ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

রাশিফল

নিজের মতকে গুরুত্ব দিন ধনু, সিংহের সামাজিক সম্মান

জ্যোতিষী রুবাই | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২১ ঘণ্টা, মে ২৮, ২০১৬
নিজের মতকে গুরুত্ব দিন ধনু, সিংহের সামাজিক সম্মান

আজ কেমন যাবে
তারিখ: ২৮/০৫/২০১৬

 

মেষ: (২১ মার্চ – ২০ এপ্রিল)  
তাড়াহুড়া করে বেরোবার সময় একাধিক বাধার সম্ভাবনা। প্রেম নিয়ে হতাশার মুক্তি ঘটবে।

দাম্পত্য জীবন সুখের হবে। শিক্ষাযোগ শুভ। কর্মে উন্নতির যোগ। আর্থিকযোগে বাধা আছে। ব্যবসায় সমস্যা আসতে পারে। যাত্রাযোগ শুভ।

বৃষ: (২১ এপ্রিল – ২১ মে)
নিজের নেওয়া কোনো সিদ্ধান্তে নিজের কিছুটা ভয় বা আত্মবিশ্বাসের অভাব হতে পারে। প্রেমে সমস্যা এলেও কেটে যাবে। কর্মক্ষেত্রে মিশ্র প্রভাব পড়বে। শিক্ষায় বাধার যোগ। শারীরিক সমস্যার যোগ আছে। শুভ দিক পশ্চিম।

মিথুন: (২২মে – ২১ জুন)
নিজের প্রতি নিয়ন্ত্রণ না রাখতে পারলে সমস্যায় পড়তে পারেন। প্রেম নিয়ে সফলতার সম্ভাবনা বাড়বে। শারীরিক সমস্যার ফলে চিন্তা। পথে সমস্যার যোগ আছে। আর্থিক লাভের যোগ। ব্যবসায় উন্নতির যোগ আছে। কর্মক্ষেত্রে প্রশংসা লাভ করবেন। যাত্রাযোগে বাধা আছে।

শুভ রং : সবুজ, শুভ সংখ্যা : ৮

কর্কট: (২২ জুন – ২২ জুলাই)
কারও প্রতি অতিরিক্ত ভরসা আপনাকে সমস্যায় ফেলতে পারে। আর্থিক বিষয়ে সচেতন না থাকলে সমস্যা বাড়বে। কর্মক্ষেত্রে উপস্থিত বুদ্ধির ব্যবহারে সফলতা পাবেন। শিল্পচর্চার সঙ্গে যুক্তদের সফলতার সম্ভাবনা আছে। শুভ দিক দক্ষিণ।

শুভ রং : হলুদ, শুভ সংখ্যা : ৭

সিংহ: (২৩ জুলাই  - ২৩ আগস্ট)  
আপনার দায়িত্ব নিয়ে করা কোনো কাজ সামাজিক ক্ষেত্রে সম্মান পেতে পারে। আপনার কাজ অন্য কাউকে উৎসাহিত করতে পারে। কর্মক্ষেত্রে সহকর্মীদের সাহায্যে সমস্যার সমাধান হবে। প্রেমযোগে মিশ্র ফল। কাজের সূত্রে বিশেষ যাত্রার সুযোগ। যাত্রাযোগ শুভ।

শুভ রং : বাদামি, শুভ সংখ্যা : ২

কন্যা: (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর)
প্রেমের প্রথম ধাপ সফলভাবে অতিক্রান্ত হবে। তবে এর পরেও প্রেমের ক্ষেত্রে আপনাকে কিছু পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হবে। দাম্পত্য সমস্যার সমাধান হবে। ব্যবসায় ছোট ছোট বাধা থাকবে। শুভ দিক উত্তর।

শুভ রং : নীল, শুভ সংখ্যা : ৯

তুলা: (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর)
প্রেম নিয়ে কিছু সমস্যার যোগ আছে। আপনার কোনো পরিচিত প্রেমে সমস্যার বাধা দিচ্ছে। কর্মক্ষেত্রে সতর্ক থাকা প্রয়োজন। সহকর্মীদের মধ্যে কেউ চক্রান্ত করতে পারে। শিক্ষায় মিশ্রযোগ আছে। ব্যবসায় সমস্যা কিছুটা সমাধান হতে পারে। যাত্রাযোগ শুভ।

শুভ রং: সাদা, শুভ সংখ্যা : ১

বৃশ্চিক: (২৪ অক্টোবর – ২২ নভেম্বর)
সমস্যা থাকলেও থেমে যাবেন না। সমস্যার সমাধান করতে করতেই সফলতাকে ছুঁয়ে ফেলবেন। সম্পত্তি নিয়ে সমস্যার যোগ আছে। আইনি জটিলতায় ব্যবসার কাজ পণ্ড হতে পারে। যাত্রাযোগ শুভ।

শুভ রং : নীল, শুভ সংখ্যা : ৮

ধনু: (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর)
আপনি সবার কথা গুরুত্ব দেন। কিন্তু নিজের মতামতকে বেশি গুরুত্ব দেওয়ার চেষ্টা করুন। প্রেমের জন্য দিনটি শুভ। শিক্ষাযোগ মিশ্র। শারীরিক সমস্যার সমাধান হবে। শুভ দিক পশ্চিম।

শুভ রং : হলুদ, শুভ সংখ্যা :  ৪

মকর: (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি)    
অন্যের জন্য চিন্তা করতে গিয়ে নিজের কাজে সমস্যা হতে পারে। আপনাকে কিছুটা নিজের বিষয়ে বেশি চিন্তা করতে হবে। শিক্ষাযোগ শুভ। নতুন কাজের সন্ধান পাবেন। যাত্রাযোগ শুভ। প্রেমযোগে বাধা আসতে পারে। যাত্রাযোগে বাধার যোগ।

শুভ রং : লাল, শুভ সংখ্যা : ৬

কুম্ভ: (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)  
আপনাকে নিজের কাজের ক্ষেত্রে কিছুটা স্বার্থপর হতে হবে। না হলে সফলতা পাওয়া কঠিন। কর্মক্ষেত্রে জটিলতার সম্ভাবনা। শিক্ষাযোগ শুভ। শুভ দিক উত্তর। যাত্রাযোগ শুভ। আর্থিক বিষয়ে সমস্যা। প্রেমযোগ মিশ্র।

শুভ রং : বেগুনি, শুভ সংখ্যা : ৭

মীন: (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ)
লক্ষ্য স্থির না করে চেষ্টা চালালে সফলতা পাবেন না। আগে লক্ষ্য স্থির করুন তারপর পরিকল্পনা করে এগোন। যাত্রাযোগ শুভ। কর্মে উন্নতিতে বাধা আছে। প্রেমের ক্ষেত্রে শুভ। শুভ দিক পশ্চিম। উপহার বা প্রশংসা লাভের সম্ভাবনা আছে।

শুভ রং : বাদামি, শুভ সংখ্যা : ১

বাংলাদেশ সময়: ০০০১ ঘণ্টা, মে ২৮, ২০১৬
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।