ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

রাশিফল

স্পষ্ট কথা বলুন কর্কট, কন্যার প্রেমে সফলায় বাধা

জ্যোতিষী রুবাই | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০১ ঘণ্টা, মে ২৯, ২০১৬
স্পষ্ট কথা বলুন কর্কট, কন্যার প্রেমে সফলায় বাধা

আজ কেমন যাবে
তারিখ- ২৯/০৫/২০১৬

মেষ: (২১ মার্চ – ২০ এপ্রিল)  
আপনার কোনো সিদ্ধান্তে ভুল হয়ে যাচ্ছে। অপেক্ষা করুন।

‘সময়’ আপনার ভুলগুলি বুঝতে সাহায্য করবে। নতুন কাজের সন্ধানীদের  সফলতার যোগ আছে। শারীরিক সমস্যা দেখা দিতে পারে। প্রেমযোগ শুভ। যাত্রাযোগ শুভ।

শুভ রং : লাল, শুভ সংখ্যা : ৪

বৃষ: (২১ এপ্রিল – ২১ মে)
প্রেমের ক্ষেত্রে অজানা কোনো কারণে বারবার সমস্যা আসতে পারে। শারীরিকভাবে কিছু সমস্যা বিড়ম্বনায় ফেলতে পারে। যাত্রাযোগ শুভ। কর্মে উন্নতির যোগ। শুভ দিক পশ্চিম।

শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ৩

মিথুন: (২২মে – ২১ জুন)
ঋণ নিয়ে কোনো জিনিস কেনার আগে দেখে নিন। রাশিচক্রে ঋণ নিয়ে সমস্যার যোগ আছে। বন্ধুর সাহায্যে দাম্পত্য সুখ ফিরে আসবে। কর্মে উন্নতির যোগ। ব্যবসায় সমস্যা সমাধান যোগ আছে। যাত্রাযোগ শুভ।

শুভ রং : সবুজ, শুভ সংখ্যা : ১৯

  কর্কট: (২২ জুন – ২২ জুলাই)
খোলাখুলি কথা বলার মাধ্যমে সম্পর্কের জটিলতাগুলি সমাধান হবে। পথে সমস্যার যোগ আছে। বিদেশযাত্রায় বাধা আসবে। প্রেমে শুভ ফললাভ হবে। কর্মে শুভযোগ বর্তমান। ব্যবসায় উন্নতির যোগ। যাত্রাযোগ শুভ।

শুভ রং : লাল, শুভ সংখ্যা : ২

সিংহ: (২৩ জুলাই - ২৩ আগস্ট)  
আগামী দিনে কি হবে এই ভেবে সময় নষ্ট হতে পারে। বর্তমানের দিকে বেশি করে নজর দেওয়া প্রয়োজন। প্রেমের সমস্যার সমাধান হবে। দাম্পত্য সুখ ফিরে আসবে। কর্মে উন্নতি ও ব্যবসার সমস্যা সমাধান হবে। নতুন পরিকল্পনায় সফল হবেন। যাত্রা শুভ।

শুভ রং : হলুদ, শুভ সংখ্যা : ৬

কন্যা: (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর)  
কারও কথায় প্রভাবিত হয়ে কোনো বন্ধুকে অবিশ্বাস করতে পারেন। ব্যবসায় আর্থিক ক্ষতির যোগ। শিক্ষাক্ষেত্রে সাফল্য লাভ করবেন। প্রেমে সফলতা লাভে বাধা আছে। দাম্পত্যযোগ শুভ। শুভ দিক উত্তর।

শুভ রং : লাল, শুভ সংখ্যা : ৬

তুলা: (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর)
বিভিন্ন কারণে মন অস্থির থাকবে। বন্ধুর সঙ্গে মনোমালিন্য আপনাকে মানসিকভাবে কষ্ট দেবে। দাম্পত্য সুখের যোগ আছে। কর্মে বাধা আসতে পারে। ভ্রমণের যোগ আছে। যাত্রাযোগ শুভ।

শুভ রং :  হলুদ, শুভ সংখ্যা : ৯

বৃশ্চিক: (২৪ অক্টোবর – ২২ নভেম্বর)
কাজে মন বসাতে সমস্যা হতে পারে। অহেতুক কারণে ঝগড়া বা অশান্তির মধ্যে জড়িয়ে পড়তে পারেন। প্রেমে সফলতার যোগ আছে। পারিবারিক সমস্যার যোগ আছে। ব্যবসায় উন্নতির যোগ। যাত্রাযোগ শুভ।

শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ১৬

ধনু: (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর)
আপনার মনের ইচ্ছেগুলি প্রকাশ করতে না পেরে মানসিক অশান্তি থাকবে। দাম্পত্য জীবনে তৃতীয় ব্যক্তির প্রবেশ নিয়ে সমস্যা বাড়বে। সংসারে মতবিরোধ নিয়ে আপানর সমস্যা বাড়বে। শিক্ষা শুভ। কর্মে উন্নতির। শুভ দিক দক্ষিণ।

শুভ রং : লাল, শুভ সংখ্যা : ৯

মকর: (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি)  
আপনার কাছের কেউ মুখে এক কথা বললেও তার মনে অন্য পরিকল্পনা থাকতে পারে। নতুন ব্যবসায় লাভের যোগ আছে। কাজে উন্নতির সম্ভাবনা। প্রেমে বাধার যোগ। দাম্পত্যে সমস্যার যোগ। ভ্রমণের যোগ বর্তমান। যাত্রাযোগ শুভ।

শুভ রং : বাদামি, শুভ সংখ্যা : ৩

কুম্ভ: (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)  
আপনার পরিকল্পনা প্রাথমিকভাবে ধাক্কা খেতে পারে। কিন্তু পরবর্তী সময়ে সফলতার যোগ আছে। নতুন সম্পর্কে প্রবেশের সম্ভাবনা। দাম্পত্য সুখের সম্ভাবনা আছে। ব্যবসায় লাভ বাড়বে। শিক্ষাযোগ শুভ। পথে আঘাতের যোগ। যাত্রাযোগে বাধা আসতে পারে।

শুভ রং : সবুজ, শুভ সংখ্যা : ১

মীন: (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ)
প্রেমের ক্ষেত্রে অপেক্ষা আপনার রাশিচক্রের অন্যতম প্রধান চিহ্ন হিসেবে দেখা যাচ্ছে। কর্মে শুভ খবর আসতে পারে। ব্যবসায় উন্নতির যোগ। আর্থিকযোগ শুভ। নতুন বন্ধু লাভের যোগ আছে। শুভ দিক পশ্চিম।

শুভ রং : লাল, শুভ সংখ্যা : ১২

বাংলাদেশ সময়: ০০০১ ঘণ্টা, মে ২৯, ২০১৬
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।