ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

রাশিফল

মীনের পারিবারিক ক্ষেত্রে শুভ ফল, প্রেমে ধৈর্য ধরুন মেষ

জ্যোতিষী রুবাই | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০১ ঘণ্টা, মে ৩১, ২০১৬
মীনের পারিবারিক ক্ষেত্রে শুভ ফল, প্রেমে ধৈর্য ধরুন মেষ

আজ কেমন যাবে
তারিখ: ৩১/০৫/২০১৬

মেষ: (২১ মার্চ – ২০ এপ্রিল)  
কল্পনার সঙ্গে বাস্তবের ফারাক হতাশ করতে পারে। কিন্তু ধৈর্য ধরলে সফল হবেন।

প্রেমের ক্ষেত্রেও কিছু ধৈর্য ধরতে হবে। পুরনো বন্ধুর আগমন হবে। ভ্রমণের যোগ শুভ। বন্ধুদের সঙ্গে বিনোদনের যোগ আছে। আর্থিকযোগ শুভ।

শুভ রং : বেগুনি, শুভ সংখ্যা : ২

বৃষ: (২১ এপ্রিল – ২১ মে)
মনে একটা শূন্যতা গ্রাস করতে পারে। কোনো বিশেষ কারণ না থাকলেও মন খারাপ থাকতে পারে। পারিবারিক সমস্যার সমাধান হবে। দাম্পত্যে বাধা আছে। কর্মযোগ মিশ্র। বিদেশ ভ্রমণে সমস্যা হবে। প্রেমযোগ মিশ্র। মাথা ঠাণ্ডা রাখতে চেষ্টা করুন।

শুভ রং : সবুজ, শুভ সংখ্যা : ৩

মিথুন: (২২মে – ২১ জুন)
আপনাকে নতুন কোনো গল্প শুনিয়ে কোনো পরিচিত আর্থিক সুবিধা আদায়ের চেষ্টা করতে পারে। দক্ষিণ-পশ্চিম দিক শুভ। নতুন প্রেমের ক্ষেত্রে বাধা আছে। পরিবারের সঙ্গে সম্পর্ক ভালো হবে। আর্থিক বিষয়গুলির সমাধান হবে।

শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ৬

কর্কট: (২২ জুন – ২২ জুলাই)
আবেগের বশে বেসামাল হলেই সমস্যা বাড়বে। প্রেমে নানা রকম পরিস্থিতি হতে পারে। প্রেম নিয়ে চিন্তা বাড়বে। কর্মক্ষেত্রে প্রশংসা লাভ করবেন। ভুল পথে গিয়ে অনেকটা সময় নষ্ট হবে। যাত্রায় শুভযোগ বর্তমান।

শুভ রং : লাল, শুভ সংখ্যা : ১

সিংহ: (২৩ জুলাই - ২৩ আগস্ট)  
বিয়ে নিয়ে পরিবারের সঙ্গে মতের অমিল হতে পারে। দাম্পত্য সম্পর্কে অবনতির সম্ভাবনা। শত্রুরা সক্রিয় হতে পারে। ব্যবসায় সমস্যা বাড়তে পারে। কর্মক্ষেত্র শুভযোগ বর্তমান। আর্থিকযোগ মিশ্র। মধুমেহ রোগে সমস্যা বাড়তে পারে।

শুভ রং : হলুদ, শুভ সংখ্যা :৫

কন্যা: (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর)  
বাড়িতে কিছু পুরনো জিনিসের বদলে আসতে পারে নতুন জিনিস। পরিচিত কেউ প্রেমে বাধা দেবে। কোনো এক আত্মীয়ের শত্রুতা করার সম্ভাবনা। নতুন কাজ শুরু করতে পারবেন। ব্যবসায় উন্নতির যোগ। যাত্রাযোগ মঙ্গলময়।

শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ৬

তুলা: (২৪ সেপ্টেম্বর  – ২৩ অক্টোবর)
কারও মেজাজের সামনে আপনি অসহায় বোধ করতে পারেন। দাম্পত্যে সমস্যার যোগ। প্রেমের জন্য দিনটি শুভ। কর্মে উন্নতি যোগ বর্তমান। ব্যবসায় সমস্যাগুলি সমাধানের মুখ দেখবে। পারিবারিক ভ্রমণের সম্ভাবনা আছে। যাত্রা শুভ।

শুভ রং: নীল, শুভ সংখ্যা : ৯

বৃশ্চিক: (২৪ অক্টোবর – ২২ নভেম্বর)
কাউকে ভরসা করে এগোতে গিয়ে সমস্যায় পড়তে পারেন। কর্মক্ষেত্রে হতাশার যোগ। ব্যবসায় উন্নতির যোগ আছে। নতুন মানুষের সঙ্গে বন্ধুত্ব হবে। নতুন বন্ধুত্ব প্রেমের দিকে এগোতে পারে। আর্থিকযোগ শুভ।

শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ৩

ধনু: (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর)
কোনো কিছুকে দেখেই কিনে ফেলে পরে সমস্যায় পড়তে পারেন। প্রেমে সাড়া পেতে সময় লাগবে। দাম্পত্য জীবনে সমস্যা হতে পারে। যাত্রাযোগ শুভ। অর্থযোগ শুভ। হাড়ের সমস্যা বাড়তে পারে।

শুভ রং : হলুদ, শুভ সংখ্যা : ৯

মকর: (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি)
নতুন কাজ বা নতুন ব্যবসা আপনাকে আর্থিকভাবে শক্তিশালী করবে। পরিবারের সঙ্গে আনন্দের যোগ আছে। কর্মক্ষেত্রে শুভ খবর। ব্যবসার ক্ষেত্রে শুভযোগ বর্তমান। প্রেমে বাধা আছে। যাত্রায় শুভযোগ বর্তমান।
 
শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ১২

কুম্ভ: (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)  
মানসিক চিন্তা শারীরিক ক্ষেত্রে প্রভাব বিস্তার করতে পারে। নতুন সমস্যার শুরু হতে পারে। প্রেম নিয়ে পরিবারে মতপার্থক্য দেখা দিতে পারে। যাত্রায় বাধা আসবে। পশ্চিম দিক শুভ।

শুভ রং : লাল, শুভ সংখ্যা : ১

মীন: (১৯ ফেব্রুয়ারি –২০ মার্চ)
আপনার মতামত আপনার সঙ্গীর সঙ্গে মিলবে এমন সবসময় নাও হতে পারে। এ নিয়ে সমস্যা দেখা দিতে পারে। প্রেমযোগ শুভ। পারিবারিক ক্ষেত্রে শুভ ফল লাভ হবে। আর্থিকযোগ মিশ্র। যাত্রাযোগ শুভ। শুভ দিক পশ্চিম।

শুভ রং : বাদামি, শুভ সংখ্যা : ২

বাংলাদেশ সময়: ০০০১ ঘণ্টা, মে ৩১, ২০১৬
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।