ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

রাশিফল

ধনুর কর্মে উন্নতি, সঞ্চয় করুন মেষ

জ্যোতিষী রুবাই | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০২ ঘণ্টা, জুন ২, ২০১৬
ধনুর কর্মে উন্নতি, সঞ্চয় করুন মেষ

আজ কেমন যাবে
তারিখ: ০২/০৬/২০১৬

মেষ: (২১ মার্চ – ২০ এপ্রিল)
  ভবিষ্যতের জন্য সঞ্চয় শুরু করা দরকার। প্রেমের পথে বাধা থাকলেও সফল হবেন।

কর্মে উন্নতির যোগ আছে। পরিবারে সমস্যা। দাম্পত্য জীবনে কোনো মজার ঘটনার সম্ভাবনা আছে। যাত্রাযোগ শুভ।

শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ৩১

বৃষ: (২১ এপ্রিল – ২১ মে)
আগামী দিনের আনন্দের জন্য আজ আপনাকে কিছুটা ত্যাগ স্বীকার করতে হতে পারে। সম্পত্তি কেনার বিষয়ে কথাবার্তা হতে পারে। কর্মক্ষেত্রে সমস্যা বাড়বে। ব্যবসায় লাভ। প্রতারণার ফাঁদে পড়তে পারেন। শুভ দিক উত্তর।

শুভ রং : লাল, শুভ সংখ্যা : ২৫

মিথুন: (২২মে – ২১ জুন)
কোনো মানুষকে আপনার ভালো লেগে যেতে পারে। কিন্তু প্রেমের সম্পর্কে প্রবেশ করার আগে সেই মানুষটির সম্পর্কে ভালো করে সমস্ত দিকগুলি ভাবনা-চিন্তা করে নিন। বিশেষ যাত্রার সুযোগ। কর্মে উন্নতির যোগ আছে। যাত্রাযোগ শুভ।

শুভ রং : নীল, শুভ সংখ্যা : ১৯

কর্কট: (২২ জুন – ২২ জুলাই)
মাতৃত্ব নিয়ে সমস্যা জাতিকাদের চিন্তায় রাখতে পারে। দাম্পত্য সমস্যার সম্ভাবনা। নতুন কাজে সফলতার যোগ। প্রেমযোগ শুভ। যাত্রাযোগে বাধা আছে।

শুভ রং : হলুদ, শুভ সংখ্যা : ২

সিংহ: (২৩ জুলাই - ২৩ আগস্ট)  
চারপাশের পরিস্থিতি আপনার প্রেমের সম্পর্কের পক্ষে ইতিবাচক হয়ে উঠবে। প্রেমযোগ শুভ। দাম্পত্যযোগ শুভ। কর্মে উন্নতির যোগ আছে। যাত্রাযোগ মঙ্গলময়।

শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ১৬

কন্যা: (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর)  
নদীপথে যাত্রার যোগ আছে। কোনো গোপন কথা জেনে নিয়ে আপনার ক্ষতি করার চেষ্টার সম্ভাবনা রয়েছে। ব্যবসায় উন্নতির যোগ আছে। পারিবারিক সমস্যার সমাধান হবে। শুভ দিক পশ্চিম।

শুভ রং : বেগুনি, শুভ সংখ্যা : ১৫

তুলা: (২৪ সেপ্টেম্বর  – ২৩ অক্টোবর)
প্রেম নিয়ে আপনার চিন্তার অবসান হবে। তবে কোনো সিদ্ধান্ত নিয়ে ফেলার আগে ভাবনা-চিন্তা করুন। শারীরিক সমস্যার সম্ভাবনা আছে। আর্থিক লাভ শুভ। কর্মক্ষেত্রে উন্নতির যোগ। ব্যবসার শুভযোগ বর্তমান। নতুন উদ্যোগ নিয়ে আলোচনা হবে। যাত্রাযোগ শুভ।

শুভ রং: বেগুনি, শুভ সংখ্যা : ৫

বৃশ্চিক: (২৪ অক্টোবর – ২২ নভেম্বর)
প্রেমের সম্পর্ক খুব ধীরে ধীরে পরিণতির দিকে যাবে। ভ্রমণের সুযোগ আছে। নতুন বন্ধুত্বের সম্ভাবনা। সাফল্য লাভ করবেন। সন্তানকে নিয়ে চিন্তা দেখা দেবে। শুভ দিক দক্ষিণ।

শুভ রং : হলুদ, শুভ সংখ্যা : ২

ধনু: (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর)
আজকের দিনে আপনি এক ধরনের পরিকল্পনা করে কাজ শুরু করবেন। কাজের মধ্যে আপনি লক্ষ্য করতে পারেন পরিকল্পনার অনেক বাইরে চলে গেছেন। প্রেমযোগ শুভ। দাম্পত্যযোগ শুভ। কর্মে উন্নতির যোগ আছে। পারিবারিক সমস্যার যোগ। আর্থিক উন্নতির যোগ আছে। শারীরিক সমস্যা। পথে বিড়ম্বনা। যাত্রাযোগে বাধা।

শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ১

মকর: (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি)  
কোনো বন্ধুর কাছ থেকে প্রেমে সফল হওয়ার বিস্তারিত পাঠ পেতে পারেন। তবে সফলতার জন্য আপনাকে আরও কিছুটা ধৈর্য ধরতে হতে পারে। কনিষ্ঠদের সঙ্গে সমস্যা সমাধানের যোগ আছে। প্রেমে সফলতা লাভ। শিক্ষায় উন্নতির যোগ। শুভ দিক পশ্চিম।
 
শুভ রং : সবুজ, শুভ সংখ্যা : ১২

কুম্ভ: (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)  
আপানর সঙ্গীর কাছ থেকে আপনি কিছু মানসিক আঘাত পেতে পারেন।   তবে প্রেম সমস্যা আপনার ক্ষেত্রে সাময়িক। দাম্পত্যে সমস্যার যোগ আছে। কর্মে উন্নতির যোগ। আর্থিকযোগ শুভ। শুভ দিক দক্ষিণ।

শুভ রং : বাদামি, শুভ সংখ্যা : ২১

মীন: (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ)
প্রেম নিয়ে বিশেষ চেষ্টার দরকার নেই। জীবনের কোনো মোড়ে আপনার জন্য অপেক্ষা করছে প্রেম। কর্মে উন্নতির সম্ভাবনা। যাত্রাযোগে বাধা আছে। বিনোদনের সুযোগ। আর্থিকযোগ শুভ।

শুভ রং : আকাশি, শুভ সংখ্যা : ১

বাংলাদেশ সময়: ০০০১ ঘণ্টা, জুন ০২, ২০১৬
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।