ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

রাশিফল

কর্কটের ৭ শুভ সংখ্যা, তুলার ৫১

জ্যোতিষী রুবাই | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০২ ঘণ্টা, মে ২৬, ২০১৬
কর্কটের ৭ শুভ সংখ্যা, তুলার ৫১

আজ কেমন যাবে
তারিখ: ২৬/০৫/২০১৬

 

মেষ: (২১ মার্চ – ২০ এপ্রিল)  
প্রেমের ক্ষেত্রে প্রাথমিকভাবে আপনি ইতিবাচক অথবা নেতিবাচক কোনো উত্তর না-ও পেতে পারেন। অপেক্ষা আপনাকে সফলতার দরজা দেখাবে।

কর্মে উন্নতির যোগ। ব্যবসায় নতুন সুযোগ আসবে। শারীরিক সমস্যা থেকে মুক্তি। আর্থিকযোগ শুভ। শুভ দিক উত্তর।

শুভ রং : লাল, শুভ সংখ্যা : ৬২

বৃষ: (২১ এপ্রিল – ২১ মে)
প্রথম প্রেমের ক্ষেত্রে সফলতার যোগ আছে। নতুন উপার্জনের সন্ধান লাভ করবেন। কর্মে উন্নতির যোগ আছে। কর্মের বাধা সরে যাবে। সন্তানকে নিয়ে চিন্তা বাড়বে। কাজের জায়গায় গুরুত্বপূর্ণ সুপারিশ লাভ। যাত্রাযোগ শুভ।

শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ৯৯

মিথুন: (২২মে – ২১ জুন)
কিন্তু কথা বলতে চাইলেও আপনি বলে উঠতে পারবেন না। পরিবারে শান্তি ও সমৃদ্ধির ক্ষেত্রে কিছু সমস্যা দেখা যাচ্ছে। কর্মক্ষেত্রে সমস্যা এবং ব্যবসায় চিন্তা বাড়তে পারে। নতুন কাজে সুবিধা লাভ। শুভ দিক পশ্চিম।

শুভ রং : সবুজ, শুভ সংখ্যা : ৮১

কর্কট: (২২ জুন – ২২ জুলাই)
ব্যস্ততার জন্য শরীরের দিকে নজর দেওয়ার সময় পাবেন না। শারীরিক সমস্যা নিয়ে চিকিৎসকের পরামর্শ নিতে হতে পারে। মানসিক অবসাদের সমস্যা দেখা দিতে পারে। পথে সমস্যা হতে পারে। আর্থিক ক্ষতির যোগ আছে। যাত্রাযোগে বাধা।

শুভ রং : হলুদ, শুভ সংখ্যা : ৭

সিংহ: (২৩ জুলাই - ২৩ আগস্ট)  
ভুলে যাওয়ার সমস্যা আপনাকে অনেকের সামনে লজ্জায় ফেলতে পারে। কারও উপর ভরসা করে ক্ষতির সম্মুখীন হতে পারেন। বাড়িতে অতিথির আগমন হবে। কর্মে উন্নতির যোগ। প্রেমযোগ শুভ। শুভ দিক উত্তর।

শুভ রং : বাদামি, শুভ সংখ্যা : ২৩

কন্যা: (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর)  
কোনো বন্ধুর পাশে না থাকাটা খুব বেশি করে অনুভব হতে পারে। কর্মক্ষেত্রে উত্তেজনা এড়িয়ে যাওয়াই ভালো। পরিবারে সমস্যার যোগ আছে। প্রেমে সাফল্যের যোগ। ভ্রমণের যোগ আছে। যাত্রাযোগ শুভ।

শুভ রং : নীল, শুভ সংখ্যা : ৯১

তুলা: (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর)
মনে যেটা আছে সেটা বলে দিলে মানসিক শান্তি পাবেন। নানা মতামতের ফলে সিদ্ধান্ত নিতে সমস্যা। আর্থিক বিষয় নিয়ে সতর্কতা। প্রেমের ক্ষেত্রে বন্ধুর সাহায্য। সন্তানের শিক্ষা নিয়ে চিন্তা। কোমরের সমস্যা। শুভ দিক দক্ষিণ।

শুভ রং সাদা, শুভ সংখ্যা : ৫১

বৃশ্চিক: (২৪ অক্টোবর – ২২ নভেম্বর)
কোনো বিষয় নিয়ে মনের অন্দরে তুফান উঠতে পারে। মনের জোর ধরে রাখতে পারলে কঠিন সমস্যার সমাধান করতে সক্ষম হবেন। সম্পত্তি নিয়ে বিবাদ মিটতে পারে। ভ্রমণের সুযোগ আসবে। যাত্রাযোগ শুভ।

শুভ রং : নীল, শুভ সংখ্যা : ২২

ধনু: (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর)
নিজের বাড়ি বানানোর পরিকল্পনা ধীরে ধীরে সফলতার দিকে যাবে। বিনোদনের সুযোগ আসবে। নতুন মানুষের সঙ্গে আলাপ হবে। ব্যবসায় সমস্যার সমাধান। প্রেম নিয়ে সমস্যার যোগ আছে। উপহার প্রাপ্তির যোগ। যাত্রাযোগ শুভ।

শুভ রং : হলুদ, শুভ সংখ্যা :  ৪১

মকর: (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি)  
বাড়ির জন্য কোনো কিছু কেনার আগে পরিবারের সঙ্গে আলোচনা করুন। কোনো সিদ্ধান্ত নিজের মতে না নিতে পারায় সমস্যা বাড়তে পারে। কর্মে ব্যাঘাত ঘটতে পারে। ব্যবসার পরিকল্পনায় বাধা আসতে পারে। প্রেম নিয়ে বিভ্রান্তি। শিক্ষাযোগ শুভ। শুভ দিক পশ্চিম।

শুভ রং : লাল, শুভ সংখ্যা : ১৭

কুম্ভ: (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)  
কাজের জন্য দূরে চলে যাওয়া নিয়ে সম্পর্কে টানাপড়েনের সম্ভাবনা আছে। মানসিক শান্তিতে বিঘ্ন ঘটতে পারে। আর্থিক লাভের যোগ আছে। নতুন ব্যবসার প্রস্তাব আসবে। ভ্রমণের সুযোগ আসবে। শুভ দিক দক্ষিণ।

শুভ রং : বেগুনি, শুভ সংখ্যা : ১৭

মীন: (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ)
আপনার হাসি মুখ অনেক সমস্যার সমাধান করতে পারে। কিন্তু আপনার রেগে যাওয়া বহু সমস্যাকে ডেকে আনতে পারে। কর্মে উন্নতিতে বাধা। ব্যবসায় নতুন সুযোগ আসবে। ভ্রমণের যোগ আছে। বিদেশ ভ্রমণে বাধা মুক্তি হবে। শিক্ষাযোগ শুভ। প্রেমযোগ শুভ। শুভ দিক উত্তর।

শুভ রং : বাদামি, শুভ সংখ্যা : ২১

বাংলাদেশ সময়: ০০০১ ঘণ্টা, মে ২৬, ২০১৬
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।