ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

রাশিফল

সহকর্মীর সাহায্যে বৃশ্চিকের উন্নতি, সিংহের যাত্রাযোগ শুভ

জ্যোতিষী রুবাই | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০১ ঘণ্টা, মে ২২, ২০১৬
সহকর্মীর সাহায্যে বৃশ্চিকের উন্নতি, সিংহের যাত্রাযোগ শুভ

আজ কেমন যাবে
তারিখ- ২২/০৫/২০১৬

মেষ: (২১ মার্চ – ২০ এপ্রিল)  
আপানর আশার থেকে সামান্য বেশি প্রাপ্তি হতে পারে। পরিবারের সঙ্গে ভ্রমণের যোগ আছে।

নতুন পেশার সন্ধানে সফল হবেন। ব্যবসায় আত্মীয়ের সাহায্য লাভ। প্রেমযোগ শুভ। যাত্রাযোগ মঙ্গলময়। আর্থিকযোগ শুভ।

শুভ রং : লাল, শুভ সংখ্যা : ৬১

বৃষ: (২১ এপ্রিল – ২১ মে)
প্রেম আনন্দের পাশাপাশি হতাশও করতে পারে। নতুন যোগাযোগের মাধ্যমে ব্যবসায় উন্নতি। কর্মক্ষেত্রে সাফল্য। দাম্পত্য সমস্যার যোগ। অর্থলাভ হতে পারে। আইনি জটিলতার সম্ভাবনা আছে। দাম্পত্য সমস্যার সমাধান হবে। শুভ দিক উত্তর।

শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ৯১

মিথুন: (২২মে – ২১ জুন)
আপনি মাঝে মধ্যে সফলতার দেখা পাবেন। কিন্তু রাশিচক্রের কারণে সফলতা স্থায়ী হবে না। নতুন কাজে পারিবারিক সাহায্য পাবেন। কর্মে সাফল্য লাভ। প্রেম নিয়ে সমস্যা হবে। দাম্পত্য সমস্যা দেখা দেবে। শিক্ষাযোগ শুভ। যাত্রাযোগ শুভ।

শুভ রং : সবুজ, শুভ সংখ্যা : ১৮

কর্কট: (২২ জুন – ২২ জুলাই)
নতুন সম্পর্কে এতোটা গভীরে যাবেন না যেখান থেকে আপনি চেষ্টা করেই ফিরতে পারবেন না। সম্পর্ক নিয়ে নানা জটিলতা সামনে আসতে পারে। প্রেমে বাধা আসবে। বন্ধুর সাহায্য কর্মে উন্নতি। ব্যবসায় উন্নতির সম্ভাবনা আছে। আর্থিকযোগ শুভ। শুভ দিক পশ্চিম।

শুভ রং : হলুদ, শুভ সংখ্যা : ৭২

সিংহ: (২৩ জুলাই  - ২৩ আগস্ট)  
কোনো সত্যি আপনি চাইলেও কাউকে বলতে পারবেন না। এর ফলে আপনার মনে উপর চাপ বাড়বে। বিতর্কে জড়িয়ে পড়ার সম্ভাবনা আছে। উচ্চ রক্তচাপের সমস্যা দেখা দিতে পারে। প্রেমযোগ মিশ্র। যাত্রাযোগ শুভ।

শুভ রং : বাদামি, শুভ সংখ্যা : ২

কন্যা: (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর)  
কোনো বন্ধুর পাশে না থাকাটা গভীরভাবে অনুভব করতে পারবেন। পথে যানবাহনে সমস্যা। কর্মক্ষেত্রে শুভযোগ বর্তমান। প্রেমযোগ শুভ। নতুন ব্যবসা শুরুর পক্ষে দিনটি শুভ। বিনোদনের সম্ভাবনা আছে। যাত্রাযোগ শুভ।

শুভ রং : নীল, শুভ সংখ্যা : ২৯

তুলা: (২৪ সেপ্টেম্বর  – ২৩ অক্টোবর)
একা সিন্ধান্ত নেওয়ার অভ্যাস গড়ে তুলতে হবে। সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অন্যের সাহায্য আপনার পক্ষে ক্ষতিকর। শারীরিক সমস্যার সমাধান। নতুন কাজের সুযোগ। প্রেমে সাফল্য। পরিবারে আনন্দ। আর্থিকযোগ শুভ। নতুন বন্ধুত্ব শুরুর হতে পারে। শুভ দিক দক্ষিণ।

শুভ রং: সাদা, শুভ সংখ্যা : ৩১

বৃশ্চিক: (২৪ অক্টোবর – ২২ নভেম্বর)
না জেনে ভুল করে ফেলতে পারেন। এর ফলে বিড়ম্বনায় পড়ার সম্ভাবনা আছে। সহকর্মীর সাহায্যে উন্নতির যোগ। ব্যবসায় পরিবারের সাহায্য লাভ করবেন। আর্থিক সফলতার যোগ আছে। শিক্ষা শুভ। প্রেমে সাফল্য লাভ করবেন। যাত্রাযোগে বাধা।

শুভ রং: নীল, শুভ সংখ্যা : ১৮

ধনু: (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর)
আপনার লক্ষ্যে পৌঁছাতে হলে সমস্যাগুলি টপকেই পৌঁছাতে হবে। প্রেম নিয়ে পরিবারের আপত্তি আসতে পারে। দাম্পত্য জীবনে সমস্যা দেখা দিতে পারে। বিদেশ ভ্রমণের যোগ আছে। শুভ দিক পশ্চিম।

শুভ রং : হলুদ, শুভ সংখ্যা :  ৩১

মকর: (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি)  
প্রেমে কোনো শর্ত থাকলে সেটি নিয়ে আরও একবার ভাবনা-চিন্তা করুন। পাওনা টাকা ফেরত। ব্যবসায় উন্নতির যোগ আছে। পরিবারের সমস্যা কিছুটা। সন্তানের শুভ খবর আসবে। পথে আঘাতের সম্ভাবনা আছে। যাত্রাযোগে বাধা।

শুভ রং : লাল, শুভ সংখ্যা : ১৫

কুম্ভ: (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)
মনে রাখবেন আপনার সঙ্গী সাময়িকভাবে দূরে যেতে পারে। এ নিয়ে ভয় পাওয়ার দরকার নেই। প্রেম অটুট থাকবে। শুভ দিক উত্তর। যাত্রাযোগে সফলতা আসবে। আর্থিকযোগ শুভ। বিনোদনের সম্ভাবনা আছে।

শুভ রং : বেগুনি, শুভ সংখ্যা : ৬১

মীন: (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ)
এমনটা নাও হতে পারে আপনার প্রেমিক বা প্রেমিকা আপনার সঙ্গে সমস্ত বিষয় একমত হবেন। জোর করে একমত করার চেষ্টা করলে সম্পর্কে ক্ষতি হতে পারে। ব্যবসায় শুভযোগ বর্তমান। কর্মক্ষেত্রে উন্নতির যোগ আছে। নতুন সম্পর্কে প্রবেশের সম্ভাবনা। শুভ দিক দক্ষিণ।

শুভ রং : বাদামি, শুভ সংখ্যা : ৪১

বাংলাদেশ সময়: ০০০১ ঘণ্টা, মে ২২, ২০১৬
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।