেত্রে বাধা মুক্তির সম্ভাবনা। যাত্রাযোগ মিশ্র।

শুভ রং : লাল, শুভ সংখ্যা : ১৫

কুম্ভ: (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)
অন্যের কথায় বিশ্বাস না করে সরাসরি পরীক্ষা করে সিদ্ধান্ত নিন। শারীরিক সমস্যার সমাধান। পারিবারিক জটিলতার সমাধানের সম্ভাবনা। যাত্রাযোগে সাফল্য। শিক্ষাযোগ শুভ। নতুন ব্যবসায় উন্নতির সুযোগ। প্রেমযোগ শুভ। শুভ দিক উত্তর।

শুভ রং : বেগুনি, শুভ সংখ্যা : ৬১

মীন: (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ)
আপনি চেষ্টা করে গেলে আপনার কাঙ্ক্ষিত সুযোগ পাবেন। প্রেম নিয়ে সমস্যার সমাধান। যাত্রাযোগ শুভ। নতুন মানুষের সঙ্গে যোগাযোগ। কর্মক্ষেত্রে উন্নতি। আর্থিক ক্ষেত্রে শুভযোগ বর্তমান। শুভ দিক দক্ষিণ।

শুভ রং : বাদামি, শুভ সংখ্যা : ৪১

বাংলাদেশ সময়: ০০০১ ঘণ্টা, মে ১০, ২০১৬
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।