ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

রাশিফল

মকরের ভ্রমণের সুযোগ, মিথুনের ব্যবসায় লাভ

জ্যোতিষী রুবাই | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০১ ঘণ্টা, মে ১৪, ২০১৬
মকরের ভ্রমণের সুযোগ, মিথুনের ব্যবসায় লাভ

আজ কেমন যাবে
তারিখ- ১৪/০৫/২০১৬

মেষ: (২১ মার্চ – ২০ এপ্রিল)  
পুরনো প্রেম ফিরে আসতে পারে জীবনে। প্রেম নিয়ে মনে উঠতে পারে দ্বিধা-দ্বন্দ্ব।

। পুরনো বন্ধুর সঙ্গে দেখা হতে পারে। কর্মে উন্নতির যোগ আছে। ব্যবসায় সমস্যার যোগ বর্তমান। আর্থিক ক্ষতির সম্ভাবনা। পথে বাধার যোগ আছে। শিক্ষাযোগ শুভ।

শুভ রং : লাল, শুভ সংখ্যা : ১৪

বৃষ: (২১ এপ্রিল – ২১ মে)
নতুন বন্ধু বয়ে নিয়ে আসবে উদ্দীপনার নতুন হাওয়া। কর্মক্ষেত্রে সহকর্মীদের থেকে কিছুটা সতর্ক থাকুন। ব্যবসায় মূলধনের ঘাটতি দেখা দেবে। প্রেমযোগ শুভ। ভ্রমণের সম্ভাবনা আছে। দাম্পত্যে শুভযোগ। শুভ দিক দক্ষিণ।

শুভ রং : বেগুনি, শুভ সংখ্যা : ১৬

মিথুন: (২২মে – ২১ জুন)
কাছের মানুষের কাছ থেকে আঘাত আপনাকে মানসিকভাবে হতাশ করতে পারে। প্রেমে সমস্যাগুলি এড়িয়ে যেতে পারবেন না। পরিবারে শুভ খবর আসবে। কর্মে উন্নতি হবে। ব্যবসায় লাভ বৃদ্ধির সম্ভাবনা। যাত্রাযোগ শুভ।

শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ১

কর্কট: (২২ জুন – ২২ জুলাই)
প্রেমে বাধা হয়ে দাঁড়াতে পারে পরিস্থিতি। পরিবারে শুভ খবর আসতে পারে। নতুন মানুষের সঙ্গে পরিচয় বাড়বে। কর্মে উন্নতির যোগ আছে। হাড়ের ব্যথায় কষ্ট পাবেন। যাত্রাযোগ শুভ।
 
শুভ রং : লাল, শুভ সংখ্যা : ১২

সিংহ: (২৩ জুলাই  - ২৩ আগস্ট)  
বিনোদনমূলক স্থানে ভ্রমণের সময় নতুন বন্ধু হতে পারে। নতুন প্রেমের সম্ভাবনা আছে। কর্মে বাধা-বিপত্তির সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। অংশীদারি ব্যবসায় সমস্যা দেখা দিতে পারে। নতুন বন্ধুলাভ হবে। শুভ দিক পশ্চিম।

শুভ রং : কালো, শুভ সংখ্যা : ৭১

কন্যা: (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর)  
গতানুগতিক জীবনে হতাশা গ্রাস করতে পারে। প্রেমে বাইরের কারও মতামতে অশান্তি দেখা দেবে। পরিবারে মনোমালিন্যের যোগ। বিদেশ ভ্রমণে বাধা আসবে। কর্মে সাফল্য ও যাত্রাযোগে বাধা আছে।

শুভ রং : হলুদ, শুভ সংখ্যা : ৬২

তুলা: (২৪ সেপ্টেম্বর  – ২৩ অক্টোবর)
কাছে বন্ধুর সঙ্গে সামান্য বিষয় নিয়ে মতবিরোধ হতে পারে। প্রেমে সমস্যার যোগ আছে। নতুন ব্যবসায় ইতিবাচক ফললাভ হতে পারে। শারীরিক সমস্যার যোগ আছে। সম্পত্তি লাভ নিয়ে আলোচনা হতে পারে। শুভ দিক উত্তর।

শুভ রং: হলুদ,  শুভ সংখ্যা : ১৯

বৃশ্চিক: (২৪ অক্টোবর – ২২ নভেম্বর)
বন্ধুর সাহায্যে কর্মক্ষেত্রে জটিলতার অবসান। সম্পর্কে উন্নতির যোগ আছে। সাহস করে এগিয়ে গেলে প্রেমে সফল হবেন। ব্যবসায় সাফল্যের যোগ আছে। বিনোদনের সুযোগ। শিক্ষায় শুভযোগ বর্তমান। যাত্রাযোগ শুভ।

শুভ রং : লাল, শুভ সংখ্যা : ৮১

ধনু: (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর)
প্রেমের সম্পর্ক নিয়ে মতবিরোধের যোগ আছে। পাওনা টাকা নিয়ে গোলমালে জড়ানোর সম্ভাবনা। আর্থিক ক্ষতি সহ্য করতে হতে পারে। প্রেমে সাফল্যের যোগ। পরিবারে সমস্যার সম্ভাবনা। শারীরিক সমস্যার যোগ আছে। শুভ দিক পশ্চিম।

শুভ রং : নীল, শুভ সংখ্যা : ২০


মকর: (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি)  
প্রেমের বাধা নিরসন হয়ে সফলতা লাভের সম্ভাবনা। আর্থিক সমস্যা সমাধানের যোগ আছে। পরিবার নিয়ে ব্যস্ততা। শিক্ষায় বাধা আছে। কর্মে উন্নতির যোগ। ভ্রমণের সুযোগ আসতে পারে। যাত্রাযোগ শুভ।

শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ৪

কুম্ভ: (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)  
বিদেশে কাজের সুযোগ আসতে পারে। তবে ভালো করে খোঁজ-খবর নিয়ে পা বাড়ান। আর্থিক উন্নতির যোগ আছে। প্রেমে সাফল্যের সম্ভাবনা। সম্পত্তি লাভ হতে পারে। ভ্রমণের সম্ভাবনা আছে। শুভ দিক পশ্চিম।

শুভ রং : সবুজ, শুভ সংখ্যা : ১১

মীন: (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ)
প্রেমে সফলতা আসবে, তবে বিলম্বে। দাম্পত্য সুখের যোগ আছে। ব্যবসায় নতুন দিক উন্মোচন হবে। আর্থিক লাভের সূচনা আছে। সন্তানকে নিয়ে চিন্তা বাড়বে। ভ্রমণে বাধার যোগ। পথে সমস্যার সম্ভাবনা। শুভ দিক উত্তর।

শুভ রং : লাল, শুভ সংখ্যা : ৪১

বাংলাদেশ সময়: ০০০১ ঘণ্টা, মে ১৪, ২০১৬
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।